
রমজানে ব্র্যাক ব্যাংকের গ্রাহকেরা ১ হাজার ১০০ টিরও অধিক আউটলেটে পাবেন আকর্ষণীয় অফারের সুযোগ।
ব্র্যাক ব্যাংক-এর ক্রেডিট ও ডেবিট কার্ডহোল্ডাররা ইফতার এবং সাহরিতে বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট টু, বাই ওয়ান গেট থ্রি, বাই টু গেট ওয়ান সুবিধা পাবেন। কার্ডহোল্ডাররা ডাইনিং, লাইফস্টাইল, জুয়েলারি, মিষ্টির দোকান, হোটেল ও রিসোর্ট, ভ্রমণ ও বিমান এবং ই-কমার্স লেনদেন ছাড়াও আরও অনেক ক্ষেত্রে বিশেষ ছাড় উপভোগ করবেন। এছাড়াও গ্রাহকেরা ক্যাশব্যাক সুবিধা পাবেন।
পুরো রমজান মাস জুড়ে এবং ঈদের দিন পর্যন্ত গ্রাহকেরা প্রায় ৪৪০ টিরও অধিক মার্চেন্ট পার্টনারের ১ হাজার ১১৮টি আউটলেটে এই অফার পাবেন।
গ্রাহকেরা শেরাটন ঢাকা, দ্যা ওয়েস্টিন ঢাকা, লা মেরিডিয়ান ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও, রেডিসন ব্লু ঢাকা ও চট্টগ্রাম, আমারি ঢাকা, হলিডে ইন, ডোরিন হোটেলস অ্যান্ড রিসোর্টস, লেকশোর হোটেল, হোটেল সারিনা, হোটেল বেঙ্গল ব্লুবেরি, দ্য পেনিনসুলা চিটাগাং, রোজ ভিউ সিলেটসহ ৫৬টি হোটেল এবং রেস্তোরাঁয় পাবেন বাই ওয়ান গেট ওয়ান সুবিধা।
এছাড়াও দ্য চকলেট রুম বাংলাদেশ, ওমনি হোটেলস, পার্ল হোটেল, হোয়াইট প্যালেস হোটেল, সিক্স সিজন হোটেল, আরা হসপিটালিটি সার্ভিসেস, গ্র্যান্ড ওরিয়েন্টাল হসপিটলিটিসহ নামকরা হোটেল ও রেস্তোরাঁয় রয়েছে বাই ওয়ান গেট টু, বাই ওয়ান গেট থ্রি’র অফার সুবিধা। এ ছাড়া ডিনারে ১১৫ টিরও অধিক আউটলেটে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
গ্রাহকেরা জারা ফ্যাশনস মল, সাদা কালো, অ্যাস্টোরিয়ন, বিশ্ব রঙ, রঙ বাংলাদেশ, কে ক্র্যাফট, ফিট এলিগেন্স, টাঙ্গাইল শাড়ি কুটির, সেইলর ব্র্যান্ডসহ ১১৯ টিরও অধিক লাইফস্টাইল আউটলেটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এছাড়াও ব্র্যাক ব্যাংক-এর গ্রাহকেরা ২২টি স্বনামধন্য জুয়েলারি শপে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
এ ছাড়া ব্র্যাক ব্যাংক-এর কার্ডহোল্ডাররা বাটা’র জুতা কেনাকাটায় (এই রমজানে শুধু ব্যাংক পার্টনারদের জন্য) এবং দারাজে ১০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা পাবেন। এ ছাড়া হাই-টেক লাইফস্টাইল ও ফার্নিচারে সামগ্রী কেনাকাটায় ৫,০০০ হাজার টাকা পর্যন্ত রয়েছে ক্যাশব্যাক সুবিধা।
ব্র্যাক ব্যাংক-এর কার্ডহোল্ডাররা লং বিচ হোটেল, ওশান প্যারাডাইস, মোমো ইন হোটেল অ্যান্ড রিসোর্ট, নাজিমগড় রিসোর্ট, সায়মন বিচ রিসোর্ট, বিসিডিএম, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এএয়ারলাইনস, নভোএয়ার, গো-জায়ান, শেয়ার ট্রিপসহ ৪২ ট্রাভেল এবং এয়ারলাইনস পার্টনার থেকে ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন। এছাড়াও গ্রাহকেরা ৮২টি ই-কমার্স কোম্পানিতে ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন।
এই রমজান মাস জুড়ে ব্র্যাক ব্যাংকের কার্ড হোল্ডারবৃন্দ ‘আস্থা’ অ্যাপের মাধ্যমে কিউ আর কোড ব্যবহার করে পেমেন্ট করলেই পাচ্ছেন দশ গুণ রিওয়ার্ড পয়েন্টের সুবিধা।
ব্র্যাক ব্যাংক ভিসা ক্রেডিট কার্ড গ্রাহকেরা আড়ং (ই-কমার্স), ডাইন-ইন, শপিং মল, অনলাইন খাদ্য সরবরাহ সেবা, হোটেল এবং রিসোর্ট, গ্রসারি দোকান, পার্লার, সেলুন এবং টিকেটিং সেবায় লেনদেনের জন্য ১০ হাজার পর্যন্ত বোনাস রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে পারবেন।
এই রমজানে ব্র্যাক ব্যাংক মাস্টারকার্ড ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য রয়েছে একটি এক্সক্লুসিভ স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় মাস্টারকার্ড ক্রেডিট কার্ড গ্রাহকেরা একটি আইফোন ১৩ সহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন। এছাড়াও মাস্টারকার্ড মিলেনিয়াল কার্ডের গ্রাহকেরা স্বনামধন্য কফি শপগুলিতে সর্বনিম্ন ৩,০০০ হাজার টাকা খরচ করলে ১,০০০ হাজার বোনাস পয়েন্ট পাবেন।
এই অফার সুবিধা সম্পর্কে ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, ‘ব্র্যাক ব্যাংক সব সময় বিশেষ উপলক্ষে সেরা অফার নিয়ে আসে। কেনাকাটার ক্ষেত্রে সব ক্যাটাগরি অন্তর্ভুক্ত থাকায় রমজান এবং ঈদের অফারগুলি আমাদের গ্রাহকদের পরিবার ও পরিজনদের নিয়ে এই বিশেষ ধর্মীয় উৎসব উদ্যাপনকে আরও আনন্দময় করবে। আমাদের ডেবিট এবং ক্রেডিট কার্ড অনেক ক্যাটাগরি ও পার্টনার নিয়ে গ্রাহকদের জন্য সব সময় দিয়ে আসছে সর্বোৎকৃষ্ট সুবিধা। এছাড়া পুরো রমজান মাস জুড়ে আমাদের দশ গুণ রিওয়ার্ড পয়েন্টের অনন্য সুবিধা তো রয়েছেই।’

রমজানে ব্র্যাক ব্যাংকের গ্রাহকেরা ১ হাজার ১০০ টিরও অধিক আউটলেটে পাবেন আকর্ষণীয় অফারের সুযোগ।
ব্র্যাক ব্যাংক-এর ক্রেডিট ও ডেবিট কার্ডহোল্ডাররা ইফতার এবং সাহরিতে বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট টু, বাই ওয়ান গেট থ্রি, বাই টু গেট ওয়ান সুবিধা পাবেন। কার্ডহোল্ডাররা ডাইনিং, লাইফস্টাইল, জুয়েলারি, মিষ্টির দোকান, হোটেল ও রিসোর্ট, ভ্রমণ ও বিমান এবং ই-কমার্স লেনদেন ছাড়াও আরও অনেক ক্ষেত্রে বিশেষ ছাড় উপভোগ করবেন। এছাড়াও গ্রাহকেরা ক্যাশব্যাক সুবিধা পাবেন।
পুরো রমজান মাস জুড়ে এবং ঈদের দিন পর্যন্ত গ্রাহকেরা প্রায় ৪৪০ টিরও অধিক মার্চেন্ট পার্টনারের ১ হাজার ১১৮টি আউটলেটে এই অফার পাবেন।
গ্রাহকেরা শেরাটন ঢাকা, দ্যা ওয়েস্টিন ঢাকা, লা মেরিডিয়ান ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও, রেডিসন ব্লু ঢাকা ও চট্টগ্রাম, আমারি ঢাকা, হলিডে ইন, ডোরিন হোটেলস অ্যান্ড রিসোর্টস, লেকশোর হোটেল, হোটেল সারিনা, হোটেল বেঙ্গল ব্লুবেরি, দ্য পেনিনসুলা চিটাগাং, রোজ ভিউ সিলেটসহ ৫৬টি হোটেল এবং রেস্তোরাঁয় পাবেন বাই ওয়ান গেট ওয়ান সুবিধা।
এছাড়াও দ্য চকলেট রুম বাংলাদেশ, ওমনি হোটেলস, পার্ল হোটেল, হোয়াইট প্যালেস হোটেল, সিক্স সিজন হোটেল, আরা হসপিটালিটি সার্ভিসেস, গ্র্যান্ড ওরিয়েন্টাল হসপিটলিটিসহ নামকরা হোটেল ও রেস্তোরাঁয় রয়েছে বাই ওয়ান গেট টু, বাই ওয়ান গেট থ্রি’র অফার সুবিধা। এ ছাড়া ডিনারে ১১৫ টিরও অধিক আউটলেটে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
গ্রাহকেরা জারা ফ্যাশনস মল, সাদা কালো, অ্যাস্টোরিয়ন, বিশ্ব রঙ, রঙ বাংলাদেশ, কে ক্র্যাফট, ফিট এলিগেন্স, টাঙ্গাইল শাড়ি কুটির, সেইলর ব্র্যান্ডসহ ১১৯ টিরও অধিক লাইফস্টাইল আউটলেটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এছাড়াও ব্র্যাক ব্যাংক-এর গ্রাহকেরা ২২টি স্বনামধন্য জুয়েলারি শপে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
এ ছাড়া ব্র্যাক ব্যাংক-এর কার্ডহোল্ডাররা বাটা’র জুতা কেনাকাটায় (এই রমজানে শুধু ব্যাংক পার্টনারদের জন্য) এবং দারাজে ১০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা পাবেন। এ ছাড়া হাই-টেক লাইফস্টাইল ও ফার্নিচারে সামগ্রী কেনাকাটায় ৫,০০০ হাজার টাকা পর্যন্ত রয়েছে ক্যাশব্যাক সুবিধা।
ব্র্যাক ব্যাংক-এর কার্ডহোল্ডাররা লং বিচ হোটেল, ওশান প্যারাডাইস, মোমো ইন হোটেল অ্যান্ড রিসোর্ট, নাজিমগড় রিসোর্ট, সায়মন বিচ রিসোর্ট, বিসিডিএম, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এএয়ারলাইনস, নভোএয়ার, গো-জায়ান, শেয়ার ট্রিপসহ ৪২ ট্রাভেল এবং এয়ারলাইনস পার্টনার থেকে ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন। এছাড়াও গ্রাহকেরা ৮২টি ই-কমার্স কোম্পানিতে ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন।
এই রমজান মাস জুড়ে ব্র্যাক ব্যাংকের কার্ড হোল্ডারবৃন্দ ‘আস্থা’ অ্যাপের মাধ্যমে কিউ আর কোড ব্যবহার করে পেমেন্ট করলেই পাচ্ছেন দশ গুণ রিওয়ার্ড পয়েন্টের সুবিধা।
ব্র্যাক ব্যাংক ভিসা ক্রেডিট কার্ড গ্রাহকেরা আড়ং (ই-কমার্স), ডাইন-ইন, শপিং মল, অনলাইন খাদ্য সরবরাহ সেবা, হোটেল এবং রিসোর্ট, গ্রসারি দোকান, পার্লার, সেলুন এবং টিকেটিং সেবায় লেনদেনের জন্য ১০ হাজার পর্যন্ত বোনাস রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে পারবেন।
এই রমজানে ব্র্যাক ব্যাংক মাস্টারকার্ড ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য রয়েছে একটি এক্সক্লুসিভ স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় মাস্টারকার্ড ক্রেডিট কার্ড গ্রাহকেরা একটি আইফোন ১৩ সহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন। এছাড়াও মাস্টারকার্ড মিলেনিয়াল কার্ডের গ্রাহকেরা স্বনামধন্য কফি শপগুলিতে সর্বনিম্ন ৩,০০০ হাজার টাকা খরচ করলে ১,০০০ হাজার বোনাস পয়েন্ট পাবেন।
এই অফার সুবিধা সম্পর্কে ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, ‘ব্র্যাক ব্যাংক সব সময় বিশেষ উপলক্ষে সেরা অফার নিয়ে আসে। কেনাকাটার ক্ষেত্রে সব ক্যাটাগরি অন্তর্ভুক্ত থাকায় রমজান এবং ঈদের অফারগুলি আমাদের গ্রাহকদের পরিবার ও পরিজনদের নিয়ে এই বিশেষ ধর্মীয় উৎসব উদ্যাপনকে আরও আনন্দময় করবে। আমাদের ডেবিট এবং ক্রেডিট কার্ড অনেক ক্যাটাগরি ও পার্টনার নিয়ে গ্রাহকদের জন্য সব সময় দিয়ে আসছে সর্বোৎকৃষ্ট সুবিধা। এছাড়া পুরো রমজান মাস জুড়ে আমাদের দশ গুণ রিওয়ার্ড পয়েন্টের অনন্য সুবিধা তো রয়েছেই।’

অর্থনীতির চলমান চাপ এবং রাজস্ব ব্যবস্থার দুর্বলতার কারণে সরকারি খরচ চালাতে আয়ের অন্যতম উৎসে বড় ধরনের টান পড়েছে। এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে রাজস্ব আদায়ে। এতে করে অর্থবছরের মাঝপথেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় ঘাটতির মুখে পড়েছে।
৮ ঘণ্টা আগে
এক সপ্তাহ না যেতেই আবারও দেশের বাজারে সোনার দামে রেকর্ড হয়েছে। এবার ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা এসেছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এটিই দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম। সোনার নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশ
১১ ঘণ্টা আগে
এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট’ (ই-সিএমএস) সেবা। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।
১৩ ঘণ্টা আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ মেনে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে