প্রতিনিধি

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও): বালিয়াডাঙ্গীর একটি গ্রামে এখানে সেখানে হঠাৎ করে আগুন জ্বলে ওঠার রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি। প্রশাসনও এখনো এর কুলকিনারা করতে পারেনি। এর মধ্যে গতকাল শনিবার দিবাগত গভীর রাতে ১২ গ্রামবাসীকে ধরে নিয়ে গেছে ঠাকুরগাঁয়ের গোয়েন্দা পুলিশ (ডিবি)। উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট সিঙ্গিয়া গ্রাম থেকে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আজ রোববার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী ও বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুস সবুর এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী জানান, কয়েকদিন ধরে পুলিশ ও গ্রাম পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। এরপর থেকেই রাতে আগুন লাগা বন্ধ হয়েছে। দিনের বেলাও এখানে সেখানে আগুন জ্বলে ওঠার ঘটনা অনেক কমেছে।
আজ সকালে ওই গ্রামে গিয়ে দেখা গেছে, ১৫ জন পুলিশ সদস্য, চার জন গ্রাম পুলিশ সার্বক্ষণিক ১০টি পরিবারের ওপর নরজদারি করছে।
এই পরিবারগুলোর একটির সদস্য মোতালেব হোসেন বলেন, হঠাৎ করেই গোয়েন্দা পুলিশ এসে গ্রামের লোকজনেরাই আগুন লাগিয়েছে এমন অভিযোগ করতে থাকে। এরপর মারধর করে নারীসহ ১২ জনকে থানায় তুলে নিয়ে গেছে। আমরা নিজেরাই নিজেদের ঘরে আগুন দিচ্ছি এমন অভিযোগ তোলা হচ্ছে।
গ্রামের বাসিন্দা আমেনা বেগম বলেন, আমরা চাই, দ্রুত ঘটনার রহস্য উন্মোচন হোক। এমন ভীতিকর পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেতে চাই।
বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুস সবুর জানান, ঠাকুরগাঁও থেকে গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে নিয়ে গেছে। জিজ্ঞাসাবাদ শেষ হলেই ছেড়ে দেবে বলে জানা গেছে।
উল্লেখ, গত ২৯ এপ্রিল শবে বরাতের রাতে প্রথম গ্রামে হঠাৎ আগুন লাগে। ওইদিন আগুন নিয়ন্ত্রণে আনলেও পরের দিন ৩০ মার্চ আগুনে তিনটি পরিবারের আসবাবপত্র পুড়ে গিয়ে বেশ ক্ষয়ক্ষতি হয়। এরপর থেকেই গ্রামের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। সেই আগুন নিয়ন্ত্রণ করতে হাঁড়ি, পাতিলসহ নানা পাত্রে পানি সংগ্রহের পাশাপাশি পাঁচটি নতুন পাম্প স্থাপন করা হয়েছে। এরই মধ্যে ওই গ্রামের আগুনের রহস্য উন্মোচনে গ্রাম পুলিশ ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের উপজেলা ও জেলা প্রশাসন থেকে নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা দেওয়া হয়েছে।

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও): বালিয়াডাঙ্গীর একটি গ্রামে এখানে সেখানে হঠাৎ করে আগুন জ্বলে ওঠার রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি। প্রশাসনও এখনো এর কুলকিনারা করতে পারেনি। এর মধ্যে গতকাল শনিবার দিবাগত গভীর রাতে ১২ গ্রামবাসীকে ধরে নিয়ে গেছে ঠাকুরগাঁয়ের গোয়েন্দা পুলিশ (ডিবি)। উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট সিঙ্গিয়া গ্রাম থেকে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আজ রোববার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী ও বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুস সবুর এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী জানান, কয়েকদিন ধরে পুলিশ ও গ্রাম পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। এরপর থেকেই রাতে আগুন লাগা বন্ধ হয়েছে। দিনের বেলাও এখানে সেখানে আগুন জ্বলে ওঠার ঘটনা অনেক কমেছে।
আজ সকালে ওই গ্রামে গিয়ে দেখা গেছে, ১৫ জন পুলিশ সদস্য, চার জন গ্রাম পুলিশ সার্বক্ষণিক ১০টি পরিবারের ওপর নরজদারি করছে।
এই পরিবারগুলোর একটির সদস্য মোতালেব হোসেন বলেন, হঠাৎ করেই গোয়েন্দা পুলিশ এসে গ্রামের লোকজনেরাই আগুন লাগিয়েছে এমন অভিযোগ করতে থাকে। এরপর মারধর করে নারীসহ ১২ জনকে থানায় তুলে নিয়ে গেছে। আমরা নিজেরাই নিজেদের ঘরে আগুন দিচ্ছি এমন অভিযোগ তোলা হচ্ছে।
গ্রামের বাসিন্দা আমেনা বেগম বলেন, আমরা চাই, দ্রুত ঘটনার রহস্য উন্মোচন হোক। এমন ভীতিকর পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেতে চাই।
বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুস সবুর জানান, ঠাকুরগাঁও থেকে গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে নিয়ে গেছে। জিজ্ঞাসাবাদ শেষ হলেই ছেড়ে দেবে বলে জানা গেছে।
উল্লেখ, গত ২৯ এপ্রিল শবে বরাতের রাতে প্রথম গ্রামে হঠাৎ আগুন লাগে। ওইদিন আগুন নিয়ন্ত্রণে আনলেও পরের দিন ৩০ মার্চ আগুনে তিনটি পরিবারের আসবাবপত্র পুড়ে গিয়ে বেশ ক্ষয়ক্ষতি হয়। এরপর থেকেই গ্রামের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। সেই আগুন নিয়ন্ত্রণ করতে হাঁড়ি, পাতিলসহ নানা পাত্রে পানি সংগ্রহের পাশাপাশি পাঁচটি নতুন পাম্প স্থাপন করা হয়েছে। এরই মধ্যে ওই গ্রামের আগুনের রহস্য উন্মোচনে গ্রাম পুলিশ ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের উপজেলা ও জেলা প্রশাসন থেকে নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা দেওয়া হয়েছে।

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
২৫ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
১ ঘণ্টা আগে