ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৩১ দফার সঙ্গে জনগণের যত বেশি সম্পৃক্ততা নিশ্চিত করা যাবে, ভোটের সংখ্যাও তত বাড়বে। তাই জনগণের কাছে গিয়ে তাঁদের আস্থা অর্জন করতে হবে।
আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি আয়োজিত কর্মশালায় ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। জেলা শহরের ইএসডিও জয়নাল আবেদীন মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা’ শীর্ষক দিনব্যাপী এই কর্মশালা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘৩১ দফার প্রতিটি প্রস্তাবে দেশের মানুষের মৌলিক চাহিদা—কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। এটি শুধুই রাজনৈতিক দলীয় কাগজপত্র নয়, বরং অনেক ত্যাগ-তিতিক্ষা, গুম-খুন, নির্যাতন ও পঙ্গুত্বের মধ্য দিয়ে আসা সংগ্রামের ফসল। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে মতপার্থক্য থাকবে, তবে তার সমাধান হবে আলোচনার মাধ্যমে। মানুষের ভোট ও রাজনৈতিক অধিকার কখনো হরণ করা যাবে না।’

গত ১৬ বছরে দেশে রাজনৈতিক দমন-পীড়ন ও ভোটাধিকার হরণের ফলে বিচারব্যবস্থা থেকে অর্থনীতি—সবখানেই সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, ‘আমাদের এই আন্দোলন শুধু বিএনপির জন্য নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, দেশের ভবিষ্যতের জন্য।’
দলের নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘নেতৃত্ব ধরে রাখতে হলে জনগণের সঙ্গে থাকতে হবে। জনগণের সমর্থন থাকলেই সত্যিকারের নেতা হওয়া যায়।’
কর্মশালায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপি নেত্রী রাশেদা বেগম হীরা ও নেওয়াজ হালিমা আরলি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন শ্যামল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৩১ দফার সঙ্গে জনগণের যত বেশি সম্পৃক্ততা নিশ্চিত করা যাবে, ভোটের সংখ্যাও তত বাড়বে। তাই জনগণের কাছে গিয়ে তাঁদের আস্থা অর্জন করতে হবে।
আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি আয়োজিত কর্মশালায় ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। জেলা শহরের ইএসডিও জয়নাল আবেদীন মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা’ শীর্ষক দিনব্যাপী এই কর্মশালা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘৩১ দফার প্রতিটি প্রস্তাবে দেশের মানুষের মৌলিক চাহিদা—কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। এটি শুধুই রাজনৈতিক দলীয় কাগজপত্র নয়, বরং অনেক ত্যাগ-তিতিক্ষা, গুম-খুন, নির্যাতন ও পঙ্গুত্বের মধ্য দিয়ে আসা সংগ্রামের ফসল। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে মতপার্থক্য থাকবে, তবে তার সমাধান হবে আলোচনার মাধ্যমে। মানুষের ভোট ও রাজনৈতিক অধিকার কখনো হরণ করা যাবে না।’

গত ১৬ বছরে দেশে রাজনৈতিক দমন-পীড়ন ও ভোটাধিকার হরণের ফলে বিচারব্যবস্থা থেকে অর্থনীতি—সবখানেই সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, ‘আমাদের এই আন্দোলন শুধু বিএনপির জন্য নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, দেশের ভবিষ্যতের জন্য।’
দলের নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘নেতৃত্ব ধরে রাখতে হলে জনগণের সঙ্গে থাকতে হবে। জনগণের সমর্থন থাকলেই সত্যিকারের নেতা হওয়া যায়।’
কর্মশালায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপি নেত্রী রাশেদা বেগম হীরা ও নেওয়াজ হালিমা আরলি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন শ্যামল।

আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
মেহেরপুরের ইসলামী ব্যাংক গাংনী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ইসতিয়াক হাসান। ব্যাংকে কাজ করলেও কৃষির প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। তাই তিনি চাকরির পাশাপাশি শুরু করেছেন কৃষিকাজ। এক বন্ধুকে দেখে অনুপ্রাণিত হয়ে উপজেলার দেবীপুর গ্রামে দেড় বিঘা জমিতে তিনি লাভজনক ফসল একাঙ্গী চাষ শুরু করেছেন।
২ ঘণ্টা আগে
নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি থেকে সংগঠক ও আহত জুলাই যোদ্ধাসহ একসঙ্গে ১০ জন পদত্যাগ করেছেন। জেলা আহ্বায়ক কমিটি নিয়ে বিতর্ক, কমিটির গঠনপ্রক্রিয়া ও কার্যক্রমে অস্বচ্ছতা এবং আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক অভিযোগ তুলে তাঁরা পদত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোহাম্মদ আবু সাঈদ নামের এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন থেকে তাঁকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।
৩ ঘণ্টা আগে