Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে যুবলীগ-ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১৩

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সাবেক ছাত্রলীগ নেতাসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার, গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ এবং সরকার পতনের ষড়যন্ত্র ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

সদর ও হরিপুর উপজেলায় ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সাবেক ছাত্রলীগ নেতাসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানায় রুহিয়া পূর্ব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম, আউলিয়াপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান অ্যাপোলো এবং সাবেক ছাত্রলীগ নেতা মো. মেহেদী হাসান লিপুকে গ্রেপ্তার করা হয়। হরিপুরে গত ৪ আগস্টের ছাত্র-জনতার মিছিলে হামলা, হত্যাচেষ্টা ও ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগে দুই আওয়ামী লীগ সমর্থকসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সরকার পতনের ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগে রাণীশংকৈল থেকে আওয়ামী লীগের চার নেতাসহ পাঁচজন গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ধর্মগড় ইউপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান এবং বাচোর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. হামিদুর রহমান অন্যতম রয়েছেন।

পুলিশ জানায়, গতকাল বুধবার গভীর রাতে একটি গোপন বৈঠক থেকে এই চার নেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে অস্থিতিশীল ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। ঘটনাস্থল থেকে লাল কসটেপ মোড়ানো ৩টি (তিন) অবিস্ফোরিত হাতবোমা এবং গত ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারির অবরোধ-হরতালের ডাকসংবলিত ৯৩ পাতা সরকারবিরোধী লিফলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ