Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠিত, পদবঞ্চিতদের বিক্ষোভ  

প্রতিনিধি, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠিত, পদবঞ্চিতদের বিক্ষোভ  

আজহারুল ইসলামকে সভাপতি ও হিমুন সরকারকে সাধারণ সম্পাদক করে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে। এ কমিটি ঘোষণার পরপরই বিক্ষুব্ধ হয়ে ওঠেন পদবঞ্চিতরা।  

জানা যায়, গতকাল শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের তথ্য জানানো হয়। এরপর রাত ১২টার দিকে শহরের চৌরাস্তা সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। এ সময় নতুন কমিটি বাতিল করে পুনরায় কমিটি গঠনের দাবি জানান তাঁরা। পরে রাত ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিক্ষুব্ধ ও পদবঞ্চিত ছাত্রলীগের নেতা কর্মীদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী এক বছরের জন্য ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া কমিটির ১২ জন সহসভাপতি হলেন-সঞ্জয় কুমার, আখতারুজ্জামান, ফেরদৌস টফি, মিথুন, শাহাজালাল জনি, জি এম সুফি নিয়াজী, আসাদ, শিপন, সৃজন গুহ, তানভীর আলী তুহিন, তাসফিরুল রহমান ও সোহেল রানা। 

 ৬ জন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন-সাদিউল হাবীব সাদি, মাহবুব হোসেন, অনুপ দত্ত, সাব্বির ইসলাম, এনএ নিউমুন ও আরাফাত হোসেন বাপ্পী। 

 ৯ জন সাংগঠনিক সম্পাদক হলেন-সৈয়দ আলী নোমান, মিল্টন খন্দকার, সাব্বির, ঋতু, মাহাবুব হাসান মেহেদি, বদিউজ্জামান বাবলু, অমৃত মোদক, বাঁধন ও ফয়সাল সাদেক শোভন। 

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, রাতে ছাত্রলীগের পদবঞ্চিতরা সড়কে মিছিল ও বিক্ষোভ করছিলে। তাঁদের কোন দাবি থাকলে কেন্দ্রীয়ভাবে বিষয়টি জানাতে বলা হয়েছে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত