ঠাকুরগাঁও (রংপুর), প্রতিনিধি

পচা মাছের দুর্গন্ধ ভেসে আসে পাবলিক লাইব্রেরি, ঠাকুরগাঁও প্রেসক্লাব ও মির্জা রুহুল আমিন মিলনায়তনের আশপাশের জায়গা থেকে। এই তিন প্রতিষ্ঠানকে ঘিরেই ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বহু মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে এখানকার পাবলিক ক্লাব মাঠ চত্বর। বর্তমানে এই স্থানের পচা মাছের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী।
এলাকা সূত্রে জানা যায়, করোনার সময় সামাজিক দূরত্ব নিশ্চিত রাখার জন্য জেলা প্রশাসনের নির্দেশে কালীবাড়ির মাছবাজারটি স্থানান্তরিত করা হয় পাবলিক ক্লাব মাঠে। করোনার প্রাদুর্ভাব কমার পর বাজারটি আগের স্থানে নিয়ে যাওয়ার বিষয়ে জেলা প্রশাসনকে জানানো হয়। এ ক্ষেত্রে একাধিক প্রতিষ্ঠান, বাজারের মাছ ব্যবসায়ী, এমনকি স্থানীয় বাসিন্দারা বারবার জেলা প্রশাসন বরাবর অভিযোগ করেন। কিন্তু বাজারটি আগের অবস্থানে না নেওয়ায় প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে ভুক্তভোগীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অস্থায়ী মাছবাজারটির উত্তর পাশে চলাচলের রাস্তা এবং পূর্ব ও দক্ষিণ পাশে রয়েছে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এসব প্রতিষ্ঠান ও রাস্তা ঘেঁষে মাছের পসরা সাজিয়ে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত মাছ বিক্রি করতে বসেন ব্যবসায়ীরা। ফলে ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে শিক্ষার্থীদের চলার পথে ভোগান্তিতে পড়তে হয়। দুর্গন্ধ এড়াতে পথচারীদের আসা-যাওয়ার সময় নাক চেপে চলাচল করতে হয়।
এ বিষয়ে বাজারের মাছ ব্যবসায়ী সাহাদাত হোসেন বলেন, 'বাজারটিতে ময়লা পানি ফেলার তেমন কোনো ব্যবস্থা নেই। আবার অবিক্রীত মাছ সংরক্ষণ করতেও সমস্যা হচ্ছে। প্রশাসন অনুমতি দিলে আমরা আগের জায়গায় ফিরে যেতে চাই।'
শফিকুল ইসলাম নামে এক পথচারী বলেন, মাছের নোংরা পানি ও ময়লা-আবর্জনার দুর্গন্ধে এ পথ দিয়ে চলাচল করাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কোনো রকমে নাক-মুখ চেপে ধরে এই রাস্তা পার হই। অনেক সময় বমিও চলে আসে।'
এ বিষয়ে বালিকা উচ্চবিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলে, 'এই রাস্তা দিয়ে আসা-যাওয়ার সময় মাছবাজারের দুর্গন্ধে আমাদের ভোগান্তিতে পড়তে হয়।'
এ ছাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষক বলেন, 'বিদ্যালয় ঘেঁষে বসা মাছের বাজারের দুর্গন্ধের কারণে শ্রেণিকক্ষে পাঠদানেও কষ্ট হয়। তাই মাছবাজারটি সরানোর জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।'
এ বিষয়ে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী বলেন, 'মাছবাজারের এই রাস্তা বেশ গুরুত্বপূর্ণ। পাবলিক ক্লাব চত্বরে বিভিন্ন মেলা, সভা, সেমিনার ও অনুষ্ঠান হলেও এখন বসছে বাজার। বাজারের দুর্গন্ধে পুরো এলাকার পরিবেশ প্রতিনিয়ত দূষিত হয়ে যাচ্ছে। তাই বাজার সরিয়ে নেওয়ার জন্য আমরা জেলা প্রশাসককে জানিয়েছি।'
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, 'করোনার প্রকোপ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে মাছের বাজার স্থানান্তর করে পাবলিক ক্লাব চত্বরে নির্ধারণ করা হয়েছিল। এখন সেখান থেকে পূর্বের স্থানে সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

পচা মাছের দুর্গন্ধ ভেসে আসে পাবলিক লাইব্রেরি, ঠাকুরগাঁও প্রেসক্লাব ও মির্জা রুহুল আমিন মিলনায়তনের আশপাশের জায়গা থেকে। এই তিন প্রতিষ্ঠানকে ঘিরেই ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বহু মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে এখানকার পাবলিক ক্লাব মাঠ চত্বর। বর্তমানে এই স্থানের পচা মাছের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী।
এলাকা সূত্রে জানা যায়, করোনার সময় সামাজিক দূরত্ব নিশ্চিত রাখার জন্য জেলা প্রশাসনের নির্দেশে কালীবাড়ির মাছবাজারটি স্থানান্তরিত করা হয় পাবলিক ক্লাব মাঠে। করোনার প্রাদুর্ভাব কমার পর বাজারটি আগের স্থানে নিয়ে যাওয়ার বিষয়ে জেলা প্রশাসনকে জানানো হয়। এ ক্ষেত্রে একাধিক প্রতিষ্ঠান, বাজারের মাছ ব্যবসায়ী, এমনকি স্থানীয় বাসিন্দারা বারবার জেলা প্রশাসন বরাবর অভিযোগ করেন। কিন্তু বাজারটি আগের অবস্থানে না নেওয়ায় প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে ভুক্তভোগীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অস্থায়ী মাছবাজারটির উত্তর পাশে চলাচলের রাস্তা এবং পূর্ব ও দক্ষিণ পাশে রয়েছে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এসব প্রতিষ্ঠান ও রাস্তা ঘেঁষে মাছের পসরা সাজিয়ে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত মাছ বিক্রি করতে বসেন ব্যবসায়ীরা। ফলে ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে শিক্ষার্থীদের চলার পথে ভোগান্তিতে পড়তে হয়। দুর্গন্ধ এড়াতে পথচারীদের আসা-যাওয়ার সময় নাক চেপে চলাচল করতে হয়।
এ বিষয়ে বাজারের মাছ ব্যবসায়ী সাহাদাত হোসেন বলেন, 'বাজারটিতে ময়লা পানি ফেলার তেমন কোনো ব্যবস্থা নেই। আবার অবিক্রীত মাছ সংরক্ষণ করতেও সমস্যা হচ্ছে। প্রশাসন অনুমতি দিলে আমরা আগের জায়গায় ফিরে যেতে চাই।'
শফিকুল ইসলাম নামে এক পথচারী বলেন, মাছের নোংরা পানি ও ময়লা-আবর্জনার দুর্গন্ধে এ পথ দিয়ে চলাচল করাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কোনো রকমে নাক-মুখ চেপে ধরে এই রাস্তা পার হই। অনেক সময় বমিও চলে আসে।'
এ বিষয়ে বালিকা উচ্চবিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলে, 'এই রাস্তা দিয়ে আসা-যাওয়ার সময় মাছবাজারের দুর্গন্ধে আমাদের ভোগান্তিতে পড়তে হয়।'
এ ছাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষক বলেন, 'বিদ্যালয় ঘেঁষে বসা মাছের বাজারের দুর্গন্ধের কারণে শ্রেণিকক্ষে পাঠদানেও কষ্ট হয়। তাই মাছবাজারটি সরানোর জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।'
এ বিষয়ে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী বলেন, 'মাছবাজারের এই রাস্তা বেশ গুরুত্বপূর্ণ। পাবলিক ক্লাব চত্বরে বিভিন্ন মেলা, সভা, সেমিনার ও অনুষ্ঠান হলেও এখন বসছে বাজার। বাজারের দুর্গন্ধে পুরো এলাকার পরিবেশ প্রতিনিয়ত দূষিত হয়ে যাচ্ছে। তাই বাজার সরিয়ে নেওয়ার জন্য আমরা জেলা প্রশাসককে জানিয়েছি।'
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, 'করোনার প্রকোপ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে মাছের বাজার স্থানান্তর করে পাবলিক ক্লাব চত্বরে নির্ধারণ করা হয়েছিল। এখন সেখান থেকে পূর্বের স্থানে সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৪ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৪ ঘণ্টা আগে