ঠাকুরগাঁও প্রতিনিধি

শীতে কাঁপছে ঠাকুরগাঁও। তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে। ওঠানামা করছে ১৬ ডিগ্রির ভেতরেই। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের জনপদ। ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে আছে গোটা জেলা। দুপুর পর্যন্ত সূর্যের দেখা পাওয়াই দুষ্কর হয়ে উঠছে।
এমন অবস্থায় সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্ত আসামি ও বিচারপ্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।
শীতের দিনে খালি পায়ে কাঠগড়ার শীতল মেঝেতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা আসামিদের জন্য কষ্টকর। তাই কাঠগড়ায় কার্পেট বিছানোর ব্যবস্থা করেছেন বিচারক।
আজ বুধবার চিফ জুডিশিয়াল আদালতের সব কাঠগড়ায় বিছানো হয় উন্নত মানের কার্পেট।
এ সময় উপস্থিত থেকে কার্পেটে বিছানো তদারকি করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দীন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন।
আদালত সূত্রে জানা যায়, আদালতের কাঠগড়ার মেঝেতে শীতের সময় প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়। আদালতের বিচারক, আইনজীবীসহ সব কর্মকর্তা–কর্মচারী জুতা পরেই থাকেন। কিন্তু আসামিদের দীর্ঘ সময় জুতা খুলে কাঠগড়ার শীতল মেঝেতে বসে থাকতে হয়। বিষয়টি বিচারক নিত্যানন্দ সরকারের নজরে পড়ে। এরপর তিনি কাঠগড়ায় কার্পেট বিছানোর ব্যবস্থা করেন।
ঠাকুরগাঁও আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শেখর কুমার রায় বলেন, ‘আদালতের কাঠগড়ায় কার্পেট বিছানোর ঘটনা ঠাকুরগাঁওয়ে এটাই প্রথম। তবে এটি যদি তিনি (বিচারক) ব্যক্তিগত অর্থায়নে করে থাকেন তাহলে মহৎ উদ্যোগ, আর যদি গভর্নমেন্টের টাকা দিয়ে করে থাকেন তাহলে অপচয় হয়েছে!’
এর আগে গত মঙ্গলবার কোর্ট ভবনে হাজতখানায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের মাঝে কম্বল বিতরণ করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।

শীতে কাঁপছে ঠাকুরগাঁও। তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে। ওঠানামা করছে ১৬ ডিগ্রির ভেতরেই। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের জনপদ। ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে আছে গোটা জেলা। দুপুর পর্যন্ত সূর্যের দেখা পাওয়াই দুষ্কর হয়ে উঠছে।
এমন অবস্থায় সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্ত আসামি ও বিচারপ্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।
শীতের দিনে খালি পায়ে কাঠগড়ার শীতল মেঝেতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা আসামিদের জন্য কষ্টকর। তাই কাঠগড়ায় কার্পেট বিছানোর ব্যবস্থা করেছেন বিচারক।
আজ বুধবার চিফ জুডিশিয়াল আদালতের সব কাঠগড়ায় বিছানো হয় উন্নত মানের কার্পেট।
এ সময় উপস্থিত থেকে কার্পেটে বিছানো তদারকি করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দীন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন।
আদালত সূত্রে জানা যায়, আদালতের কাঠগড়ার মেঝেতে শীতের সময় প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়। আদালতের বিচারক, আইনজীবীসহ সব কর্মকর্তা–কর্মচারী জুতা পরেই থাকেন। কিন্তু আসামিদের দীর্ঘ সময় জুতা খুলে কাঠগড়ার শীতল মেঝেতে বসে থাকতে হয়। বিষয়টি বিচারক নিত্যানন্দ সরকারের নজরে পড়ে। এরপর তিনি কাঠগড়ায় কার্পেট বিছানোর ব্যবস্থা করেন।
ঠাকুরগাঁও আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শেখর কুমার রায় বলেন, ‘আদালতের কাঠগড়ায় কার্পেট বিছানোর ঘটনা ঠাকুরগাঁওয়ে এটাই প্রথম। তবে এটি যদি তিনি (বিচারক) ব্যক্তিগত অর্থায়নে করে থাকেন তাহলে মহৎ উদ্যোগ, আর যদি গভর্নমেন্টের টাকা দিয়ে করে থাকেন তাহলে অপচয় হয়েছে!’
এর আগে গত মঙ্গলবার কোর্ট ভবনে হাজতখানায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের মাঝে কম্বল বিতরণ করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।

ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
১৫ মিনিট আগে
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে ওই রায় এখনো অপেক্ষমাণ রয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুলশান কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামের এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাদিয়া একটি পারলারে ও বারে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
১ ঘণ্টা আগে