রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁও-৩ আসনের (রানীশংকৈল-পীরগঞ্জ) উপনির্বাচনে কেন্দ্রগুলোতে ভোটারের চেয়ে প্রার্থীদের কর্মী-সমর্থকের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
রানীশংকৈল পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্রীয় হাইস্কুল, মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়সহ কয়েকটি ভোটকেন্দ্রে গিয়ে প্রার্থীদের কর্মী-সমর্থকের সংখ্যা অনেক দেখা গেলেও ভোটারের উপস্থিতি ছিল কম।
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘সকালের দিকে ভোটার উপস্থিতি কম ছিল। তবে দুপুরের দিকে নারী ভোটারের উপস্থিতি লক্ষ করা গেছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই কেন্দ্রে ১৮ ভাগ ভোট পড়েছে।’
কেন্দ্রীয় হাইস্কুলের প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ারুল আজম বলেন, ভোটার উপস্থিতি কমছে-বাড়ছে। তবে খুব বেশি লাইন নেই।
ওই কেন্দ্রের নারী ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, মোট ২ হাজার ২৩০ জন ভোটারের মধ্যে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২৫০টি ভোট পড়েছে।
মীরডাঙ্গী ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জবায়দুর রহমান বলেন, ‘সকাল থেকে ভোটার উপস্থিতি কম। আশা করি দুপুরের পর ভোটারের সংখ্যা বাড়তে পারে।’
ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪ দলীয় জোট সমর্থিত প্রার্থী ইয়াসিন আলী (হাতুড়ি), জাতীয় পার্টির হাফিজউদ্দীন (লাঙল), জাকের পার্টির এমদাদুল হক (গোলাপ ফুল), বিএনএফ সিরাজুল ইসলাম (টেলিভিশন), এনপিপি সাফি আল আসাদ (আম) ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (একতারা) নির্বাচন করছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৪৩৯ জন।
আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দীন ভোটার উপস্থিতির বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘আবহাওয়া খারাপ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা করি।’

ঠাকুরগাঁও-৩ আসনের (রানীশংকৈল-পীরগঞ্জ) উপনির্বাচনে কেন্দ্রগুলোতে ভোটারের চেয়ে প্রার্থীদের কর্মী-সমর্থকের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
রানীশংকৈল পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্রীয় হাইস্কুল, মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়সহ কয়েকটি ভোটকেন্দ্রে গিয়ে প্রার্থীদের কর্মী-সমর্থকের সংখ্যা অনেক দেখা গেলেও ভোটারের উপস্থিতি ছিল কম।
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘সকালের দিকে ভোটার উপস্থিতি কম ছিল। তবে দুপুরের দিকে নারী ভোটারের উপস্থিতি লক্ষ করা গেছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই কেন্দ্রে ১৮ ভাগ ভোট পড়েছে।’
কেন্দ্রীয় হাইস্কুলের প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ারুল আজম বলেন, ভোটার উপস্থিতি কমছে-বাড়ছে। তবে খুব বেশি লাইন নেই।
ওই কেন্দ্রের নারী ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, মোট ২ হাজার ২৩০ জন ভোটারের মধ্যে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২৫০টি ভোট পড়েছে।
মীরডাঙ্গী ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জবায়দুর রহমান বলেন, ‘সকাল থেকে ভোটার উপস্থিতি কম। আশা করি দুপুরের পর ভোটারের সংখ্যা বাড়তে পারে।’
ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪ দলীয় জোট সমর্থিত প্রার্থী ইয়াসিন আলী (হাতুড়ি), জাতীয় পার্টির হাফিজউদ্দীন (লাঙল), জাকের পার্টির এমদাদুল হক (গোলাপ ফুল), বিএনএফ সিরাজুল ইসলাম (টেলিভিশন), এনপিপি সাফি আল আসাদ (আম) ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (একতারা) নির্বাচন করছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৪৩৯ জন।
আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দীন ভোটার উপস্থিতির বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘আবহাওয়া খারাপ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা করি।’

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল রোববার রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে...
৪৩ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ওরফে ব্যারিস্টার ফুয়াদ। তিনি রোববার রাত ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে এই ভিডিও বার্তা দেন।
১ ঘণ্টা আগে
খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে