টাঙ্গাইল (ঘাটাইল) প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে প্রেমের সম্পর্ক হওয়ার পর প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ করতে এসে ধর্ষণের শিকার হয়েছে এক নারী (২৪)। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উত্তর খিলগাতি গ্রামে।
ধর্ষিতা নারী এ ব্যাপারে ঘাটাইল থানায় মামলা করলে অভিযুক্ত আব্দুর রহমান (৩৩) কে আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারীর ছয় বছর আগে বিয়ে হয়েছিল। তার একটি পুত্র সন্তান আছে। পুত্র সন্তানকে নিয়ে সে বাবার বাড়িতেই থাকত। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুর রহমান নামে এক প্রবাসীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোর মাধ্যমে পরিচয় হয় ওই নারীর। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মাসে প্রেমিক আব্দুর রহমান দেশে আসেন। তাঁদের মধ্যে মোবাইলে যোগাযোগ থাকলেও সরাসরি তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি। গত ২৫ সেপ্টেম্বর বিয়ে সংক্রান্ত আলোচনার কথা বলে রহমান ওই নারীকে মধুপুর উপজেলা সদরে নিয়ে আসে। সেখান থেকে তাকে ঘাটাইল উপজেলার উত্তর খিলগাতি গ্রামে বন্ধু তুলা মিয়ার বাড়িতে নিয়ে আসে। ওই দিন দুপুর বেলায় ওই বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে রহমান তাকে ধর্ষণ করে।
ধর্ষণের অভিযোগে ওই নারী আজ বৃহস্পতিবার সকালে আব্দুর রহমানকে আসামি করে ঘাটাইল থানা মামলা করেন। মামলার পর ঘাটাইল উপজেলা সদর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে এবং ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে প্রেমের সম্পর্ক হওয়ার পর প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ করতে এসে ধর্ষণের শিকার হয়েছে এক নারী (২৪)। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উত্তর খিলগাতি গ্রামে।
ধর্ষিতা নারী এ ব্যাপারে ঘাটাইল থানায় মামলা করলে অভিযুক্ত আব্দুর রহমান (৩৩) কে আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারীর ছয় বছর আগে বিয়ে হয়েছিল। তার একটি পুত্র সন্তান আছে। পুত্র সন্তানকে নিয়ে সে বাবার বাড়িতেই থাকত। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুর রহমান নামে এক প্রবাসীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোর মাধ্যমে পরিচয় হয় ওই নারীর। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মাসে প্রেমিক আব্দুর রহমান দেশে আসেন। তাঁদের মধ্যে মোবাইলে যোগাযোগ থাকলেও সরাসরি তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি। গত ২৫ সেপ্টেম্বর বিয়ে সংক্রান্ত আলোচনার কথা বলে রহমান ওই নারীকে মধুপুর উপজেলা সদরে নিয়ে আসে। সেখান থেকে তাকে ঘাটাইল উপজেলার উত্তর খিলগাতি গ্রামে বন্ধু তুলা মিয়ার বাড়িতে নিয়ে আসে। ওই দিন দুপুর বেলায় ওই বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে রহমান তাকে ধর্ষণ করে।
ধর্ষণের অভিযোগে ওই নারী আজ বৃহস্পতিবার সকালে আব্দুর রহমানকে আসামি করে ঘাটাইল থানা মামলা করেন। মামলার পর ঘাটাইল উপজেলা সদর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে এবং ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
২০ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
২৩ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
৪০ মিনিট আগে