মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহসংস্কৃতিবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, দেশে এখন গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে। সামনে একটি অবাধ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে।
বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের গবড়া গ্রামে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাঈদ সোহরাব বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, আগামী নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। সেখানে প্রত্যেক ভোটার নিজ নিজ কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। বিএনপি এবার ক্লিন ইমেজধারী প্রার্থী খুঁজছে—যাঁরা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করেন, চাঁদাবাজি বা মামলা বাণিজ্যে জড়িত, তাঁরা মনোনয়ন পাবেন না।’
তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর ধরে দেশের অর্থনীতি একটি আগ্রাসী ব্যবস্থার কবলে ছিল। মানুষ এখন বুঝতে পারছে কারা নিরাপদ রাজনীতি করে, কারা জনগণের পক্ষে কাজ করে।’
বিএনপির নেত্রী খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ‘তিনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, মানুষের ভোট ও মৌলিক অধিকার ফিরিয়ে দিতে লড়াই করেছেন। যারা তারেক রহমানের নির্দেশ অমান্য করে দলের ভাবমূর্তি নষ্ট করেছে, তাদের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন তৈরি হচ্ছে।’
ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন—মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, পৌর বিএনপির সহসভাপতি সোহরাব হোসেন, খন্দকার মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুব শিকদার প্রমুখ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহসংস্কৃতিবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, দেশে এখন গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে। সামনে একটি অবাধ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে।
বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের গবড়া গ্রামে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাঈদ সোহরাব বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, আগামী নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। সেখানে প্রত্যেক ভোটার নিজ নিজ কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। বিএনপি এবার ক্লিন ইমেজধারী প্রার্থী খুঁজছে—যাঁরা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করেন, চাঁদাবাজি বা মামলা বাণিজ্যে জড়িত, তাঁরা মনোনয়ন পাবেন না।’
তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর ধরে দেশের অর্থনীতি একটি আগ্রাসী ব্যবস্থার কবলে ছিল। মানুষ এখন বুঝতে পারছে কারা নিরাপদ রাজনীতি করে, কারা জনগণের পক্ষে কাজ করে।’
বিএনপির নেত্রী খালেদা জিয়ার ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ‘তিনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, মানুষের ভোট ও মৌলিক অধিকার ফিরিয়ে দিতে লড়াই করেছেন। যারা তারেক রহমানের নির্দেশ অমান্য করে দলের ভাবমূর্তি নষ্ট করেছে, তাদের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন তৈরি হচ্ছে।’
ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন—মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, পৌর বিএনপির সহসভাপতি সোহরাব হোসেন, খন্দকার মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুব শিকদার প্রমুখ।

মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
২ মিনিট আগে
যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
৩৭ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
১ ঘণ্টা আগে