গাজীপুর প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুর থেকে এক বন্ধুকে বিদেশে যাওয়ার জন্য বিমানবন্দরে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত হয়েছেন তিন বন্ধু। গতকাল শনিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
নিহতরা হলেন, মোসলেম উদ্দিন (৩০), নাসির (২৩) ও জুয়েল (৩২)। এদের মধ্যে মোসলেম উদ্দিনের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাকন্ড বীরের বাড়ি গ্রামে এবং নাসির ও জুয়েলের বাড়ি একই জেলার সখিপুরের আন্দিপাড়া গ্রামে।
রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন।
ওসি রিয়াদ মাহমুদ বলেন, এক বন্ধুকে বিদেশে যাওয়ার সময় বিদায় জানাতে তাঁর সঙ্গে আরও ৩ বন্ধু একটি প্রাইভেটকারে করে আসেন ঢাকায় শাহজালাল বিমানবন্দরে। বন্ধুকে বিদায় জানিয়ে একই প্রাইভেটকারে চেপে তিনজন বাড়ি ফিরছিলেন। দিবাগত রাত ২টা ৪০মিনিটের দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের এলাকার বোর্ডঘর শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় পৌঁছে। এটি ইউটার্ন নিয়ে শিলাবৃষ্টি পাম্পে প্রবেশের সময় ঢাকাগামী আল বারাকা পরিবহন নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। নাসির ঘটনাস্থলেই মারা যান। পরে মোসলেম উদ্দিন কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ও জুয়েল টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় কারের চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ওসি জানান, দুর্ঘটনার শিকার প্রাইভেট কার ও বাসটি জব্দ করা হয়েছে। বাসটির চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টাঙ্গাইলের মধুপুর থেকে এক বন্ধুকে বিদেশে যাওয়ার জন্য বিমানবন্দরে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত হয়েছেন তিন বন্ধু। গতকাল শনিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
নিহতরা হলেন, মোসলেম উদ্দিন (৩০), নাসির (২৩) ও জুয়েল (৩২)। এদের মধ্যে মোসলেম উদ্দিনের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাকন্ড বীরের বাড়ি গ্রামে এবং নাসির ও জুয়েলের বাড়ি একই জেলার সখিপুরের আন্দিপাড়া গ্রামে।
রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন।
ওসি রিয়াদ মাহমুদ বলেন, এক বন্ধুকে বিদেশে যাওয়ার সময় বিদায় জানাতে তাঁর সঙ্গে আরও ৩ বন্ধু একটি প্রাইভেটকারে করে আসেন ঢাকায় শাহজালাল বিমানবন্দরে। বন্ধুকে বিদায় জানিয়ে একই প্রাইভেটকারে চেপে তিনজন বাড়ি ফিরছিলেন। দিবাগত রাত ২টা ৪০মিনিটের দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের এলাকার বোর্ডঘর শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় পৌঁছে। এটি ইউটার্ন নিয়ে শিলাবৃষ্টি পাম্পে প্রবেশের সময় ঢাকাগামী আল বারাকা পরিবহন নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। নাসির ঘটনাস্থলেই মারা যান। পরে মোসলেম উদ্দিন কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ও জুয়েল টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় কারের চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ওসি জানান, দুর্ঘটনার শিকার প্রাইভেট কার ও বাসটি জব্দ করা হয়েছে। বাসটির চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
২ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৩ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে