নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিষিদ্ধঘোষিত দুই জঙ্গি সংগঠনের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তাদের মধ্যে একজন সাত বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে জানা গেছে। গতকাল বুধবার জয়পুরহাট থেকে দুজন ও আজ বৃহস্পতিবার টাঙ্গাইল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন এটিইউয়ের সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ওয়াহিদা পারভীন।
গ্রেপ্তারকৃতরা হলেন—নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য মো. মুজাহিদুল ইসলাম (১৯), সাকির আহমদ (১৯) এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের একজন সক্রিয় সদস্য মো. ইউনুস আলী (২৫)।
সহকারী পুলিশ সুপার ওয়াহিদা পারভীন বলেন, জয়পুরহাটের পাঁচবিবি থানার ধুরইল এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মো. মুজাহিদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ছয়টি উগ্রবাদী বই এবং মোবাইল ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।
এরপর তাঁর দেওয়া তথ্যমতে, পাঁচবিবি থানাধীন কড়িয়া বাজারস্থ এলাকা থেকে সাকির আহমদকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত মোবাইল ও সিমকার্ড জব্দ করা হয়।
ওয়াহিদা পারভীন আরও বলেন, অপরদিকে বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইলের মির্জাপুরের হাটুভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইউনুস আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলে’র একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বাংলাদেশের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করাসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে ২০১৭ সালে এসএমপি কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।
এটিইউ কর্মকর্তা ওয়াহিদা পারভীন বলেন, ২০১৭ সালের ২৯ জানুয়ারি এসএমপি কোতোয়ালি থানাধীন শাহী ঈদগাহ ময়দান এলাকা থেকে গোপন বৈঠকের সময় নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের চার সদস্যকে আটক করে পুলিশ। এ সময় ইউনুস আলী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে যান। এ নিয়ে কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ইউনুসসহ ১০ আসামির প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দেন আদালত। ইউনুস দীর্ঘ ছয় বছর দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

নিষিদ্ধঘোষিত দুই জঙ্গি সংগঠনের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তাদের মধ্যে একজন সাত বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে জানা গেছে। গতকাল বুধবার জয়পুরহাট থেকে দুজন ও আজ বৃহস্পতিবার টাঙ্গাইল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন এটিইউয়ের সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ওয়াহিদা পারভীন।
গ্রেপ্তারকৃতরা হলেন—নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য মো. মুজাহিদুল ইসলাম (১৯), সাকির আহমদ (১৯) এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের একজন সক্রিয় সদস্য মো. ইউনুস আলী (২৫)।
সহকারী পুলিশ সুপার ওয়াহিদা পারভীন বলেন, জয়পুরহাটের পাঁচবিবি থানার ধুরইল এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মো. মুজাহিদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ছয়টি উগ্রবাদী বই এবং মোবাইল ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।
এরপর তাঁর দেওয়া তথ্যমতে, পাঁচবিবি থানাধীন কড়িয়া বাজারস্থ এলাকা থেকে সাকির আহমদকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত মোবাইল ও সিমকার্ড জব্দ করা হয়।
ওয়াহিদা পারভীন আরও বলেন, অপরদিকে বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইলের মির্জাপুরের হাটুভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইউনুস আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলে’র একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বাংলাদেশের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করাসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে ২০১৭ সালে এসএমপি কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।
এটিইউ কর্মকর্তা ওয়াহিদা পারভীন বলেন, ২০১৭ সালের ২৯ জানুয়ারি এসএমপি কোতোয়ালি থানাধীন শাহী ঈদগাহ ময়দান এলাকা থেকে গোপন বৈঠকের সময় নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের চার সদস্যকে আটক করে পুলিশ। এ সময় ইউনুস আলী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে যান। এ নিয়ে কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ইউনুসসহ ১০ আসামির প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দেন আদালত। ইউনুস দীর্ঘ ছয় বছর দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে