Ajker Patrika

সখীপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১৫: ১৫
সখীপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের সখীপুরে স্বামী সোনা মিয়া (৫২) স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার দেওবাড়ী বনের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

মৃতের নাম সাহিদা আক্তার (৪০)। তিনি কৈয়ামধু গ্রামের কারিগরপাড়া এলাকার বাসিন্দা সোনা মিয়ার প্রথম স্ত্রী ছিলেন। তাঁদের এক ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে। 

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সূত্রে জানা গেছে, আজ সকালে সোনা মিয়া তাঁর স্ত্রী সাহিদাকে নিয়ে লাকড়ি কাটতে দেওবাড়ী বনে যান। সেখানে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোনা মিয়া দা দিয়ে সাহিদাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যান। এ সময় মাথার মগজ ও ভুঁড়ি বের হয়ে ঘটনাস্থলেই মারা যান সাহিদা। 

প্রত্যক্ষদর্শী এক নারীর বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আলী আসিফ আজকের পত্রিকাকে বলেন, যখন সাহিদাকে কোপানো হচ্ছিল, তখন তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেও বাঁচতে পারেননি।

এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, মরদেহের মাথায় ও পেটে দা দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইলে পাঠানো হচ্ছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত