টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহাদাত হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শুক্রবার উপজেলার গোলচত্বর-সংলগ্ন পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শাহাদাত সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। ২০০২ সালে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলায় বিচারক তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেন। গত ৫ আগস্ট আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে অন্য বন্দীদের সঙ্গে তিনিও পালিয়ে যান।
আজ শনিবার র্যাব-১৪-এর ক্রাইম প্রিভেনশন টিম-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
র্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে অন্য বন্দীদের সঙ্গে কয়েদি শাহাদাত হোসেন পালিয়ে যায়। এ ঘটনাটি সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে পলাতক আসামিদের গ্রেপ্তার করতে তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দীর্ঘ সাত মাস পর র্যাবের টাঙ্গাইল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন, সাজাপ্রাপ্ত আসামি শাহাদাত হোসেনকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোলচত্বর-সংলগ্ন পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ বলেন, শাহাদাত হোসেনের বিরুদ্ধে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা রয়েছে। আমরা তাঁকে ওই থানায় পাঠিয়ে দেব। সেখানে তাকে শ্যেন অ্যারেস্ট দেখানো হবে এবং পরবর্তী কার্যক্রম তারা গ্রহণ করবেন।

টাঙ্গাইলের মির্জাপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহাদাত হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শুক্রবার উপজেলার গোলচত্বর-সংলগ্ন পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শাহাদাত সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। ২০০২ সালে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলায় বিচারক তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেন। গত ৫ আগস্ট আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে অন্য বন্দীদের সঙ্গে তিনিও পালিয়ে যান।
আজ শনিবার র্যাব-১৪-এর ক্রাইম প্রিভেনশন টিম-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
র্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে অন্য বন্দীদের সঙ্গে কয়েদি শাহাদাত হোসেন পালিয়ে যায়। এ ঘটনাটি সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে পলাতক আসামিদের গ্রেপ্তার করতে তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দীর্ঘ সাত মাস পর র্যাবের টাঙ্গাইল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন, সাজাপ্রাপ্ত আসামি শাহাদাত হোসেনকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোলচত্বর-সংলগ্ন পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ বলেন, শাহাদাত হোসেনের বিরুদ্ধে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা রয়েছে। আমরা তাঁকে ওই থানায় পাঠিয়ে দেব। সেখানে তাকে শ্যেন অ্যারেস্ট দেখানো হবে এবং পরবর্তী কার্যক্রম তারা গ্রহণ করবেন।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে