প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল)

ছয়মাস বয়সী সিদরাতুল মুনতাহা ও তার মায়ের জন্য এবারের ঈদটা ছিল দুঃসহ যন্ত্রণার। তিনমাস আগে মুনতাহার বাবা মাওলানা মো. মোশাররফ হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ছিলেন মাদরাসার প্রভাষক। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্বামীর মৃত্যুর পর ফাতেমা তুজ যোহরা পড়ে যান অথৈ সাগরে। তবে গ্রামবাসী এগিয়ে আসায় তাঁর মুখে ফুটেছে ঈদের হাসি।
ঘাটাইল উপজেলার শহর গোপিনপুর ফাজিল (ডিগ্রি) মাদরাসার আরবি প্রভাষক ছিলেন মো. মোশাররফ হোসেন। বাড়ি মাদ্রাসার কাছেই আষাঢ়িয়াচালা গ্রামে। গত বছরের শেষের দিকে তাঁর ক্যান্সার ধরা পড়ে। দরিদ্র পরিবারের সন্তান চিকিৎসার জন্য প্রায় ১৫ লাখ টাকা ঋণ করেছিলেন। গত ৭ এপ্রিল তিনি মারা যান। অসহায় হয়ে পড়েন স্ত্রী ফাতেমা তুজ যোহরা (২১) ও ছয়মাসের কন্যা সিদরাতুল মুনতাহা।
এলাকার সন্তান মাওলানা মোশাররফের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছিল স্থানীয় বেসরকারি সংস্থা সোস্যাল এইড বাংলাদেশ (সাব)। এর মধ্যে মারা যান মোশাররফ। সাব–এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে মাওলানা মোশাররফ ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। তাঁর শিশু সন্তান ও স্ত্রীর ভবিষ্যৎ জীবনের ন্যূনতম নিরাপত্তার জন্য সাব ও এলাকার প্রবাসীদের সহযোগিতায় তাঁদের হাতে সাড়ে পাঁচ লাখ টাকার চেক তুলে দিলাম।
গত বৃহস্পতিবার (২২ জুলাই) ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূঁইয়া মায়ের কোলে বসে থাকা সিদরাতুল মুনতাহার হাতে চেক তুলে দেন। এসময় সাব–এর সভাপতি ড. সাঈদ আহমেদ, যুগ্ম সম্পাদক প্রভাষক মো. বাহাদুর কবির, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলামসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। চেক পাওয়ার পর মোশাররফ হোসেনের স্ত্রী ফাতেমা তুজ যোহরা আবেগাপ্লুত হয়ে বলেন, আমাদের জন্য গ্রামবাসীর এই ভালোবাসার কথা কোনোদিন ভুলতে পারব না।

ছয়মাস বয়সী সিদরাতুল মুনতাহা ও তার মায়ের জন্য এবারের ঈদটা ছিল দুঃসহ যন্ত্রণার। তিনমাস আগে মুনতাহার বাবা মাওলানা মো. মোশাররফ হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ছিলেন মাদরাসার প্রভাষক। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্বামীর মৃত্যুর পর ফাতেমা তুজ যোহরা পড়ে যান অথৈ সাগরে। তবে গ্রামবাসী এগিয়ে আসায় তাঁর মুখে ফুটেছে ঈদের হাসি।
ঘাটাইল উপজেলার শহর গোপিনপুর ফাজিল (ডিগ্রি) মাদরাসার আরবি প্রভাষক ছিলেন মো. মোশাররফ হোসেন। বাড়ি মাদ্রাসার কাছেই আষাঢ়িয়াচালা গ্রামে। গত বছরের শেষের দিকে তাঁর ক্যান্সার ধরা পড়ে। দরিদ্র পরিবারের সন্তান চিকিৎসার জন্য প্রায় ১৫ লাখ টাকা ঋণ করেছিলেন। গত ৭ এপ্রিল তিনি মারা যান। অসহায় হয়ে পড়েন স্ত্রী ফাতেমা তুজ যোহরা (২১) ও ছয়মাসের কন্যা সিদরাতুল মুনতাহা।
এলাকার সন্তান মাওলানা মোশাররফের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছিল স্থানীয় বেসরকারি সংস্থা সোস্যাল এইড বাংলাদেশ (সাব)। এর মধ্যে মারা যান মোশাররফ। সাব–এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে মাওলানা মোশাররফ ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। তাঁর শিশু সন্তান ও স্ত্রীর ভবিষ্যৎ জীবনের ন্যূনতম নিরাপত্তার জন্য সাব ও এলাকার প্রবাসীদের সহযোগিতায় তাঁদের হাতে সাড়ে পাঁচ লাখ টাকার চেক তুলে দিলাম।
গত বৃহস্পতিবার (২২ জুলাই) ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহারুল ইসলাম ভূঁইয়া মায়ের কোলে বসে থাকা সিদরাতুল মুনতাহার হাতে চেক তুলে দেন। এসময় সাব–এর সভাপতি ড. সাঈদ আহমেদ, যুগ্ম সম্পাদক প্রভাষক মো. বাহাদুর কবির, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলামসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। চেক পাওয়ার পর মোশাররফ হোসেনের স্ত্রী ফাতেমা তুজ যোহরা আবেগাপ্লুত হয়ে বলেন, আমাদের জন্য গ্রামবাসীর এই ভালোবাসার কথা কোনোদিন ভুলতে পারব না।

পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
২ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২ ঘণ্টা আগে