Ajker Patrika

টাঙ্গাইলে পানির নিচে ৮ হাজার ৭৬৪ হেক্টর ফসলি জমি

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২২, ১৬: ৫৭
টাঙ্গাইলে পানির নিচে ৮ হাজার ৭৬৪ হেক্টর ফসলি জমি

টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আজ শুক্রবার (২৪ জুন) দুপুর পর্যন্ত যমুনাসহ জেলার প্রধান তিন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল। জেলাজুড়ে ৮ হাজার ৭৬৪ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ১৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

জেলার সাতটি উপজেলায় আউশ, পাট, সবজি, তিল, আমনের প্রায় ৮ হাজার ৭৬৪ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। 

জেলার ৪৯ হাজার ৪১৭টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছেজেলা প্রশাসকের কার্যালয় জানায়, বন্যায় ৬৮.৭৫ বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। এতে ৪৯ হাজার ৪১৭টি পরিবার পানিবন্দী রয়েছে। বর্তমানে ৩৩৭ মেট্রিক টন চাল ও ৫ লাখ ৯৬ হাজার ২৫০ টাকা মজুত রয়েছে। 

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি জানান, জেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। এতে মানুষের দুর্ভোগ কমে যাবে। যেসব এলাকা নিমজ্জিত হয়েছে, সেই এলাকার কর্মকর্তাদের বন্যার্তদের মধ্যে ত্রাণ সরবরাহ করতে বলা হয়েছে। জেলা প্রশাসনের হাতে পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে বলেও জানান তিনি। 

এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘বিভিন্ন নদীর পানি কমতে শুরু করেছে। এর ফলে বিভিন্ন এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। যেসব জায়গায় কাজ করা প্রয়োজন, তা জরুরিভাবে করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত