টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আজ শুক্রবার (২৪ জুন) দুপুর পর্যন্ত যমুনাসহ জেলার প্রধান তিন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল। জেলাজুড়ে ৮ হাজার ৭৬৪ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ১৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার সাতটি উপজেলায় আউশ, পাট, সবজি, তিল, আমনের প্রায় ৮ হাজার ৭৬৪ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
জেলা প্রশাসকের কার্যালয় জানায়, বন্যায় ৬৮.৭৫ বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। এতে ৪৯ হাজার ৪১৭টি পরিবার পানিবন্দী রয়েছে। বর্তমানে ৩৩৭ মেট্রিক টন চাল ও ৫ লাখ ৯৬ হাজার ২৫০ টাকা মজুত রয়েছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি জানান, জেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। এতে মানুষের দুর্ভোগ কমে যাবে। যেসব এলাকা নিমজ্জিত হয়েছে, সেই এলাকার কর্মকর্তাদের বন্যার্তদের মধ্যে ত্রাণ সরবরাহ করতে বলা হয়েছে। জেলা প্রশাসনের হাতে পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘বিভিন্ন নদীর পানি কমতে শুরু করেছে। এর ফলে বিভিন্ন এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। যেসব জায়গায় কাজ করা প্রয়োজন, তা জরুরিভাবে করা হচ্ছে।’

টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আজ শুক্রবার (২৪ জুন) দুপুর পর্যন্ত যমুনাসহ জেলার প্রধান তিন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল। জেলাজুড়ে ৮ হাজার ৭৬৪ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ১৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার সাতটি উপজেলায় আউশ, পাট, সবজি, তিল, আমনের প্রায় ৮ হাজার ৭৬৪ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
জেলা প্রশাসকের কার্যালয় জানায়, বন্যায় ৬৮.৭৫ বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়েছে। এতে ৪৯ হাজার ৪১৭টি পরিবার পানিবন্দী রয়েছে। বর্তমানে ৩৩৭ মেট্রিক টন চাল ও ৫ লাখ ৯৬ হাজার ২৫০ টাকা মজুত রয়েছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি জানান, জেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। এতে মানুষের দুর্ভোগ কমে যাবে। যেসব এলাকা নিমজ্জিত হয়েছে, সেই এলাকার কর্মকর্তাদের বন্যার্তদের মধ্যে ত্রাণ সরবরাহ করতে বলা হয়েছে। জেলা প্রশাসনের হাতে পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘বিভিন্ন নদীর পানি কমতে শুরু করেছে। এর ফলে বিভিন্ন এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। যেসব জায়গায় কাজ করা প্রয়োজন, তা জরুরিভাবে করা হচ্ছে।’

ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
১৪ মিনিট আগে
দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে ওই রায় এখনো অপেক্ষমাণ রয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুলশান কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামের এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাদিয়া একটি পারলারে ও বারে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
১ ঘণ্টা আগে