ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে এক গৃহবধূর ঘরে ঢুকে তাঁর স্বামী-সন্তানদের হত্যার ভয় দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গৃহবধূকে ধর্ষণচেষ্টা চালালে একপর্যায়ে বাড়ির লোকজন টের পেয়ে অভিযুক্তকে আটক করে। গত শুক্রবার মধ্যরাতে এই ঘটনা ঘটে।
তবে ওই রাতেই স্থানীয় মাতবরেরা ৭০ হাজার টাকায় এই ঘটনার মীমাংসা করে অভিযুক্তকে ছেড়ে দেয়। এরপর আজ রোববার এই ঘটনা প্রকাশ্যে আসে। এতে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত আলহাজ উদ্দিন (৫০) উপজেলার মারফত আলীর ছেলে।
ভুক্তভোগী গৃহবধূ বলেন, ‘আমার স্বামী হতদরিদ্র। রাজমিস্ত্রির কাজ করে সংসার চালায়। বাড়িতে খুব একটা থাকে না। এ সুযোগে আলহাজ উদ্দিন আমাকেসহ পুরো পরিবারকে মেরে ফেরার হুমকি দিয়ে মাঝে মধ্যেই কুপ্রস্তাব দিত। শুক্রবার রাতে আমি বাইরে বের হলে আলহাজ ঘরের ভেতর ঢুকে লুকিয়ে থাকে। আমি সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়লে ধর্ষণচেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে আমার চিৎকারে বাড়ির লোকজন আলহাজকে আটক করে। সমাজে এখন আমি মুখ দেখাতে পারছি না। ওর দৃষ্টান্তমূলক বিচার চাই।’
ভুক্তভোগী গৃহবধূর স্বামী বলেন, ‘আমি বাড়িতে না থাকার সুযোগে আলহাজ আমার স্ত্রীকে কুপ্রস্তাব দিত। গত শুক্রবার রাতে ঘরে ঢুকে সে ধর্ষণচেষ্টা চালায়। বাড়ির লোকজন তাঁকে আটক করলে আমার অনুপস্থিতিতে রাতেই স্থানীয় মাতবর হাফিজুর রহমান তোঁতা, আ. মমেন কলম, মালেক মিয়া, সাইফুল ও সাবেক মেম্বার আইনাল হক ৭০ হাজার টাকায় এ ঘটনা রফা করে। পরে আলহাজকে ছেড়ে দেয়। মাতবরেরা ঘটনাটি বাড়ি পর্যন্তই সীমাবদ্ধ রাখতে বলে। পরে আমাকে বিষয়টি পরিবারে পক্ষ থেকে জানানো হয়। আমি এসে সব জানতে পারি। এর বিচার চেয়ে ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছি।’
গৃহবধূর শ্বশুর বলেন, ‘গভীর রাতে ধস্তাধস্তির একপর্যায়ে ঘরের ভেতর থেকে আলহাজকে আটক করা হয়। এরপর লোকজন খবর পেয়ে ভয়ভীতি দেখিয়ে ৭০ হাজার টাকায় রফা করে তাঁকে নিয়ে চলে যায়। এ সময় গ্রাম পুলিশ আ. কাদেরও উপস্থিত ছিল।’
এ ঘটনার সত্যতা স্বীকার করে মাতবর হাফিজুর রহমান তোঁতা বলেন, ‘ওই রাতে সাবেক ইউপি সদস্য আইনাল হকের জিম্মায় সাদা কাগজে স্বাক্ষর নিয়ে টাকায় রফা করে আলহাজকে ছেড়ে দেওয়া হয়েছে।’
গ্রাম পুলিশ আ. কাদের বলেন, ‘সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই। মাতবরেরা টাকা দিয়ে এ ঘটনা রফা করে।’
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কিবরিয়া বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযুক্ত আলহাজ পলাতক রয়েছে। চেষ্টা অব্যাহত রয়েছে।’
এ বিষয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান আহাম্মেদ আল-ফরিদ বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। ন্যক্কারজনক এ ঘটনায় অপরাধীর সঠিক বিচার হওয়া দরকার।’

টাঙ্গাইলের ধনবাড়ীতে এক গৃহবধূর ঘরে ঢুকে তাঁর স্বামী-সন্তানদের হত্যার ভয় দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গৃহবধূকে ধর্ষণচেষ্টা চালালে একপর্যায়ে বাড়ির লোকজন টের পেয়ে অভিযুক্তকে আটক করে। গত শুক্রবার মধ্যরাতে এই ঘটনা ঘটে।
তবে ওই রাতেই স্থানীয় মাতবরেরা ৭০ হাজার টাকায় এই ঘটনার মীমাংসা করে অভিযুক্তকে ছেড়ে দেয়। এরপর আজ রোববার এই ঘটনা প্রকাশ্যে আসে। এতে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত আলহাজ উদ্দিন (৫০) উপজেলার মারফত আলীর ছেলে।
ভুক্তভোগী গৃহবধূ বলেন, ‘আমার স্বামী হতদরিদ্র। রাজমিস্ত্রির কাজ করে সংসার চালায়। বাড়িতে খুব একটা থাকে না। এ সুযোগে আলহাজ উদ্দিন আমাকেসহ পুরো পরিবারকে মেরে ফেরার হুমকি দিয়ে মাঝে মধ্যেই কুপ্রস্তাব দিত। শুক্রবার রাতে আমি বাইরে বের হলে আলহাজ ঘরের ভেতর ঢুকে লুকিয়ে থাকে। আমি সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়লে ধর্ষণচেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে আমার চিৎকারে বাড়ির লোকজন আলহাজকে আটক করে। সমাজে এখন আমি মুখ দেখাতে পারছি না। ওর দৃষ্টান্তমূলক বিচার চাই।’
ভুক্তভোগী গৃহবধূর স্বামী বলেন, ‘আমি বাড়িতে না থাকার সুযোগে আলহাজ আমার স্ত্রীকে কুপ্রস্তাব দিত। গত শুক্রবার রাতে ঘরে ঢুকে সে ধর্ষণচেষ্টা চালায়। বাড়ির লোকজন তাঁকে আটক করলে আমার অনুপস্থিতিতে রাতেই স্থানীয় মাতবর হাফিজুর রহমান তোঁতা, আ. মমেন কলম, মালেক মিয়া, সাইফুল ও সাবেক মেম্বার আইনাল হক ৭০ হাজার টাকায় এ ঘটনা রফা করে। পরে আলহাজকে ছেড়ে দেয়। মাতবরেরা ঘটনাটি বাড়ি পর্যন্তই সীমাবদ্ধ রাখতে বলে। পরে আমাকে বিষয়টি পরিবারে পক্ষ থেকে জানানো হয়। আমি এসে সব জানতে পারি। এর বিচার চেয়ে ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছি।’
গৃহবধূর শ্বশুর বলেন, ‘গভীর রাতে ধস্তাধস্তির একপর্যায়ে ঘরের ভেতর থেকে আলহাজকে আটক করা হয়। এরপর লোকজন খবর পেয়ে ভয়ভীতি দেখিয়ে ৭০ হাজার টাকায় রফা করে তাঁকে নিয়ে চলে যায়। এ সময় গ্রাম পুলিশ আ. কাদেরও উপস্থিত ছিল।’
এ ঘটনার সত্যতা স্বীকার করে মাতবর হাফিজুর রহমান তোঁতা বলেন, ‘ওই রাতে সাবেক ইউপি সদস্য আইনাল হকের জিম্মায় সাদা কাগজে স্বাক্ষর নিয়ে টাকায় রফা করে আলহাজকে ছেড়ে দেওয়া হয়েছে।’
গ্রাম পুলিশ আ. কাদের বলেন, ‘সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে যাই। মাতবরেরা টাকা দিয়ে এ ঘটনা রফা করে।’
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কিবরিয়া বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযুক্ত আলহাজ পলাতক রয়েছে। চেষ্টা অব্যাহত রয়েছে।’
এ বিষয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান আহাম্মেদ আল-ফরিদ বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। ন্যক্কারজনক এ ঘটনায় অপরাধীর সঠিক বিচার হওয়া দরকার।’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
১ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
১ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
২ ঘণ্টা আগে