সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে আল আমিন (২০) নামের এক মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই ছাত্রের মৃগী রোগ ছিল বলে জানান মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি। অন্যদিকে সেই বক্তব্য অস্বীকার করেন মাদ্রাসাছাত্রের বড় ভাই। তাঁর দাবি, মৃত্যুর পর তাঁর ভাইয়ের নাকের দুই ছিদ্রে রক্ত লেগে ছিল।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কালিয়ান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। আল আমিন উপজেলার বেতুয়া গ্রামের মধ্যপাড়া এলাকার শামছুল আলমের ছেলে।
মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার অন্যান্য শিক্ষার্থী ফজরের নামাজ পড়তে উঠলেও আল আমিন শুয়ে ছিল। এ সময় মাদ্রাসার শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী ধাক্কা দিলে আল আমিনকে অচেতন অবস্থায় দেখা যায়। পরে আল আমিনের পরিবারকে বিষয়টি মোবাইলে জানানো হয়। খবর পেয়ে আল আমিনের মা অচেতন অবস্থায় আল আমিনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবদুল আহাদ বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানতে পারলাম সে আগে থেকেই হৃদ্রোগে আক্রান্ত ছিল।’
কালিয়ান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা পর্ষদের সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, ‘আল আমিনের মৃগী রোগ ছিল। ভোররাতে আল আমিনের অবস্থা গুরুতর জেনে ওর মাকে ডেকে এনে তিনজন ছাত্রসহ হাসপাতালে পাঠিয়ে দিই।’
এদিকে আল আমিনের বড় ভাই মিনহাজ উদ্দিন বলেন, ‘আমার ভাই আগেও অসুস্থ হইছিল ঠিক আছে, তবে তার কোনো মৃগী রোগ ছিল না। মৃত্যুর পর আমার ভাইয়ের নাকের দুই ছিদ্রে রক্ত লেগে ছিল।’
স্থানীয় ইউপি সদস্য ও বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. উজ্জ্বল হোসাইন বলেন, ‘আল আমিনের মৃত্যুর সুস্পষ্ট কারণ আল্লাহ ভালো জানেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হচ্ছে।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

টাঙ্গাইলের সখীপুরে আল আমিন (২০) নামের এক মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই ছাত্রের মৃগী রোগ ছিল বলে জানান মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি। অন্যদিকে সেই বক্তব্য অস্বীকার করেন মাদ্রাসাছাত্রের বড় ভাই। তাঁর দাবি, মৃত্যুর পর তাঁর ভাইয়ের নাকের দুই ছিদ্রে রক্ত লেগে ছিল।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কালিয়ান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। আল আমিন উপজেলার বেতুয়া গ্রামের মধ্যপাড়া এলাকার শামছুল আলমের ছেলে।
মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার অন্যান্য শিক্ষার্থী ফজরের নামাজ পড়তে উঠলেও আল আমিন শুয়ে ছিল। এ সময় মাদ্রাসার শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী ধাক্কা দিলে আল আমিনকে অচেতন অবস্থায় দেখা যায়। পরে আল আমিনের পরিবারকে বিষয়টি মোবাইলে জানানো হয়। খবর পেয়ে আল আমিনের মা অচেতন অবস্থায় আল আমিনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবদুল আহাদ বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানতে পারলাম সে আগে থেকেই হৃদ্রোগে আক্রান্ত ছিল।’
কালিয়ান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা পর্ষদের সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, ‘আল আমিনের মৃগী রোগ ছিল। ভোররাতে আল আমিনের অবস্থা গুরুতর জেনে ওর মাকে ডেকে এনে তিনজন ছাত্রসহ হাসপাতালে পাঠিয়ে দিই।’
এদিকে আল আমিনের বড় ভাই মিনহাজ উদ্দিন বলেন, ‘আমার ভাই আগেও অসুস্থ হইছিল ঠিক আছে, তবে তার কোনো মৃগী রোগ ছিল না। মৃত্যুর পর আমার ভাইয়ের নাকের দুই ছিদ্রে রক্ত লেগে ছিল।’
স্থানীয় ইউপি সদস্য ও বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. উজ্জ্বল হোসাইন বলেন, ‘আল আমিনের মৃত্যুর সুস্পষ্ট কারণ আল্লাহ ভালো জানেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হচ্ছে।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
১০ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
২২ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
৩৬ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
৪২ মিনিট আগে