
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা-বাগানে চা-কন্যা ঝর্ণা কুর্মীর হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় শমশেরনগর চা-বাগানের খ্রিষ্টান মিশনের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গলের চা-কন্যা ও চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঝর্ণা কুর্মীর হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে নারী চা-শ্রমিক, চা-ছাত্র যুব পরিষদ ও সাধারণ ছাত্রছাত্রীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ চা-বাগান কর্মচারী পরিষদের কোষাধ্যক্ষ তালুকদার মোন আমিনুর রহমান, পাত্রখোলা চা-বাগানের কর্মচারী চম্পক কুর্মী, শমশেরনগর চা-বাগানের শ্রমিক ও নারী নেত্রী মণি গোয়ালা ও ছাত্রী বর্ণা চাষা।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৮ মার্চ শ্রীমঙ্গলের নিজ বাসায় রহস্যজনকভাবে গলায় ফাঁস দেওয়া অবস্থায় চা-কন্যা ও চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা ঝর্ণা কুর্মীর মরদেহ উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা হতে পারে না, কারণ মরদেহের পা দুটি মেঝের সঙ্গে ছিল। পুলিশ মরদেহ উদ্ধারকালে এ ব্যাপারে সন্দেহ পোষণ করে। এ ঘটনায় নিহত স্কুলশিক্ষিকার কাকা রামপ্রসাদ কুর্মী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাঁর স্বামী ব্যাংক কর্মকর্তা সঞ্জয় কুর্মীকে গ্রেপ্তার করে।
বক্তারা আরও বলেন, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কিছুটা দাম্পত্য বিরোধ ছিল। এ কারণেই হয়তো পরিকল্পিতভাবে হত্যা করে গলায় ফাঁস দেওয়া হয়। পুলিশ যেহেতু স্বামীকে গ্রেপ্তার করেছে, এখন তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এ ছাড়া মানববন্ধন ও প্রতিবাদ সভায় একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ চা-বাগান কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ।

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা-বাগানে চা-কন্যা ঝর্ণা কুর্মীর হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় শমশেরনগর চা-বাগানের খ্রিষ্টান মিশনের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গলের চা-কন্যা ও চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঝর্ণা কুর্মীর হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে নারী চা-শ্রমিক, চা-ছাত্র যুব পরিষদ ও সাধারণ ছাত্রছাত্রীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ চা-বাগান কর্মচারী পরিষদের কোষাধ্যক্ষ তালুকদার মোন আমিনুর রহমান, পাত্রখোলা চা-বাগানের কর্মচারী চম্পক কুর্মী, শমশেরনগর চা-বাগানের শ্রমিক ও নারী নেত্রী মণি গোয়ালা ও ছাত্রী বর্ণা চাষা।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৮ মার্চ শ্রীমঙ্গলের নিজ বাসায় রহস্যজনকভাবে গলায় ফাঁস দেওয়া অবস্থায় চা-কন্যা ও চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা ঝর্ণা কুর্মীর মরদেহ উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা হতে পারে না, কারণ মরদেহের পা দুটি মেঝের সঙ্গে ছিল। পুলিশ মরদেহ উদ্ধারকালে এ ব্যাপারে সন্দেহ পোষণ করে। এ ঘটনায় নিহত স্কুলশিক্ষিকার কাকা রামপ্রসাদ কুর্মী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাঁর স্বামী ব্যাংক কর্মকর্তা সঞ্জয় কুর্মীকে গ্রেপ্তার করে।
বক্তারা আরও বলেন, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কিছুটা দাম্পত্য বিরোধ ছিল। এ কারণেই হয়তো পরিকল্পিতভাবে হত্যা করে গলায় ফাঁস দেওয়া হয়। পুলিশ যেহেতু স্বামীকে গ্রেপ্তার করেছে, এখন তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এ ছাড়া মানববন্ধন ও প্রতিবাদ সভায় একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ চা-বাগান কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে