প্রতিনিধি, জকিগঞ্জ (সিলেট)

জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মকবুল শাহ সড়ক হইতে ইছামতি ডিগ্রি কলেজ পর্যন্ত রাস্তাটি বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে যাতায়াতে করতে মারাত্মকভাবে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে এই এলাকার মানুষদের।
জানা যায়, ইছামতি ডিগ্রি কলেজ, ইছামতি কামিল মাদরাসা, ইছামতি গার্লস একাডেমির শিক্ষার্থীরা যাতায়াত করে এই রাস্তা দিয়ে। এ ছাড়াও এই রাস্তার মধ্যে উত্তর জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর জিয়াপুর জামে মসজিদ রয়েছে। এ ছাড়াও প্রতিদিন উত্তর জিয়াপুর, দর্গাবাহারপুর, হাড়িকান্দি, নান্দিশ্রী, উত্তর ফুলতলী, এওলাসারের শিক্ষার্থী ও জনসাধারণের যাতায়াতে জন্য এটি একটি সহজ রাস্তা।
ইছামতি কলেজের সাবেক শিক্ষার্থী ও উত্তর জিয়াপুর গ্রামের বাসিন্দা সুহেল আহমদ বলেন, বৃষ্টি হলেই রাস্তাটি যেন খেতের জমি মনে হয়। একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আমাদের কপালে কাঁদা লেগেই আছে। কাঁদা নিয়েই আমাদের চলতে হয়। বিশেষ করে আমাদের গ্রামের মানুষের মসজিদে নামাজে যেতে অনেক কষ্ট হয় এবং ছোট ছোট বাচ্চাদের মক্তবে যেতে খুবই অসুবিধার সৃষ্টি হয়।
জিয়াপুর গ্রামের বাসিন্দা ও ইছামতি ডিগ্রি কলেজের শিক্ষার্থী বাহার উদ্দিন ও তাসলিমা আক্তার বলেন, `কাঁদার মধ্যে দিয়ে কলেজে যেতে আমাদের অনেক কষ্ট হয়। ৩০ মিনিটের রাস্তা ১ ঘণ্টা লেগে যায়। বৃষ্টি হলে রাস্তা পিচ্ছিল হয়ে পা পিছলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।'
উত্তর জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম বলেন, `রাস্তাটি পাকাকরণ না হওয়াতে আমাদের কষ্টের শেষ নেই। বিশেষ করে আমার স্কুলের ছোট ছোট বাচ্চাদের জন্য খুবই কষ্টকর। বৃষ্টি হলে কাঁদার মধ্যে দিয়ে বাচ্চারা স্কুলে আসা যাওয়া করতে পারে না।'
ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জালাল আহমদ বলেন, `রাস্তাটি পাকাকরণ হয়ে গেলে সুন্দর হতো। আমার কলেজের ছাত্র-ছাত্রী অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে হতো না। রাস্তাটি পাকাকরণ হয়ে গেলে ছাত্ররা খুব সহজেই কলেজে আসতে পারবে।'
৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজিম উদ্দিন জানালেন, রাস্তাটি এলজিইডির আওতাধীন তাই আমাদের এখানে কিছু করার নেই।
মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাতাব হোসেন চৌধুরী বলেন, রাস্তাটি এমপির বরাদ্দের মধ্যে পড়ে। তবে আমি রাস্তাটির জন্য সুপারিশ করে তালিকাভুক্ত করেছি।
উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী বলেন, রাস্তাটি পাকাকরণ হবে তবে কিছু সময় লাগবে।

জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মকবুল শাহ সড়ক হইতে ইছামতি ডিগ্রি কলেজ পর্যন্ত রাস্তাটি বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে যাতায়াতে করতে মারাত্মকভাবে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে এই এলাকার মানুষদের।
জানা যায়, ইছামতি ডিগ্রি কলেজ, ইছামতি কামিল মাদরাসা, ইছামতি গার্লস একাডেমির শিক্ষার্থীরা যাতায়াত করে এই রাস্তা দিয়ে। এ ছাড়াও এই রাস্তার মধ্যে উত্তর জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর জিয়াপুর জামে মসজিদ রয়েছে। এ ছাড়াও প্রতিদিন উত্তর জিয়াপুর, দর্গাবাহারপুর, হাড়িকান্দি, নান্দিশ্রী, উত্তর ফুলতলী, এওলাসারের শিক্ষার্থী ও জনসাধারণের যাতায়াতে জন্য এটি একটি সহজ রাস্তা।
ইছামতি কলেজের সাবেক শিক্ষার্থী ও উত্তর জিয়াপুর গ্রামের বাসিন্দা সুহেল আহমদ বলেন, বৃষ্টি হলেই রাস্তাটি যেন খেতের জমি মনে হয়। একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আমাদের কপালে কাঁদা লেগেই আছে। কাঁদা নিয়েই আমাদের চলতে হয়। বিশেষ করে আমাদের গ্রামের মানুষের মসজিদে নামাজে যেতে অনেক কষ্ট হয় এবং ছোট ছোট বাচ্চাদের মক্তবে যেতে খুবই অসুবিধার সৃষ্টি হয়।
জিয়াপুর গ্রামের বাসিন্দা ও ইছামতি ডিগ্রি কলেজের শিক্ষার্থী বাহার উদ্দিন ও তাসলিমা আক্তার বলেন, `কাঁদার মধ্যে দিয়ে কলেজে যেতে আমাদের অনেক কষ্ট হয়। ৩০ মিনিটের রাস্তা ১ ঘণ্টা লেগে যায়। বৃষ্টি হলে রাস্তা পিচ্ছিল হয়ে পা পিছলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।'
উত্তর জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম বলেন, `রাস্তাটি পাকাকরণ না হওয়াতে আমাদের কষ্টের শেষ নেই। বিশেষ করে আমার স্কুলের ছোট ছোট বাচ্চাদের জন্য খুবই কষ্টকর। বৃষ্টি হলে কাঁদার মধ্যে দিয়ে বাচ্চারা স্কুলে আসা যাওয়া করতে পারে না।'
ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জালাল আহমদ বলেন, `রাস্তাটি পাকাকরণ হয়ে গেলে সুন্দর হতো। আমার কলেজের ছাত্র-ছাত্রী অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে হতো না। রাস্তাটি পাকাকরণ হয়ে গেলে ছাত্ররা খুব সহজেই কলেজে আসতে পারবে।'
৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাজিম উদ্দিন জানালেন, রাস্তাটি এলজিইডির আওতাধীন তাই আমাদের এখানে কিছু করার নেই।
মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাতাব হোসেন চৌধুরী বলেন, রাস্তাটি এমপির বরাদ্দের মধ্যে পড়ে। তবে আমি রাস্তাটির জন্য সুপারিশ করে তালিকাভুক্ত করেছি।
উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী বলেন, রাস্তাটি পাকাকরণ হবে তবে কিছু সময় লাগবে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে