হবিগঞ্জ প্রতিনিধি

স্ত্রীর সন্দেহ স্বামী আরেকটি বিয়ে করেছেন। এ নিয়ে তাঁদের প্রায়ই ঝগড়া হতো। এ অবস্থায় স্ত্রীকে সান্ত্বনা দিতে শিক্ষক স্বামী আনোয়ার হোসেন অ্যাভিডেভিডের মাধ্যমে একটি ভুয়া তালাকনামা তৈরি করেন। এতে স্ত্রী শান্ত হলেও বেচারা স্বামীর স্থান হয়েছে শ্রীঘরে!
ওই শিক্ষক যে নারীকে তালাক দিয়েছেন বলে অ্যাভিডেভিডে দেখিয়েছেন, তিনি একই স্কুলের সহকর্মী। ঘটনা জানতে পেরে ওই শিক্ষিকা তাঁর সহকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। অভিযোগ করেছেন, ওই শিক্ষকের সঙ্গে তাঁর বিয়েই হয়নি।
ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ সদর উপজেলায়। ভুক্তভোগী নারী ও ‘তালাক’ দেওয়া ব্যক্তি দুজনেই উপজেলার রিচি হাইস্কুলের শিক্ষক।
পুলিশ জানায়, কয়েক মাস আগে স্কুলশিক্ষক আদালতে তাঁর নারী সহকর্মীকে তালাক দেওয়াসংক্রান্ত একটি অ্যাফিডেভিট করেন। কিন্তু বিয়ে না করেও তালাক দেওয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আদালত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করতে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশকে নির্দেশ দিলে গত বৃহস্পতিবার রাতে ওই স্কুলশিক্ষককে (৫৫) গ্রেপ্তার করে পুলিশ। গত শুক্রবার আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, ওই শিক্ষকের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। অন্যদিকে আদালতে মামলা করা শিক্ষিকা বিধবা এবং তাঁর একটি মেয়ে আছে।
হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান বলেন, ‘ওই শিক্ষকের সঙ্গে শিক্ষিকার বিয়েই হয়নি। স্ত্রীর সন্দেহ দূর করতেই ওই স্কুলশিক্ষক অ্যাফিডেভিট করেন।’
এদিকে ওই স্কুলের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন বলেন, ‘শিক্ষিকার অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে গত জুলাই মাসে ধর্মীয় শিক্ষক আনোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

স্ত্রীর সন্দেহ স্বামী আরেকটি বিয়ে করেছেন। এ নিয়ে তাঁদের প্রায়ই ঝগড়া হতো। এ অবস্থায় স্ত্রীকে সান্ত্বনা দিতে শিক্ষক স্বামী আনোয়ার হোসেন অ্যাভিডেভিডের মাধ্যমে একটি ভুয়া তালাকনামা তৈরি করেন। এতে স্ত্রী শান্ত হলেও বেচারা স্বামীর স্থান হয়েছে শ্রীঘরে!
ওই শিক্ষক যে নারীকে তালাক দিয়েছেন বলে অ্যাভিডেভিডে দেখিয়েছেন, তিনি একই স্কুলের সহকর্মী। ঘটনা জানতে পেরে ওই শিক্ষিকা তাঁর সহকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। অভিযোগ করেছেন, ওই শিক্ষকের সঙ্গে তাঁর বিয়েই হয়নি।
ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ সদর উপজেলায়। ভুক্তভোগী নারী ও ‘তালাক’ দেওয়া ব্যক্তি দুজনেই উপজেলার রিচি হাইস্কুলের শিক্ষক।
পুলিশ জানায়, কয়েক মাস আগে স্কুলশিক্ষক আদালতে তাঁর নারী সহকর্মীকে তালাক দেওয়াসংক্রান্ত একটি অ্যাফিডেভিট করেন। কিন্তু বিয়ে না করেও তালাক দেওয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আদালত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করতে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশকে নির্দেশ দিলে গত বৃহস্পতিবার রাতে ওই স্কুলশিক্ষককে (৫৫) গ্রেপ্তার করে পুলিশ। গত শুক্রবার আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, ওই শিক্ষকের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। অন্যদিকে আদালতে মামলা করা শিক্ষিকা বিধবা এবং তাঁর একটি মেয়ে আছে।
হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান বলেন, ‘ওই শিক্ষকের সঙ্গে শিক্ষিকার বিয়েই হয়নি। স্ত্রীর সন্দেহ দূর করতেই ওই স্কুলশিক্ষক অ্যাফিডেভিট করেন।’
এদিকে ওই স্কুলের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন বলেন, ‘শিক্ষিকার অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে গত জুলাই মাসে ধর্মীয় শিক্ষক আনোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
৪ মিনিট আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
৪২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
১ ঘণ্টা আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২ ঘণ্টা আগে