নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে লিটল ম্যাগাজিন ‘ভাস্কর’-এর ৩৩ বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক সাহিত্য উৎসবের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার সকালে নগরের জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবি ও লেখক আসাদ মান্নান বলেন, ‘লিটল ম্যাগাজিন সাহিত্যের মূল ভিত্তি। বাংলা কবিতায় ছোট কাগজের ভূমিকা অনস্বীকার্য। ভাস্কর সংস্কৃতমনা মানুষের রুচির কথা চিন্তা করে দীর্ঘ ৩৩ বছর ধরে সেই লক্ষ্যে কাজ করছে। মানুষ হওয়ার সংগ্রাম, মানুষ হওয়ার অভিযাত্রায় খুব কম মানুষ থাকে, কিছু মানুষ আছে আলোর দিকে এগিয়ে যায়। সৃষ্টির লক্ষ্যে মানবতার দিকে লিটল ম্যাগাজিন করা খুবই কঠিন একটি ব্যাপার। কবিতার কোনো বৈপরীত্য নেই, কবিতা সার্বভৌম। ভাস্করের সম্পাদক পুলিন রায়ের দীর্ঘায়ু ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।’
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রশান্ত কুমার সাহা, কবি ও গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাস, কলকাতা সাংস্কৃতিক খবরের সম্পাদক কবি কাজল চক্রবর্তী, কলকাতা কবিতা ক্যাম্পাসের সম্পাদক কবি অলক বিশ্বাস, কলকাতা সমান্তরাল ভাবনার সম্পাদক কবি পার্থ আচার্য, ঢাকা লোকের সম্পাদক কবি অনিকেত শামীম, ভারতের ত্রিপুরার স্রোত সম্পাদক কবি গোবিন্দ ধর, কবি নজমুল হেলাল, কলকাতার বিশিষ্ট লেখক নিবেদিতা আচার্য।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেবের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন লিটল ম্যাগাজিন ভাস্করের সম্পাদক কবি পুলিন রায়। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট লেখক শামসুল আলম সেলিম, মো. নিয়াজ উদ্দিন, মো. আলা উদ্দিন তালুকদার, রঞ্জু রানী মণ্ডল, নির্মল রায়, অনিরুদ্ধ রায় পরাগ।
দিনব্যাপী উৎসবের অন্যান্য কর্মসূচিতে ছিল ‘ভাস্করের ৩৩ বছর: ছোট কাগজের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’ এবং ‘বাংলা কবিতায় লোক ঐতিহ্য’ শীর্ষক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে সকাল ১০টায় জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে আন্তর্জাতিক উৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদে গিয়ে শেষ হয়।

সিলেটে লিটল ম্যাগাজিন ‘ভাস্কর’-এর ৩৩ বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক সাহিত্য উৎসবের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার সকালে নগরের জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবি ও লেখক আসাদ মান্নান বলেন, ‘লিটল ম্যাগাজিন সাহিত্যের মূল ভিত্তি। বাংলা কবিতায় ছোট কাগজের ভূমিকা অনস্বীকার্য। ভাস্কর সংস্কৃতমনা মানুষের রুচির কথা চিন্তা করে দীর্ঘ ৩৩ বছর ধরে সেই লক্ষ্যে কাজ করছে। মানুষ হওয়ার সংগ্রাম, মানুষ হওয়ার অভিযাত্রায় খুব কম মানুষ থাকে, কিছু মানুষ আছে আলোর দিকে এগিয়ে যায়। সৃষ্টির লক্ষ্যে মানবতার দিকে লিটল ম্যাগাজিন করা খুবই কঠিন একটি ব্যাপার। কবিতার কোনো বৈপরীত্য নেই, কবিতা সার্বভৌম। ভাস্করের সম্পাদক পুলিন রায়ের দীর্ঘায়ু ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।’
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রশান্ত কুমার সাহা, কবি ও গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাস, কলকাতা সাংস্কৃতিক খবরের সম্পাদক কবি কাজল চক্রবর্তী, কলকাতা কবিতা ক্যাম্পাসের সম্পাদক কবি অলক বিশ্বাস, কলকাতা সমান্তরাল ভাবনার সম্পাদক কবি পার্থ আচার্য, ঢাকা লোকের সম্পাদক কবি অনিকেত শামীম, ভারতের ত্রিপুরার স্রোত সম্পাদক কবি গোবিন্দ ধর, কবি নজমুল হেলাল, কলকাতার বিশিষ্ট লেখক নিবেদিতা আচার্য।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেবের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন লিটল ম্যাগাজিন ভাস্করের সম্পাদক কবি পুলিন রায়। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট লেখক শামসুল আলম সেলিম, মো. নিয়াজ উদ্দিন, মো. আলা উদ্দিন তালুকদার, রঞ্জু রানী মণ্ডল, নির্মল রায়, অনিরুদ্ধ রায় পরাগ।
দিনব্যাপী উৎসবের অন্যান্য কর্মসূচিতে ছিল ‘ভাস্করের ৩৩ বছর: ছোট কাগজের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’ এবং ‘বাংলা কবিতায় লোক ঐতিহ্য’ শীর্ষক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে সকাল ১০টায় জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে আন্তর্জাতিক উৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদে গিয়ে শেষ হয়।

পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রাকের চাপায় মো. মোতালেব মুন্সি (১৯) নামের ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পঞ্চায়েত বাড়ি মসজিদের সামনে বাউফল-দশমিনা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
৫ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৬ ঘণ্টা আগে