শাবিপ্রবি প্রতিনিধি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আটজনকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান হাফিজ ও রিফাত চৌধুরী রিয়াজ, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোব্বাশ্বির বাঙালি, ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহসিন নাইম, একই শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তৈমুর সালেহিন তাউস, সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহাত হাসান হৃদয়, সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও একই শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ।
বহিষ্কার আদেশে বলা হয়েছে, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গত ৮ মার্চ ২০২৪ তারিখ বিকেলে সংঘটিত শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিম্নোক্ত শিক্ষার্থীদের নিজ নিজ হল থেকে সাময়িক বহিষ্কার করা হল। বহিষ্কার আদেশ বহাল থাকাকালে অন্য কোনো হলেও তারা প্রবেশ করতে পারবে না।’
জানা গেছে, ৮ মার্চ ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ব্যাচের নামকরণ নিয়ে বিরোধের জেরে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক খলিলুর রহমানসহ অন্য গ্রুপের অনুসারীদের সঙ্গে সামাজিক বিজ্ঞান অনুষদের সহসভাপতি মামুন শাহর অনুসারীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় উভয় পক্ষের নেতা-কর্মীদের দেশি অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দিতে দেখা গেছে।
এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে অভিযুক্তদের বহিষ্কার করা হয়েছে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আটজনকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান হাফিজ ও রিফাত চৌধুরী রিয়াজ, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোব্বাশ্বির বাঙালি, ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহসিন নাইম, একই শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তৈমুর সালেহিন তাউস, সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহাত হাসান হৃদয়, সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও একই শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ।
বহিষ্কার আদেশে বলা হয়েছে, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গত ৮ মার্চ ২০২৪ তারিখ বিকেলে সংঘটিত শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিম্নোক্ত শিক্ষার্থীদের নিজ নিজ হল থেকে সাময়িক বহিষ্কার করা হল। বহিষ্কার আদেশ বহাল থাকাকালে অন্য কোনো হলেও তারা প্রবেশ করতে পারবে না।’
জানা গেছে, ৮ মার্চ ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ব্যাচের নামকরণ নিয়ে বিরোধের জেরে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক খলিলুর রহমানসহ অন্য গ্রুপের অনুসারীদের সঙ্গে সামাজিক বিজ্ঞান অনুষদের সহসভাপতি মামুন শাহর অনুসারীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় উভয় পক্ষের নেতা-কর্মীদের দেশি অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দিতে দেখা গেছে।
এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে অভিযুক্তদের বহিষ্কার করা হয়েছে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
০১ জানুয়ারি ১৯৭০
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১৩ মিনিট আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১৭ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
২০ মিনিট আগে