শাবিপ্রবি প্রতিনিধি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আটজনকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান হাফিজ ও রিফাত চৌধুরী রিয়াজ, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোব্বাশ্বির বাঙালি, ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহসিন নাইম, একই শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তৈমুর সালেহিন তাউস, সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহাত হাসান হৃদয়, সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও একই শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ।
বহিষ্কার আদেশে বলা হয়েছে, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গত ৮ মার্চ ২০২৪ তারিখ বিকেলে সংঘটিত শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিম্নোক্ত শিক্ষার্থীদের নিজ নিজ হল থেকে সাময়িক বহিষ্কার করা হল। বহিষ্কার আদেশ বহাল থাকাকালে অন্য কোনো হলেও তারা প্রবেশ করতে পারবে না।’
জানা গেছে, ৮ মার্চ ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ব্যাচের নামকরণ নিয়ে বিরোধের জেরে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক খলিলুর রহমানসহ অন্য গ্রুপের অনুসারীদের সঙ্গে সামাজিক বিজ্ঞান অনুষদের সহসভাপতি মামুন শাহর অনুসারীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় উভয় পক্ষের নেতা-কর্মীদের দেশি অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দিতে দেখা গেছে।
এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে অভিযুক্তদের বহিষ্কার করা হয়েছে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আটজনকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান হাফিজ ও রিফাত চৌধুরী রিয়াজ, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোব্বাশ্বির বাঙালি, ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহসিন নাইম, একই শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তৈমুর সালেহিন তাউস, সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহাত হাসান হৃদয়, সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও একই শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ।
বহিষ্কার আদেশে বলা হয়েছে, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গত ৮ মার্চ ২০২৪ তারিখ বিকেলে সংঘটিত শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিম্নোক্ত শিক্ষার্থীদের নিজ নিজ হল থেকে সাময়িক বহিষ্কার করা হল। বহিষ্কার আদেশ বহাল থাকাকালে অন্য কোনো হলেও তারা প্রবেশ করতে পারবে না।’
জানা গেছে, ৮ মার্চ ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ব্যাচের নামকরণ নিয়ে বিরোধের জেরে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশবিষয়ক সম্পাদক খলিলুর রহমানসহ অন্য গ্রুপের অনুসারীদের সঙ্গে সামাজিক বিজ্ঞান অনুষদের সহসভাপতি মামুন শাহর অনুসারীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় উভয় পক্ষের নেতা-কর্মীদের দেশি অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দিতে দেখা গেছে।
এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে অভিযুক্তদের বহিষ্কার করা হয়েছে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে