নিজস্ব প্রতিবেদক, সিলেট

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ১৩১ দিন জেলহাজতে থাকার পর মুক্তি পেয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রীতম দাশ।
গতকাল বুধবার বিকেলে মৌলভীবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা দিদারুল ভূইয়া আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে জানান, ছয়বার প্রীতমের জামিন আবেদন নাকচ হওয়ার পর সপ্তমবারে হাইকোর্ট থেকে তিনি জামিন পেয়েছেন।
গত বছরের ৪ সেপ্টেম্বর শ্রীমঙ্গলের ছাত্রলীগ কর্মী মাহবুব আলম ভূঁইয়া বাদী হয়ে প্রীতমের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। তিনি মামলায় অভিযোগ করেন, প্রীতম তাঁর ফেসবুক আইডি ব্যবহার করে দীর্ঘদিন যাবত রাষ্ট্র ও ইসলামবিরোধী পোস্ট করে আসছেন, যার কারণে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্যই তিনি এসব পোস্ট করেন।
এদিকে, গত বছরেরই ৮ জুলাই পাকিস্তানি লেখক সাদাত হোসেন মান্টোর একটি উক্তি ফেসবুকে পোস্ট করেন প্রীতম দাশ। এর ঠিক আগের দিন ৭ জুলাই একটি অনলাইন সংবাদমাধ্যমে ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ‘নও পাকিস্তানি নও বাংলাদেশ’ শিরোনামের একটি লেখায় পাকিস্তানের দুর্দশার বর্ণনা করতে গিয়ে মান্টোর ওই উদ্ধৃতি ব্যবহার করেন।
আগস্টের শেষ দিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ব্যানারে চা শ্রমিকদের সংহতি জানিয়ে কর্মসূচি পালনের পর প্রীতমের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়।

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ১৩১ দিন জেলহাজতে থাকার পর মুক্তি পেয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রীতম দাশ।
গতকাল বুধবার বিকেলে মৌলভীবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা দিদারুল ভূইয়া আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে জানান, ছয়বার প্রীতমের জামিন আবেদন নাকচ হওয়ার পর সপ্তমবারে হাইকোর্ট থেকে তিনি জামিন পেয়েছেন।
গত বছরের ৪ সেপ্টেম্বর শ্রীমঙ্গলের ছাত্রলীগ কর্মী মাহবুব আলম ভূঁইয়া বাদী হয়ে প্রীতমের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। তিনি মামলায় অভিযোগ করেন, প্রীতম তাঁর ফেসবুক আইডি ব্যবহার করে দীর্ঘদিন যাবত রাষ্ট্র ও ইসলামবিরোধী পোস্ট করে আসছেন, যার কারণে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্যই তিনি এসব পোস্ট করেন।
এদিকে, গত বছরেরই ৮ জুলাই পাকিস্তানি লেখক সাদাত হোসেন মান্টোর একটি উক্তি ফেসবুকে পোস্ট করেন প্রীতম দাশ। এর ঠিক আগের দিন ৭ জুলাই একটি অনলাইন সংবাদমাধ্যমে ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ‘নও পাকিস্তানি নও বাংলাদেশ’ শিরোনামের একটি লেখায় পাকিস্তানের দুর্দশার বর্ণনা করতে গিয়ে মান্টোর ওই উদ্ধৃতি ব্যবহার করেন।
আগস্টের শেষ দিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের ব্যানারে চা শ্রমিকদের সংহতি জানিয়ে কর্মসূচি পালনের পর প্রীতমের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে