নিজস্ব প্রতিবেদক, সিলেট

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘জাতীয়তাবাদী দলের ভেতরে যেন কোনো দুষ্কৃতকারী প্রবেশ না করতে পারে, সেদিকে সজাগ থাকতে হবে। বিগত আন্দোলন সংগ্রামে যাঁরা রাজপথে ছিলেন, তাঁদের মূল্যায়ন করতে হবে।
যাঁরা এখন জার্সি পরিবর্তন করে অতি বিএনপি হতে চান, তাঁদের থেকে সাবধান থাকবেন। যাঁরা জনগণের আস্থা নষ্ট করতে চান, তাঁদের চিহ্নিত করে দল থেকে বিতাড়িত করতে হবে।’
আজ বুধবার সুনামগঞ্জের পুরোনো বাসস্ট্যান্ডে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতা-কর্মীদের উদ্দেশে আরিফুল হক চৌধুরী বলেন, ‘এমন কোনো কাজ করবেন না, যাতে বিএনপির প্রতি মানুষের আস্থা নষ্ট হয়। কোনো ধরনের জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কাজে বিএনপির নেতা-কর্মীরা যেন না জড়ায়, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। যাঁরা জড়াবেন তাঁদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেবে দল।’
সাবেক সিটি মেয়র বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, বিএনপির নেতা-কর্মীদের সজাগ থালতে হবে। আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা গ্রামেগঞ্জের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। জনগণের সমর্থন আদায় করতে হবে। জনগণের সমর্থন আদায় হলে আগামীতে বিএনপির বিজয় সুনিশ্চিত।’
সাবেক মেয়র বলেন, ‘প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে রয়েছে। তাঁদের চিহ্নিত করে অপসারণ করতে হবে।’ রমজানের আগে নিত্যপণ্যের দাম সহনশীলতার মধ্যে নিয়ে আসাসহ প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপির এই নেতা।
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও সদস্য মিজানুর রহমান চৌধুরী।
বক্তব্য দেন জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মো. মল্লিক মঈনুদ্দিন সোহেল, শেরনূর আলী, মাসুক আলম, আবুল মনসুর শওকত প্রমুখ। সঞ্চালনা করেন অ্যাডভোকেট আব্দুল হক, নুরুল ইসলাম নুরুল।
এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয় ওঠে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘জাতীয়তাবাদী দলের ভেতরে যেন কোনো দুষ্কৃতকারী প্রবেশ না করতে পারে, সেদিকে সজাগ থাকতে হবে। বিগত আন্দোলন সংগ্রামে যাঁরা রাজপথে ছিলেন, তাঁদের মূল্যায়ন করতে হবে।
যাঁরা এখন জার্সি পরিবর্তন করে অতি বিএনপি হতে চান, তাঁদের থেকে সাবধান থাকবেন। যাঁরা জনগণের আস্থা নষ্ট করতে চান, তাঁদের চিহ্নিত করে দল থেকে বিতাড়িত করতে হবে।’
আজ বুধবার সুনামগঞ্জের পুরোনো বাসস্ট্যান্ডে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতা-কর্মীদের উদ্দেশে আরিফুল হক চৌধুরী বলেন, ‘এমন কোনো কাজ করবেন না, যাতে বিএনপির প্রতি মানুষের আস্থা নষ্ট হয়। কোনো ধরনের জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কাজে বিএনপির নেতা-কর্মীরা যেন না জড়ায়, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। যাঁরা জড়াবেন তাঁদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেবে দল।’
সাবেক সিটি মেয়র বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, বিএনপির নেতা-কর্মীদের সজাগ থালতে হবে। আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা গ্রামেগঞ্জের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। জনগণের সমর্থন আদায় করতে হবে। জনগণের সমর্থন আদায় হলে আগামীতে বিএনপির বিজয় সুনিশ্চিত।’
সাবেক মেয়র বলেন, ‘প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে রয়েছে। তাঁদের চিহ্নিত করে অপসারণ করতে হবে।’ রমজানের আগে নিত্যপণ্যের দাম সহনশীলতার মধ্যে নিয়ে আসাসহ প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপির এই নেতা।
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও সদস্য মিজানুর রহমান চৌধুরী।
বক্তব্য দেন জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মো. মল্লিক মঈনুদ্দিন সোহেল, শেরনূর আলী, মাসুক আলম, আবুল মনসুর শওকত প্রমুখ। সঞ্চালনা করেন অ্যাডভোকেট আব্দুল হক, নুরুল ইসলাম নুরুল।
এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয় ওঠে।

দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৭ মিনিট আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
১২ মিনিট আগে
রাজধানীতে তুচ্ছ ঘটনায় মব সৃষ্টি করে শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পাবনার আইনজীবীরা।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী একটি বাড়ির শোয়ার কক্ষে। ওই গুলির খোসাটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সীমান্তের ৩২ নম্বর পিলারের অদূরে ঘুমধুম বেতবুনিয়া সীমান্ত এলাকায়।
২ ঘণ্টা আগে