জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ নির্মাণ নিয়ে দুই পক্ষের সংর্ঘষ হয়েছে। এ ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে ৪টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের এ সংর্ঘষের ঘটনা ঘটে।
এ ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একপক্ষের ১৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত বৃদ্ধের নাম সুজাত মিয়া (৭০)। তিনি বাগময়না তাজপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাগময়না তাজপুর গ্রামের মসজিদের দ্বিতীয় তলা নির্মাণ নিয়ে ওই গ্রামের সুজাত মিয়া ও আব্দুল কাছের বিরোধ চলছিল। সুজাত মিয়া মসজিদের দ্বিতীয় তলা নির্মাণ করতে চাইলেও অপরপক্ষ তাতে বাধা দেয়। এ নিয়ে আজ মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংর্ঘষে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং এতে উভয় পক্ষের ৪০ জন আহত হন।
সংর্ঘষে আহতদের মধ্যে সুজাত মিয়ার পক্ষের লোকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অন্যদিকে আব্দুল কাছের লোকজনকে সিলেটে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সৃজনা সরকার তমা আজকের পত্রিকাকে বলেন, ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। ২০ জন আহতদের মধ্যে ১৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, সংর্ঘষে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য আগামীকাল (বুধবার) সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ নির্মাণ নিয়ে দুই পক্ষের সংর্ঘষ হয়েছে। এ ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে ৪টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের এ সংর্ঘষের ঘটনা ঘটে।
এ ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একপক্ষের ১৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত বৃদ্ধের নাম সুজাত মিয়া (৭০)। তিনি বাগময়না তাজপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাগময়না তাজপুর গ্রামের মসজিদের দ্বিতীয় তলা নির্মাণ নিয়ে ওই গ্রামের সুজাত মিয়া ও আব্দুল কাছের বিরোধ চলছিল। সুজাত মিয়া মসজিদের দ্বিতীয় তলা নির্মাণ করতে চাইলেও অপরপক্ষ তাতে বাধা দেয়। এ নিয়ে আজ মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংর্ঘষে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং এতে উভয় পক্ষের ৪০ জন আহত হন।
সংর্ঘষে আহতদের মধ্যে সুজাত মিয়ার পক্ষের লোকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অন্যদিকে আব্দুল কাছের লোকজনকে সিলেটে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সৃজনা সরকার তমা আজকের পত্রিকাকে বলেন, ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। ২০ জন আহতদের মধ্যে ১৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, সংর্ঘষে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য আগামীকাল (বুধবার) সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের উদ্ধারের তথ্য জানায় পুলিশ ও কোস্ট গার্ড। এর আগে মুক্তিপণের দাবিতে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়েছিল।
২ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়াসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেছেন আনোয়ার হোসেন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।
১ ঘণ্টা আগে
নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল রোববার রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে...
২ ঘণ্টা আগে