প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

অভাব অনটনের সংসার। ভাগ্য পরিবর্তনের আশায় চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি মরুর দেশ সৌদি আরবে পাড়ি জমান সাজনা বেগম। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের মিজানুর রহমানের স্ত্রী তিনি।
সাজনার পরিবার সূত্রে জানা যায়, দেশীয় রিক্রুটিং এজেন্সি মেসার্স কনকর্ড অ্যাপেক্সের মাধ্যমে সৌদি আরবে যান সাজনা। তাঁকে গ্রহণ করে সৌদিস্থ রিক্রুটমেন্ট অফিস সাহেল আল বাতেন। গত ২ আগস্ট সৌদি আরবে সাজনা বেগমের রহস্যজনক মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর ২৪ দিন পর আজ বৃহস্পতিবার সে খবর পরিবার জানতে পারে। সৌদি আরবে অবস্থানরত অন্যদের মাধ্যমে তাঁরা খবরটি জানেন। স্থানীয় দালাল বা রিক্রুটির এজেন্সির কেউই তাঁদের এতোদিন কিছুই জানায়নি।
যোগাযোগ করা হলে, রিক্রুটিং এজেন্সি মেসার্স কনকর্ড অ্যাপেক্সের স্বত্বাধিকারী আবুল হোসেন সাজনার মৃত্যুর কথা স্বীকার করেছেন।
সাজনার স্বামী মিজানুর রহমান বলেন, নিকটাত্মীয় গোলাপ মিয়ার কথায় সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় সৌদিতে যান সাজনা। রাজধানীর কনকর্ড অ্যাপেক্স নামের একটি প্রতিষ্ঠান সৌদি আরব যাওয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে।
জানা যায়, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন সাজনা। সেখানে এক সৌদি নাগরিকের গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেন। প্রথম তিন মাস সেখানে ভালোই চলছিল তাঁর। এরপরই শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। নির্যাতন সইতে না পেরে পরিবারের লোকজনকে জানান সাজনা। দেশে ফিরিয়ে আনার জন্য বারবার ফোন করে আকুতি জানান। একপর্যায়ে তাঁকে মেরে ফেলার আশঙ্কার কথাও জানান সাজনা।
সাজনার স্বামী মিজানুর রহমান ও স্বজনেরা তাঁকে দেশে ফিরিয়ে আনতে স্থানীয় দালাল গোলাপের কাছে ধরনা দেন। কিন্তু নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন তিনি। একপর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্য আব্দুল বাছিতের উপস্থিতিতে সালিস হয়। সাজনাকে ফিরিয়ে আনতে দুই লাখ টাকার চুক্তি হয়। সর্বস্ব বিক্রি করে দালালের চাহিদা পূরণ করেন সাজনার স্বজনেরা।
গত ১১ জুলাই স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে নগদ দুই লাখ টাকা নেন স্থানীয় দালাল গোলাপের শ্যালক দিলকাছ। সাজনার ভগ্নিপতি আলী আহমদ গোলাপের কথা মতো টাকা বুঝিয়ে দেন। ২০ জুলাইয়ের মধ্যে সাজনাকে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন গোলাপ মিয়া। কিন্তু টাকা নেওয়ার পরও ঘুরাতে থাকেন। নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন তিনি। এর মধ্যে গত ২ আগস্ট সৌদি আরবে সাজনা বেগমের মৃত্যু হয়। কিন্তু গোলাপ মিয়া সে খবর গোপন রাখেন। সৌদিতে পরিচিতদের মাধ্যমে আজ এ সংবাদ পায় সাজনার পরিবার।
সাজনার স্বামী মিজানুর রহমান বলেন, গরু বিক্রি করে স্ত্রীকে দেশে ফেরানোর জন্য টাকা দেই। কিন্তু গোলাপ মিয়া নানা কথায় সময়ক্ষেপণ করতে থাকেন। আমার স্ত্রী সাজনা সৌদিতে রহস্যজনক মৃত্যু হয়েছে আমরা জেনেছি। কিন্তু বিষয়টি আমাদের কাছে গোপন করেন গোলাপ। স্ত্রীকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনার জন্য শতচেষ্টা করেও পারলাম না-এই বলে কান্নায় ভেঙে পড়েন মিজানুর রহমান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মেসার্স কনকর্ড অ্যাপেক্সের স্বত্বাধিকারী আবুল হোসেন সাজনার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা যত দূর জানতে পেরেছি, রাতে ঘুমানোর পর সাজনাকে সকালে মৃত অবস্থায় পাওয়া গেছে। স্বাভাবিক ভাবেই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে সৌদি পুলিশ এ ঘটনার তদন্ত করছে। সাজনার লাশ ময়নাতদন্ত করা হচ্ছে। এ কারণে দেশে আনতে দেরি হচ্ছে। ময়নাতদন্তের পর দেশে এলে বিস্তারিত বলা যাবে, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে।’
তিনি আরও বলেন, এরই মধ্যে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের কাছে লিখিত আবেদন করা হয়েছে। সাজনার লাশ দ্রুত দেশে পাঠানোর জন্য চেষ্টা করছেন তাঁরা। এজেন্সি থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
তবে সাজনাকে নির্যাতনের অভিযোগ এবং দেশে ফিরিয়ে আনার জন্য দালালের দুই লাখ টাকা নেওয়ার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন মেসার্স কনকর্ড অ্যাপেক্সের স্বত্বাধিকারী আবুল হোসেন।
স্থানীয় দালাল গোলাপ মিয়ার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু সাজনার কথা বলতেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এখন পর্যন্ত ফোন বন্ধ রেখেছেন।

অভাব অনটনের সংসার। ভাগ্য পরিবর্তনের আশায় চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি মরুর দেশ সৌদি আরবে পাড়ি জমান সাজনা বেগম। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের মিজানুর রহমানের স্ত্রী তিনি।
সাজনার পরিবার সূত্রে জানা যায়, দেশীয় রিক্রুটিং এজেন্সি মেসার্স কনকর্ড অ্যাপেক্সের মাধ্যমে সৌদি আরবে যান সাজনা। তাঁকে গ্রহণ করে সৌদিস্থ রিক্রুটমেন্ট অফিস সাহেল আল বাতেন। গত ২ আগস্ট সৌদি আরবে সাজনা বেগমের রহস্যজনক মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর ২৪ দিন পর আজ বৃহস্পতিবার সে খবর পরিবার জানতে পারে। সৌদি আরবে অবস্থানরত অন্যদের মাধ্যমে তাঁরা খবরটি জানেন। স্থানীয় দালাল বা রিক্রুটির এজেন্সির কেউই তাঁদের এতোদিন কিছুই জানায়নি।
যোগাযোগ করা হলে, রিক্রুটিং এজেন্সি মেসার্স কনকর্ড অ্যাপেক্সের স্বত্বাধিকারী আবুল হোসেন সাজনার মৃত্যুর কথা স্বীকার করেছেন।
সাজনার স্বামী মিজানুর রহমান বলেন, নিকটাত্মীয় গোলাপ মিয়ার কথায় সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় সৌদিতে যান সাজনা। রাজধানীর কনকর্ড অ্যাপেক্স নামের একটি প্রতিষ্ঠান সৌদি আরব যাওয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে।
জানা যায়, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন সাজনা। সেখানে এক সৌদি নাগরিকের গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেন। প্রথম তিন মাস সেখানে ভালোই চলছিল তাঁর। এরপরই শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। নির্যাতন সইতে না পেরে পরিবারের লোকজনকে জানান সাজনা। দেশে ফিরিয়ে আনার জন্য বারবার ফোন করে আকুতি জানান। একপর্যায়ে তাঁকে মেরে ফেলার আশঙ্কার কথাও জানান সাজনা।
সাজনার স্বামী মিজানুর রহমান ও স্বজনেরা তাঁকে দেশে ফিরিয়ে আনতে স্থানীয় দালাল গোলাপের কাছে ধরনা দেন। কিন্তু নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন তিনি। একপর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্য আব্দুল বাছিতের উপস্থিতিতে সালিস হয়। সাজনাকে ফিরিয়ে আনতে দুই লাখ টাকার চুক্তি হয়। সর্বস্ব বিক্রি করে দালালের চাহিদা পূরণ করেন সাজনার স্বজনেরা।
গত ১১ জুলাই স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে নগদ দুই লাখ টাকা নেন স্থানীয় দালাল গোলাপের শ্যালক দিলকাছ। সাজনার ভগ্নিপতি আলী আহমদ গোলাপের কথা মতো টাকা বুঝিয়ে দেন। ২০ জুলাইয়ের মধ্যে সাজনাকে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন গোলাপ মিয়া। কিন্তু টাকা নেওয়ার পরও ঘুরাতে থাকেন। নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন তিনি। এর মধ্যে গত ২ আগস্ট সৌদি আরবে সাজনা বেগমের মৃত্যু হয়। কিন্তু গোলাপ মিয়া সে খবর গোপন রাখেন। সৌদিতে পরিচিতদের মাধ্যমে আজ এ সংবাদ পায় সাজনার পরিবার।
সাজনার স্বামী মিজানুর রহমান বলেন, গরু বিক্রি করে স্ত্রীকে দেশে ফেরানোর জন্য টাকা দেই। কিন্তু গোলাপ মিয়া নানা কথায় সময়ক্ষেপণ করতে থাকেন। আমার স্ত্রী সাজনা সৌদিতে রহস্যজনক মৃত্যু হয়েছে আমরা জেনেছি। কিন্তু বিষয়টি আমাদের কাছে গোপন করেন গোলাপ। স্ত্রীকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনার জন্য শতচেষ্টা করেও পারলাম না-এই বলে কান্নায় ভেঙে পড়েন মিজানুর রহমান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মেসার্স কনকর্ড অ্যাপেক্সের স্বত্বাধিকারী আবুল হোসেন সাজনার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা যত দূর জানতে পেরেছি, রাতে ঘুমানোর পর সাজনাকে সকালে মৃত অবস্থায় পাওয়া গেছে। স্বাভাবিক ভাবেই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে সৌদি পুলিশ এ ঘটনার তদন্ত করছে। সাজনার লাশ ময়নাতদন্ত করা হচ্ছে। এ কারণে দেশে আনতে দেরি হচ্ছে। ময়নাতদন্তের পর দেশে এলে বিস্তারিত বলা যাবে, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে।’
তিনি আরও বলেন, এরই মধ্যে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের কাছে লিখিত আবেদন করা হয়েছে। সাজনার লাশ দ্রুত দেশে পাঠানোর জন্য চেষ্টা করছেন তাঁরা। এজেন্সি থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
তবে সাজনাকে নির্যাতনের অভিযোগ এবং দেশে ফিরিয়ে আনার জন্য দালালের দুই লাখ টাকা নেওয়ার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন মেসার্স কনকর্ড অ্যাপেক্সের স্বত্বাধিকারী আবুল হোসেন।
স্থানীয় দালাল গোলাপ মিয়ার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু সাজনার কথা বলতেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এখন পর্যন্ত ফোন বন্ধ রেখেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে