নিজস্ব প্রতিবেদক, সিলেট

বৃষ্টিতে সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নগরের ১৯ ওয়ার্ড নতুন করে প্লাবিত হয়েছে। বন্যার পানি ঢুকেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ঝুঁকি এড়াতে নগরের বেশির ভাগ এলাকায় গতকাল রোববার রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব জানান, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ২২৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৪৯ দশমিক ২ মিলিমিটার। আগামী কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকবে। হয়তো এক বেলা বিরতি দিয়ে আরেক বেলা বৃষ্টি হতে পারে। এতে বন্যার পানি আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এ দিকে গত বুধবার এক রাতের ঢলে বন্যার পানি ঢুকেছে সিলেটের পাঁচ উপজেলায়। গত দুদিন বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছিল। বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে, এমনটা আশা ছিল। গত রোববার রাতের বৃষ্টিতে সে আশার গুড়ে বালি।
সোমবার দুপুরে সিলেট নগর ঘুরে দেখা গেছে, উপশহর, তেররতন, যতরপুর, মেন্দিবাগ, জামতলা, তালতলা, শেখঘাট, মাছিমপুর, মাছুদিঘীরপাড়, লালাদিঘীরপাড়, কলাপাড়া, মজুমদার পাড়া, লালদীঘির পাড়, সোবহানী ঘাট, মির্জাজাঙ্গাল, কদমতলী, কালীঘাটসহ অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) জনসংযোগ শাখা জানিয়েছে, নগরের ৪২টি ওয়ার্ডের মধ্যে ৯টি আগেই প্লাবিত হয়েছিল। রোববার রাতে বৃষ্টিতে ১৯ টিতে পানি ঢুকেছে। মোটে ২৮টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ১০ হাজার পরিবারের প্রায় এক লাখ মানুষ।
ওসমানী মেডিকেলে গিয়ে দেখা যায়, হাসপাতালের নিচতলায় প্রশাসনিক ভবন, ২৬, ২৭ ও ৩১ নম্বর ওয়ার্ডে বন্যার পানি ঢুকেছে। চিকিৎসা নিতে আসা রোগী ও আত্মীয়স্বজনের ভোগান্তি বেড়েছে।
রোগীর স্বজনেরা জানান, ভোর থেকে হাসপাতালে পানি ঢোকে। এ সময় তড়িঘড়ি করে মেঝেতে থাকা রোগীদের বিছানায় নেওয়া হয়। ফলে এক শয্যায় দুই রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ড. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘হাসপাতাল ও মেডিকেল কলেজের নিচতলা পুরোটাতেই পানি ঢুকেছে। গত বছরও বন্যার সময় পানি ঢুকে যায়। সংশ্লিষ্টদের বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বৃষ্টি হলেও পানি ঢোকে হাসপাতালে।’

বৃষ্টিতে সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নগরের ১৯ ওয়ার্ড নতুন করে প্লাবিত হয়েছে। বন্যার পানি ঢুকেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ঝুঁকি এড়াতে নগরের বেশির ভাগ এলাকায় গতকাল রোববার রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব জানান, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ২২৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৪৯ দশমিক ২ মিলিমিটার। আগামী কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকবে। হয়তো এক বেলা বিরতি দিয়ে আরেক বেলা বৃষ্টি হতে পারে। এতে বন্যার পানি আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এ দিকে গত বুধবার এক রাতের ঢলে বন্যার পানি ঢুকেছে সিলেটের পাঁচ উপজেলায়। গত দুদিন বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছিল। বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে, এমনটা আশা ছিল। গত রোববার রাতের বৃষ্টিতে সে আশার গুড়ে বালি।
সোমবার দুপুরে সিলেট নগর ঘুরে দেখা গেছে, উপশহর, তেররতন, যতরপুর, মেন্দিবাগ, জামতলা, তালতলা, শেখঘাট, মাছিমপুর, মাছুদিঘীরপাড়, লালাদিঘীরপাড়, কলাপাড়া, মজুমদার পাড়া, লালদীঘির পাড়, সোবহানী ঘাট, মির্জাজাঙ্গাল, কদমতলী, কালীঘাটসহ অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) জনসংযোগ শাখা জানিয়েছে, নগরের ৪২টি ওয়ার্ডের মধ্যে ৯টি আগেই প্লাবিত হয়েছিল। রোববার রাতে বৃষ্টিতে ১৯ টিতে পানি ঢুকেছে। মোটে ২৮টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ১০ হাজার পরিবারের প্রায় এক লাখ মানুষ।
ওসমানী মেডিকেলে গিয়ে দেখা যায়, হাসপাতালের নিচতলায় প্রশাসনিক ভবন, ২৬, ২৭ ও ৩১ নম্বর ওয়ার্ডে বন্যার পানি ঢুকেছে। চিকিৎসা নিতে আসা রোগী ও আত্মীয়স্বজনের ভোগান্তি বেড়েছে।
রোগীর স্বজনেরা জানান, ভোর থেকে হাসপাতালে পানি ঢোকে। এ সময় তড়িঘড়ি করে মেঝেতে থাকা রোগীদের বিছানায় নেওয়া হয়। ফলে এক শয্যায় দুই রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ড. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘হাসপাতাল ও মেডিকেল কলেজের নিচতলা পুরোটাতেই পানি ঢুকেছে। গত বছরও বন্যার সময় পানি ঢুকে যায়। সংশ্লিষ্টদের বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বৃষ্টি হলেও পানি ঢোকে হাসপাতালে।’

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুছারচর এলাকায় প্রতিবন্ধী এক অটোরিকশাচালকের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মুছারচর সড়কের ঢালে সোহেল (৪০) নামের ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
১৯ মিনিট আগে
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
১ ঘণ্টা আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
১ ঘণ্টা আগে