জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ী শ্যামল কান্ত গোপের থানায় অভিযোগ দায়ের পর স্থানীয় জামায়াত নেতা রেজাউল করিম রিপনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ছিলেন রিপন। তিনি দীর্ঘদিন উপজেলা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে ছিলেন।
গতকাল শনিবার বিকেলে উপজেলা জামায়াতের কর্মপরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে বহিষ্কার করা হয়।
উপজেলা জামায়াতে আমির মো. লুৎফুর রহমান ও সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিলাউড়া (মাঝপাড়া) গ্রামের ওয়াজিদ উল্লাহর ছেলে রেজাউল করিম রিপন দীর্ঘদিন ধরে সংগঠনের আনুগত্য, দৃষ্টিভঙ্গি ও শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকায় তাঁকে গত ২৭ মে দলের কর্মপরিষদের সভায় সর্বসম্মতভাবে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়। এই সিদ্ধান্তের পর তাঁকে সংশোধনের চেষ্টা করা হয়। কিন্তু সাংগঠনিক আনুগত্য ও শৃঙ্খলা-পরিপন্থী কাজ থেকে বিরত না থাকায় আজ শনিবার তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. লুৎফুর রহমান।
এ বিষয়ে রেজাউল করিম রিপন বলেন, ‘ছাত্ররাজনীতি থেকে শুরু করে ২০ বছর দলে জন্য কাজ করেছি। দলীর সিদ্ধান্তের বাইরে আমার কিছুর বলার নেই।’
উল্লেখ্য, গতকাল শুক্রবার রেজাউল করিম রিপন ও তাঁর দুলাভাই পৌর জমিয়তের সাধারণ সম্পাদক লিটন মিয়ার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় চাঁদাবাজির লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী শ্যামল কান্ত গোপ। আজ শনিবার চাঁদা দাবিকে মিথ্যা ও আওয়ামী লীগের অর্থ জোগানদাতা অভিযোগে জমিয়তের নেতা লিটন মিয়াও শ্যামল কান্ত গোপের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ী শ্যামল কান্ত গোপের থানায় অভিযোগ দায়ের পর স্থানীয় জামায়াত নেতা রেজাউল করিম রিপনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ছিলেন রিপন। তিনি দীর্ঘদিন উপজেলা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে ছিলেন।
গতকাল শনিবার বিকেলে উপজেলা জামায়াতের কর্মপরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে বহিষ্কার করা হয়।
উপজেলা জামায়াতে আমির মো. লুৎফুর রহমান ও সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিলাউড়া (মাঝপাড়া) গ্রামের ওয়াজিদ উল্লাহর ছেলে রেজাউল করিম রিপন দীর্ঘদিন ধরে সংগঠনের আনুগত্য, দৃষ্টিভঙ্গি ও শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকায় তাঁকে গত ২৭ মে দলের কর্মপরিষদের সভায় সর্বসম্মতভাবে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়। এই সিদ্ধান্তের পর তাঁকে সংশোধনের চেষ্টা করা হয়। কিন্তু সাংগঠনিক আনুগত্য ও শৃঙ্খলা-পরিপন্থী কাজ থেকে বিরত না থাকায় আজ শনিবার তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. লুৎফুর রহমান।
এ বিষয়ে রেজাউল করিম রিপন বলেন, ‘ছাত্ররাজনীতি থেকে শুরু করে ২০ বছর দলে জন্য কাজ করেছি। দলীর সিদ্ধান্তের বাইরে আমার কিছুর বলার নেই।’
উল্লেখ্য, গতকাল শুক্রবার রেজাউল করিম রিপন ও তাঁর দুলাভাই পৌর জমিয়তের সাধারণ সম্পাদক লিটন মিয়ার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় চাঁদাবাজির লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী শ্যামল কান্ত গোপ। আজ শনিবার চাঁদা দাবিকে মিথ্যা ও আওয়ামী লীগের অর্থ জোগানদাতা অভিযোগে জমিয়তের নেতা লিটন মিয়াও শ্যামল কান্ত গোপের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
২ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৩ ঘণ্টা আগে