Ajker Patrika

‘দেশে প্রতি ৫ তরুণের একজন হৃদরোগের ঝুঁকিতে’

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৯: ৪৪
‘দেশে প্রতি ৫ তরুণের একজন হৃদরোগের ঝুঁকিতে’

সিলেটে হৃদ্‌রোগের বিষয়ে গণসচেতনতা বাড়াতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনায় বিশ্ব হার্ট দিবস উপলক্ষে এ র‍্যালি ও আলোচনা সভা হয়। ‘হৃদয় দিয়ে হোক হৃদয়ের বন্ধন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে নিয়মিত স্বাস্থ্যসম্মত খাবার, নিয়মিত ব্যায়াম ও ধূমপান পরিত্যাগের বিষয়ে জোর দিয়েছেন চিকিৎসকেরা। 

এ সভায় বক্তারা বলেন,হৃদ্‌রোগের কারণে প্রতিবছর বিশ্বের প্রায় ১ কোটি ৭০ লাখ লোক মারা যায়। বাংলাদেশে  হৃদ্‌রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশে প্রতি পাঁচজন তরুণের মধ্যে একজন হৃদ্‌রোগ ঝুঁকির মধ্যে রয়েছেন। আর দেশে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ১৭ শতাংশই হৃদ্রোগের কারণে হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগ ও সিলেট হার্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হাওলাদার, অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক, হৃদ্রোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মখলিসুর রহমান, সিলেট হার্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. হাবিবুল্লাহ সেলিমসহ প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, উন্নত আড়ম্বরপূর্ণ জীবনযাত্রা, অস্বাস্থ্যকর জীবনযাত্রা, অসচেতনতা এসব কারণে  হৃদ্‌রোগ শুধু বড়দের নয়, শিশু-কিশোরদের মাঝেও দেখা যাচ্ছে।  হৃদ্‌রোগজনিত অকাল মৃত্যু ঝুঁকি কমাতে ২০২৩ সালের মধ্যে বিশ্বের খাদ্য সরবরাহ শৃঙ্খল থেকে ট্রান্সফ্যাট নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

ইরানের এবারের বিক্ষোভ কেন অতীতের চেয়ে আলাদা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত