হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের পঞ্চায়েত নেতাদের চাপে দুই শিশুর মরদেহ নদীতে ভাসানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে হবিগঞ্জ সচেতন নাগরিক কমিটি।
মানববন্ধনে বক্তারা বলেন, পঞ্চায়েত কমিটির নামে গ্রাম্য মাতব্বরেরা সমাহিত দুই শিশুর মরদেহ তুলে নদে ভাসিয়ে দিতে বাধ্য করেছে। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় এ ধরনের একটি জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করায় সবাই বিস্মিত হয়েছি। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকার প্রতি প্রশ্ন তুলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা। না হয় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
সংগঠনের আহ্বায়ক চৌধুরী মিসবাহুল বারী লিটন এতে সভাপতিত্ব করেন। সদস্যসচিব এসএম ফরহাদ আহমেদ চৌধুরী ও অ্যাডভোকেট প্রতীম গোপ এতে পরিচালনা করেন।
এতে বক্তব্য দেন আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মুরলি ধর দাস, গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সভাপতি অ্যাডভোকেট রণধীর দাশ, বাসদের জেলা সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট মনমোহন দেবনাথ, জেলা ন্যাপের সহসভাপতি অ্যাডভোকেট সুশীতল দেব, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মনোজিত লাল দাশ, অ্যাডভোকেট মো. ফয়সল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক, বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেত্রী এনি মনি দাস, বাসদ (মার্ক্সবাদী) জেলা শাখার সংগঠক শফিকুল ইসলাম, সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমদাদ মোহাম্মদ প্রমুখ।

হবিগঞ্জে আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের পঞ্চায়েত নেতাদের চাপে দুই শিশুর মরদেহ নদীতে ভাসানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে হবিগঞ্জ সচেতন নাগরিক কমিটি।
মানববন্ধনে বক্তারা বলেন, পঞ্চায়েত কমিটির নামে গ্রাম্য মাতব্বরেরা সমাহিত দুই শিশুর মরদেহ তুলে নদে ভাসিয়ে দিতে বাধ্য করেছে। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় এ ধরনের একটি জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করায় সবাই বিস্মিত হয়েছি। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকার প্রতি প্রশ্ন তুলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা। না হয় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
সংগঠনের আহ্বায়ক চৌধুরী মিসবাহুল বারী লিটন এতে সভাপতিত্ব করেন। সদস্যসচিব এসএম ফরহাদ আহমেদ চৌধুরী ও অ্যাডভোকেট প্রতীম গোপ এতে পরিচালনা করেন।
এতে বক্তব্য দেন আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মুরলি ধর দাস, গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সভাপতি অ্যাডভোকেট রণধীর দাশ, বাসদের জেলা সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট মনমোহন দেবনাথ, জেলা ন্যাপের সহসভাপতি অ্যাডভোকেট সুশীতল দেব, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মনোজিত লাল দাশ, অ্যাডভোকেট মো. ফয়সল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক, বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেত্রী এনি মনি দাস, বাসদ (মার্ক্সবাদী) জেলা শাখার সংগঠক শফিকুল ইসলাম, সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমদাদ মোহাম্মদ প্রমুখ।

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
৩২ মিনিট আগে
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মইনুল হক বলেন, সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
৩৯ মিনিট আগে
মৌলভীবাজারের মতো নরসিংদীতেও নেতা-কর্মীদের বাধার মুখে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. আমজাদ হোসাইন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষক ও এক প্রকৌশলীকে পৃথক অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগে পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড।
১ ঘণ্টা আগে