প্রতিনিধি, শাল্লা (সুনামগঞ্জ)

শাল্লায় পুলিশের উপপরিদর্শকের (এসআই) ওপর হামলার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অরিন্দম চৌধুরী অপুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার ঘটনায় পাঁচজনকে আসামি করে অজ্ঞাত সাতজনের বিরুদ্ধে শাল্লা থানায় মামলা হয়েছে।
এসআইকে মারধর এবং ছাত্রলীগের নেতা গ্রেপ্তারের ঘটনায় উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উপজেলার ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের মধ্যে মামলার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তবে অরিন্দম চৌধুরীর ভাই আইনজীবী অভিতাব চৌধুরী দাবি করেছেন, সাজানো ঘটনায় অরিন্দমকে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, গত ১৭ মার্চ নোওয়াগাঁওয়ে সাম্প্রদায়িক হামলার ঘটনার পর থেকেই অরিন্দম চৌধুরীকে নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে। আর এই ষড়যন্ত্রে সফল হয়েছে চক্রান্তকারীরা। তাই গত সোমবার রাত সাড়ে ১২টায় পুলিশের ওপর হামলার ঘটনা সাজিয়ে অপুসহ তার সহযোগীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
অরিন্দম চৌধুরীর স্ত্রী ইরা সরকার বলেন, ‘শুনেছি, বলা হচ্ছে ঘটনা ঘটেছে রাত সাড়ে ১২টায়। অথচ আমার স্বামী ১১টা থেকে বাড়িতে ছিলেন। আমার স্বামীকে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে গেছে। তাই এমন ঘটনা ঘটিয়ে কি কেউ বাড়িতে থাকতে পারে? এটা দায়িত্বশীলদের বুঝতে হবে।’
এদিকে পুলিশি মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, উপজেলা সদরে ফরহাদের দোকানের সামনে থেকে মাতাল অবস্থায় অরিন্দমকে গ্রেপ্তার করা হয়েছে। আর পানসি রেস্টুরেন্টের সামনে থেকে অপর আসামি সেন্টু দাসকেও মাতাল অবস্থায় গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক বিশ্বজিৎ চৌধুরী নান্টু বলেন, এ ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না, অথচ আমাকে আসামি ভেবে বাড়িতে গিয়ে ঘেরাও করেছে পুলিশ।’ তিনি আরও বলেন, ঘটনা ঘটেছে কি না, সেটাও জানি না। তবে যারা ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমরা নিরপরাধ নেতা–কর্মীরা এখন আতঙ্কে আছি।’
শাল্লা থানার ওসি নূর আলম বলেন, এ ঘটনায় সরকারি কর্মকর্তাকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধে মামলা হয়েছে। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান গত বুধবার সকাল থেকে শাল্লায় সরেজমিনে এ বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। তিনি এ প্রতিবেদককে বলেন, তিনি আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করে জেনেছেন, রাতে ধাক্কাধাক্কি হওয়ার পর স্থানীয়রা এসে কয়েকজনকে দৌড়ে পালাতে দেখেছেন। হাসপাতালের ডাক্তার তাঁকে জানিয়েছেন, আক্রান্ত এসআই শাহ আলীর পায়ের আঙুল ও কপালে আঘাত ছাড়াও শরীরে একটি লাঠির বাড়ির আঘাত আছে।
এ বিষয়ে জানতে চাইলে দিরাই-শাল্লার সাংসদ জয়া সেনগুপ্তা বলেন, ‘আমাকে বলা হয়েছে, পুলিশ অফিসারের গায়ে হাত তোলা হয়েছে। আবার অভিযুক্তদের পক্ষে বলা হয়েছে, ঘটনা সাজানো। গায়ে হাত তোলার বিষয়টি সত্যি হলে, এটি দুঃখজনক হবে।’

শাল্লায় পুলিশের উপপরিদর্শকের (এসআই) ওপর হামলার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অরিন্দম চৌধুরী অপুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার ঘটনায় পাঁচজনকে আসামি করে অজ্ঞাত সাতজনের বিরুদ্ধে শাল্লা থানায় মামলা হয়েছে।
এসআইকে মারধর এবং ছাত্রলীগের নেতা গ্রেপ্তারের ঘটনায় উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উপজেলার ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের মধ্যে মামলার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তবে অরিন্দম চৌধুরীর ভাই আইনজীবী অভিতাব চৌধুরী দাবি করেছেন, সাজানো ঘটনায় অরিন্দমকে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, গত ১৭ মার্চ নোওয়াগাঁওয়ে সাম্প্রদায়িক হামলার ঘটনার পর থেকেই অরিন্দম চৌধুরীকে নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে। আর এই ষড়যন্ত্রে সফল হয়েছে চক্রান্তকারীরা। তাই গত সোমবার রাত সাড়ে ১২টায় পুলিশের ওপর হামলার ঘটনা সাজিয়ে অপুসহ তার সহযোগীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
অরিন্দম চৌধুরীর স্ত্রী ইরা সরকার বলেন, ‘শুনেছি, বলা হচ্ছে ঘটনা ঘটেছে রাত সাড়ে ১২টায়। অথচ আমার স্বামী ১১টা থেকে বাড়িতে ছিলেন। আমার স্বামীকে পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে গেছে। তাই এমন ঘটনা ঘটিয়ে কি কেউ বাড়িতে থাকতে পারে? এটা দায়িত্বশীলদের বুঝতে হবে।’
এদিকে পুলিশি মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, উপজেলা সদরে ফরহাদের দোকানের সামনে থেকে মাতাল অবস্থায় অরিন্দমকে গ্রেপ্তার করা হয়েছে। আর পানসি রেস্টুরেন্টের সামনে থেকে অপর আসামি সেন্টু দাসকেও মাতাল অবস্থায় গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক বিশ্বজিৎ চৌধুরী নান্টু বলেন, এ ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না, অথচ আমাকে আসামি ভেবে বাড়িতে গিয়ে ঘেরাও করেছে পুলিশ।’ তিনি আরও বলেন, ঘটনা ঘটেছে কি না, সেটাও জানি না। তবে যারা ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমরা নিরপরাধ নেতা–কর্মীরা এখন আতঙ্কে আছি।’
শাল্লা থানার ওসি নূর আলম বলেন, এ ঘটনায় সরকারি কর্মকর্তাকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধে মামলা হয়েছে। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান গত বুধবার সকাল থেকে শাল্লায় সরেজমিনে এ বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। তিনি এ প্রতিবেদককে বলেন, তিনি আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করে জেনেছেন, রাতে ধাক্কাধাক্কি হওয়ার পর স্থানীয়রা এসে কয়েকজনকে দৌড়ে পালাতে দেখেছেন। হাসপাতালের ডাক্তার তাঁকে জানিয়েছেন, আক্রান্ত এসআই শাহ আলীর পায়ের আঙুল ও কপালে আঘাত ছাড়াও শরীরে একটি লাঠির বাড়ির আঘাত আছে।
এ বিষয়ে জানতে চাইলে দিরাই-শাল্লার সাংসদ জয়া সেনগুপ্তা বলেন, ‘আমাকে বলা হয়েছে, পুলিশ অফিসারের গায়ে হাত তোলা হয়েছে। আবার অভিযুক্তদের পক্ষে বলা হয়েছে, ঘটনা সাজানো। গায়ে হাত তোলার বিষয়টি সত্যি হলে, এটি দুঃখজনক হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে