হবিগঞ্জ প্রতিনিধি

দৈনিক মজুরি ১৪৫ টাকা করার প্রতিশ্রুতি পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি সম্মান রেখে আপাতত আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন চা-শ্রমিকেরা। আজ শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে শ্রমিক, মালিক ও প্রশাসনের ত্রিপক্ষীয় বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
আন্দোলন প্রত্যাহারের কথা নিশ্চিত করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪৫ টাকা মজুরিসহ অন্যান্য সুযোগসুবিধা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন বলে বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে। প্রধানমন্ত্রী দেশের বাইরে যাবেন। দেশে ফিরে তিনি এ ব্যাপারে বৈঠক করবেন বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্য। প্রধানমন্ত্রীর প্রতি সম্মান রেখে শ্রমিকেরা আপাতত আন্দোলন প্রত্যাহার করছেন।
আজ বেলা ৩টার দিকে শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, আপাতত কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। কর্মবিরতি পালনকালে গত ১২ দিনের মজুরি, রেশনসহ আনুষঙ্গিক সুবিধাদি দেওয়ার দাবি জানান তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহিদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।
এ সময় একাধিক চা শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমানে ১২০ টাকার দৈনিক মজুরি পান চা-শ্রমিকেরা। তাঁরা মজুরি ৩০০ টাকা করার দাবিতে আন্দোলন করছেন। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারের চা-শ্রমিকেরা একজোট হয়ে এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। হবিগঞ্জের ২৪টি চা-বাগানে আজ অষ্টম দিনের মতো কর্মবিরতি চলেছে।

দৈনিক মজুরি ১৪৫ টাকা করার প্রতিশ্রুতি পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি সম্মান রেখে আপাতত আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন চা-শ্রমিকেরা। আজ শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে শ্রমিক, মালিক ও প্রশাসনের ত্রিপক্ষীয় বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
আন্দোলন প্রত্যাহারের কথা নিশ্চিত করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪৫ টাকা মজুরিসহ অন্যান্য সুযোগসুবিধা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন বলে বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে তাঁদের জানানো হয়েছে। প্রধানমন্ত্রী দেশের বাইরে যাবেন। দেশে ফিরে তিনি এ ব্যাপারে বৈঠক করবেন বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্য। প্রধানমন্ত্রীর প্রতি সম্মান রেখে শ্রমিকেরা আপাতত আন্দোলন প্রত্যাহার করছেন।
আজ বেলা ৩টার দিকে শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, আপাতত কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। কর্মবিরতি পালনকালে গত ১২ দিনের মজুরি, রেশনসহ আনুষঙ্গিক সুবিধাদি দেওয়ার দাবি জানান তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহিদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।
এ সময় একাধিক চা শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমানে ১২০ টাকার দৈনিক মজুরি পান চা-শ্রমিকেরা। তাঁরা মজুরি ৩০০ টাকা করার দাবিতে আন্দোলন করছেন। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারের চা-শ্রমিকেরা একজোট হয়ে এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। হবিগঞ্জের ২৪টি চা-বাগানে আজ অষ্টম দিনের মতো কর্মবিরতি চলেছে।

নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
০১ জানুয়ারি ১৯৭০
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১৫ মিনিট আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১৮ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
২১ মিনিট আগে