নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের গোলাপগঞ্জ থেকে পুণ্যার্থীর ছদ্মবেশে শ্রীশ্রী চৈতন্য দেবের মন্দিরে হানা দেওয়া চোর চক্রের ২৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ২৪ জন নারীই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বাসিন্দা। আজ সোমবার গ্রেপ্তার সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আজ সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্ব গোলাপগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান। তিনি বলেন, ‘বড় বড় লোক সমাগমে চক্রের সদস্যরা ভিড় সৃষ্টি করে লোকজনের সোনা-রুপার গয়না ও অর্থ হাতিয়ে নেন। শ্রীশ্রী চৈতন্য দেব মহাপ্রভুর মন্দিরের বার্ষিক কীর্তনে এ রকম হতে পারে বলে আমাদের কাছে খবর ছিল। এ জন্য আমাদের একাধিক দল কাজ শুরু করে। প্রথমে আমরা একজনকে ধরতে সক্ষম হই। এরপর তাঁর দেওয়া তথ্যে বাকিদের গ্রেপ্তার করি। তাঁদের আরও কিছু সদস্য মাঠে আছেন, তাঁদেরও আইনের আওতায় আনা হবে।’
গ্রেপ্তার নারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমণ্ডল গ্রামের নারজিন বেগম (৩০), নাজমা বেগম (৩২), রিমা আক্তার (২৮), মহিমা আক্তার (৩৫), পপি বেগম (৩০), আয়েশা বেগম (৩৫), সুমি বেগম (৩০), বিলকিস বেগম (২৮), সুফিয়া বেগম (২২), শাহিদা বেগম (২৮), লুৎফা বেগম (২৫), নাজমা বেগম (৩০), রোকসানা বেগম (২৫), সালমা বেগম (৩৫), তাছলিমা বেগম (৩৫), রোজিনা বেগম (৩০), লাভলী আক্তার (৩৫), আছমা বেগম (৩৮), পারভিন বেগম (৩০), তাছলিমা আক্তার (৩৫), অনু আক্তার (৩০), আমেনা বেগম (৩০), ফুলচান বিবি (২৮), আছমা বেগম (২৫), হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুহেল মিয়া, শাহিন আলম (২০) ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছাইদুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হওয়া আলামতের মধ্যে আছে স্বর্ণ সদৃশ ৯টি চেন, হাতের বালা ১ জোড়া, ৪ জোড়া চুড়ি, কানের ১৪ জোড়া দুল ও রুপা সদৃশ ৮টি চেন, নূপুর ৮টি, হাতের শাঁখা ৬টি এবং পরিবহনের কাজে ব্যবহৃত নোহা মাইক্রোবাস ১টি ও ৭টি মোবাইল ফোন।’
গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা প্রত্যেকেই আন্তজেলা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁরা পরস্পরের যোগসাজশে শ্রীশ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরের পুণ্যমেলায় চুরির উদ্দেশ্যেই আসেন এবং সুকৌশলে নিজেরা ভিড় তৈরি করে পুণ্যার্থীদের গয়না ও অর্থ হাতিয়ে নেন। মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গোলাপগঞ্জ থানা-পুলিশ ঘটনা আঁচ করতে পেরে চুরির অপরাধের সঙ্গে জড়িত ২৪ জন নারী ও ৩ জন পুরুষকে আলামতসহ গতকাল রোববার গ্রেপ্তার করে। আজ তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সিলেটের গোলাপগঞ্জ থেকে পুণ্যার্থীর ছদ্মবেশে শ্রীশ্রী চৈতন্য দেবের মন্দিরে হানা দেওয়া চোর চক্রের ২৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ২৪ জন নারীই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বাসিন্দা। আজ সোমবার গ্রেপ্তার সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আজ সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্ব গোলাপগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামান। তিনি বলেন, ‘বড় বড় লোক সমাগমে চক্রের সদস্যরা ভিড় সৃষ্টি করে লোকজনের সোনা-রুপার গয়না ও অর্থ হাতিয়ে নেন। শ্রীশ্রী চৈতন্য দেব মহাপ্রভুর মন্দিরের বার্ষিক কীর্তনে এ রকম হতে পারে বলে আমাদের কাছে খবর ছিল। এ জন্য আমাদের একাধিক দল কাজ শুরু করে। প্রথমে আমরা একজনকে ধরতে সক্ষম হই। এরপর তাঁর দেওয়া তথ্যে বাকিদের গ্রেপ্তার করি। তাঁদের আরও কিছু সদস্য মাঠে আছেন, তাঁদেরও আইনের আওতায় আনা হবে।’
গ্রেপ্তার নারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমণ্ডল গ্রামের নারজিন বেগম (৩০), নাজমা বেগম (৩২), রিমা আক্তার (২৮), মহিমা আক্তার (৩৫), পপি বেগম (৩০), আয়েশা বেগম (৩৫), সুমি বেগম (৩০), বিলকিস বেগম (২৮), সুফিয়া বেগম (২২), শাহিদা বেগম (২৮), লুৎফা বেগম (২৫), নাজমা বেগম (৩০), রোকসানা বেগম (২৫), সালমা বেগম (৩৫), তাছলিমা বেগম (৩৫), রোজিনা বেগম (৩০), লাভলী আক্তার (৩৫), আছমা বেগম (৩৮), পারভিন বেগম (৩০), তাছলিমা আক্তার (৩৫), অনু আক্তার (৩০), আমেনা বেগম (৩০), ফুলচান বিবি (২৮), আছমা বেগম (২৫), হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুহেল মিয়া, শাহিন আলম (২০) ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছাইদুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হওয়া আলামতের মধ্যে আছে স্বর্ণ সদৃশ ৯টি চেন, হাতের বালা ১ জোড়া, ৪ জোড়া চুড়ি, কানের ১৪ জোড়া দুল ও রুপা সদৃশ ৮টি চেন, নূপুর ৮টি, হাতের শাঁখা ৬টি এবং পরিবহনের কাজে ব্যবহৃত নোহা মাইক্রোবাস ১টি ও ৭টি মোবাইল ফোন।’
গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা প্রত্যেকেই আন্তজেলা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁরা পরস্পরের যোগসাজশে শ্রীশ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরের পুণ্যমেলায় চুরির উদ্দেশ্যেই আসেন এবং সুকৌশলে নিজেরা ভিড় তৈরি করে পুণ্যার্থীদের গয়না ও অর্থ হাতিয়ে নেন। মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গোলাপগঞ্জ থানা-পুলিশ ঘটনা আঁচ করতে পেরে চুরির অপরাধের সঙ্গে জড়িত ২৪ জন নারী ও ৩ জন পুরুষকে আলামতসহ গতকাল রোববার গ্রেপ্তার করে। আজ তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে