Ajker Patrika

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৮: ৩৮
জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

সিলেট তামাবিল মহাসড়কের পানিছড়া গ্যাস ফিল্ডের সম্মুখে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন। আজ রোববার বেলা আড়াইটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের পানিছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত যুবকের নাম আজিম (১৯)। তিনি শাহপরান থানার পিরের বাজারের হাতুড়া গ্রামের ফিরোজ মহরির ছেলে। আরেকজন নিহত ও আহতের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় এলাকাবাসী সুহেল আহমদ ও জাহিদুল ইসলাম জানান, বেলা আড়াইটার দিকে তামাবিল মহাসড়কের পানিছড়া এলাকার সিলেট গ্যাস ফিল্ডের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন মোটরসাইকেল আরোহী নিহত হন। অপর একজন আরোহী গুরুতর আহত হন। ঘটনার পর পর স্থানীয় জনতা এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র রায় বলেন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি জানান, স্থানীয় লোকজন আহত-নিহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেটে পাঠান। ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আজকের রাশিফল: আপনার স্পষ্ট কথা কারও বুক ফুটা করে দিতে পারে, পকেট সামলান

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ইরানে হত্যা চলছে না, আমাকে ‘আশ্বস্ত’ করা হয়েছে: ট্রাম্প

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত