নিজস্ব প্রতিবেদক সিলেট

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাবা আব্দুল মোছাউয়ীর আনসারীর (৮৫) দাফন সিলেটে সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ আসর নগরীর শাহী ঈদগাহ ময়দানে জানাজা শেষে মানিকপীরের টিলায় দাফন করা হয়।
জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ছেলে ইসলামিক স্কলার আবু সাঈদ আনসারী। জানাজায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতারা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
এর আগে আজ সকাল ৭টা ২৫ মিনিটে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আব্দুল মোছাউয়ীর আনসারী। বিকেল ৪টায় তাঁর মরদেহ হেলিকপ্টারযোগে সিলেটের ঈদগাহ ময়দানে নিয়ে আসা হয়।
আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন রাষ্ট্রদূত আনসারীর ভগ্নিপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট ব্যুরোর প্রধান সেলিম আউয়াল। তিনি বলেন, ‘সকাল ৭টা ২৫ মিনিটে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আব্দুল মোছাউয়ীর আনসারী। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।’
সেলিম আউয়াল বলেন, ‘গত শনিবার বিকেলে স্ট্রোক (মস্তিষ্ক রক্তক্ষরণ) করলে তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার পরিবর্তন না হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার সিএমএইচে নেওয়া হয়।’
এদিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী লেখেন, ‘আব্বার অন্তিম ইচ্ছা অনুযায়ী কেবল একটাই জানাজা সম্পন্ন করে দ্রুত আমার দাদা-দাদির কবরের পাশে শায়িত করা হবে। আব্বা সব ধরনের লৌকিকতার বিপক্ষে। আমার কিংবা আমার বাবার ফটো জুড়ে দিয়ে প্রচারে লিপ্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জানাজায় শরিক হওয়ার জন্য একান্ত অনুরোধ করছি।’
পরিবার সূত্রে জানা যায়, সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া আব্দুল মোছাউয়ীর আনসারী বাল্যকালে সৌদি আরবে প্রাইমারি শিক্ষা সম্পন্ন করে পরে বোম্বেতে উচ্চশিক্ষা অর্জন করেন।
বাল্যকালে একটি বড় সময়ে পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনি তাঁর বাবা ইসলামিক স্কলার ফজল আনসারীর সঙ্গে সৌদি আরবে অবস্থান করেন। কর্মজীবনে তিনি দেশি-বিদেশি সংস্থাসহ সৌদি হজ মন্ত্রণালয়ের অধীনে হজ কার্যক্রমে যুক্ত ছিলেন।

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাবা আব্দুল মোছাউয়ীর আনসারীর (৮৫) দাফন সিলেটে সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ আসর নগরীর শাহী ঈদগাহ ময়দানে জানাজা শেষে মানিকপীরের টিলায় দাফন করা হয়।
জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ছেলে ইসলামিক স্কলার আবু সাঈদ আনসারী। জানাজায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতারা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
এর আগে আজ সকাল ৭টা ২৫ মিনিটে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আব্দুল মোছাউয়ীর আনসারী। বিকেল ৪টায় তাঁর মরদেহ হেলিকপ্টারযোগে সিলেটের ঈদগাহ ময়দানে নিয়ে আসা হয়।
আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন রাষ্ট্রদূত আনসারীর ভগ্নিপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট ব্যুরোর প্রধান সেলিম আউয়াল। তিনি বলেন, ‘সকাল ৭টা ২৫ মিনিটে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আব্দুল মোছাউয়ীর আনসারী। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।’
সেলিম আউয়াল বলেন, ‘গত শনিবার বিকেলে স্ট্রোক (মস্তিষ্ক রক্তক্ষরণ) করলে তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার পরিবর্তন না হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার সিএমএইচে নেওয়া হয়।’
এদিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী লেখেন, ‘আব্বার অন্তিম ইচ্ছা অনুযায়ী কেবল একটাই জানাজা সম্পন্ন করে দ্রুত আমার দাদা-দাদির কবরের পাশে শায়িত করা হবে। আব্বা সব ধরনের লৌকিকতার বিপক্ষে। আমার কিংবা আমার বাবার ফটো জুড়ে দিয়ে প্রচারে লিপ্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জানাজায় শরিক হওয়ার জন্য একান্ত অনুরোধ করছি।’
পরিবার সূত্রে জানা যায়, সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া আব্দুল মোছাউয়ীর আনসারী বাল্যকালে সৌদি আরবে প্রাইমারি শিক্ষা সম্পন্ন করে পরে বোম্বেতে উচ্চশিক্ষা অর্জন করেন।
বাল্যকালে একটি বড় সময়ে পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনি তাঁর বাবা ইসলামিক স্কলার ফজল আনসারীর সঙ্গে সৌদি আরবে অবস্থান করেন। কর্মজীবনে তিনি দেশি-বিদেশি সংস্থাসহ সৌদি হজ মন্ত্রণালয়ের অধীনে হজ কার্যক্রমে যুক্ত ছিলেন।

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে খুলনা নগরীর সোনাডাঙ্গার গুহা রেস্টুরেন্টের ম্যানেজার নাজমুল হাসানকে। গতকাল বুধবার রাতে তাঁকে ডুমুরিয়া থেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
৬ মিনিট আগে
খাদ্য নিরাপত্তা ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে গাজীপুরে ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
২৮ মিনিট আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সম্পর্ক থাকার অভিযোগ তুলে এক গৃহবধূ ও যুবককে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
৩১ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী তোফায়েল আহমদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত পৃথক দুই সিভিল জজ।
১ ঘণ্টা আগে