জালাল উদ্দিন, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)

শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং শিল্পনগরীর বিভিন্ন কারখানার কারণে মহাসড়কে দীর্ঘদিন ধরে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সকাল ও বিকেলে মহাসড়কের উভয় পাশের অসংখ্য শিল্প-কারখানার এবং বিশেষ করে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রাণ-আরএফএলের প্রায় ১৫ হাজার কর্মীর আসা-যাওয়ার সময় যানজট অনেক বেড়ে যায়।
পর্যবেক্ষণে দেখা যায়, প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সবচেয়ে বেশি যানজট থাকে। এ দুই সময়ে প্রাণ-আরএফএলের কর্মীদের একদল প্রবেশ করেন এবং আরেক দলের ছুটি হয়। এই কর্মীদের পরিবহনের জন্য স্থানীয় শত শত গাড়ি মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকে। এই গাড়িগুলো অপরিকল্পিতভাবে অবস্থান করায় মহাসড়কে যাতায়াতকারী পণ্যবাহী ও যাত্রীবাহী অন্যান্য গাড়ি যানজটে পড়ে যায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই যানজটের কারণে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। একই সঙ্গে বিভিন্ন রকম অপরাধী, বিশেষ করে ছিনতাইকারী যাত্রীদের কাছ থেকে মোবাইল, মানিব্যাগসহ নানা জিনিসপত্র ছিনতাই করে পালিয়ে যায়।
অনেক সময় ঢাকা-সিলেট রেললাইনের ওপরে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ গাড়িগুলোর যেকোনো সময়ে বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। সরেজমিনে দেখা যায়, রাতের রাস্তায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজটের কারণে যাত্রীরা পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছেন। এভাবে হাঁটতে গিয়ে ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনাও বেড়ে যাচ্ছে। একজন সর্বস্ব হারিয়ে চিৎকার করলেও কেউ এগিয়ে আসছে না। স্থানীয়রা বলছেন, এলাকার ছিঁচকে চোরেরাই কখনো ছিনতাই, কখনো ডাকাতির ঘটনা ঘটাচ্ছে।
যানজটের ব্যাপারে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রাণ গ্রুপের জিএম হাসান মঞ্জুরুল হক বলেন, `আমরা এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিচ্ছি। বিশেষ করে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে কীভাবে যানজটমুক্ত রাখা যায় সে জন্য বেশ কিছু লোককে ট্রাফিক ট্রেনিং করাচ্ছি, যাতে তারা সেই দায়িত্ব পালন করতে পারেন। একই সঙ্গে স্থানীয় গাড়িগুলো যাতে সুনির্দিষ্ট স্থানে রাখা যায়, সে ব্যাপারে চিন্তা করছি। কর্মীদের কীভাবে গ্রুপ করে বের করা যায়, সে বিষয়টিও বিবেচনায় আছে।'
স্থানীয় সাংবাদিক হাবিবুর রহমান বলেন, কোম্পানিগুলো যদি কর্মী বহনের জন্য ব্যবহৃত গাড়িগুলো নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা করে, তবে খুব সহজেই যানজট নিরসন সম্ভব।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাইনুল ইসলাম বলেন, `যানজটের ব্যাপারে আমরা এরই মধ্যে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের দায়িত্বরত জিএম সাহেবকে চিঠি দিয়েছি। আমার মনে হচ্ছে তাঁরা কোনো রকম কর্ণপাত করছেন না। আমি মনে করি তাঁরা ইচ্ছে করে এ রকম যানজটের সৃষ্টি করছেন; মারাত্মক ভোগান্তির সৃষ্টি হচ্ছে।' বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া দরকার বলে তিনি মনে করেন।
এ প্রসঙ্গে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম জানান, এরই মধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে এ বিষয়ে আলোচনা হয়েছে। যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। আশা করছি পরিস্থিতি নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং শিল্পনগরীর বিভিন্ন কারখানার কারণে মহাসড়কে দীর্ঘদিন ধরে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সকাল ও বিকেলে মহাসড়কের উভয় পাশের অসংখ্য শিল্প-কারখানার এবং বিশেষ করে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রাণ-আরএফএলের প্রায় ১৫ হাজার কর্মীর আসা-যাওয়ার সময় যানজট অনেক বেড়ে যায়।
পর্যবেক্ষণে দেখা যায়, প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সবচেয়ে বেশি যানজট থাকে। এ দুই সময়ে প্রাণ-আরএফএলের কর্মীদের একদল প্রবেশ করেন এবং আরেক দলের ছুটি হয়। এই কর্মীদের পরিবহনের জন্য স্থানীয় শত শত গাড়ি মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকে। এই গাড়িগুলো অপরিকল্পিতভাবে অবস্থান করায় মহাসড়কে যাতায়াতকারী পণ্যবাহী ও যাত্রীবাহী অন্যান্য গাড়ি যানজটে পড়ে যায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই যানজটের কারণে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। একই সঙ্গে বিভিন্ন রকম অপরাধী, বিশেষ করে ছিনতাইকারী যাত্রীদের কাছ থেকে মোবাইল, মানিব্যাগসহ নানা জিনিসপত্র ছিনতাই করে পালিয়ে যায়।
অনেক সময় ঢাকা-সিলেট রেললাইনের ওপরে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ গাড়িগুলোর যেকোনো সময়ে বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। সরেজমিনে দেখা যায়, রাতের রাস্তায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজটের কারণে যাত্রীরা পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছেন। এভাবে হাঁটতে গিয়ে ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনাও বেড়ে যাচ্ছে। একজন সর্বস্ব হারিয়ে চিৎকার করলেও কেউ এগিয়ে আসছে না। স্থানীয়রা বলছেন, এলাকার ছিঁচকে চোরেরাই কখনো ছিনতাই, কখনো ডাকাতির ঘটনা ঘটাচ্ছে।
যানজটের ব্যাপারে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রাণ গ্রুপের জিএম হাসান মঞ্জুরুল হক বলেন, `আমরা এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিচ্ছি। বিশেষ করে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে কীভাবে যানজটমুক্ত রাখা যায় সে জন্য বেশ কিছু লোককে ট্রাফিক ট্রেনিং করাচ্ছি, যাতে তারা সেই দায়িত্ব পালন করতে পারেন। একই সঙ্গে স্থানীয় গাড়িগুলো যাতে সুনির্দিষ্ট স্থানে রাখা যায়, সে ব্যাপারে চিন্তা করছি। কর্মীদের কীভাবে গ্রুপ করে বের করা যায়, সে বিষয়টিও বিবেচনায় আছে।'
স্থানীয় সাংবাদিক হাবিবুর রহমান বলেন, কোম্পানিগুলো যদি কর্মী বহনের জন্য ব্যবহৃত গাড়িগুলো নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা করে, তবে খুব সহজেই যানজট নিরসন সম্ভব।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাইনুল ইসলাম বলেন, `যানজটের ব্যাপারে আমরা এরই মধ্যে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের দায়িত্বরত জিএম সাহেবকে চিঠি দিয়েছি। আমার মনে হচ্ছে তাঁরা কোনো রকম কর্ণপাত করছেন না। আমি মনে করি তাঁরা ইচ্ছে করে এ রকম যানজটের সৃষ্টি করছেন; মারাত্মক ভোগান্তির সৃষ্টি হচ্ছে।' বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া দরকার বলে তিনি মনে করেন।
এ প্রসঙ্গে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম জানান, এরই মধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে এ বিষয়ে আলোচনা হয়েছে। যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। আশা করছি পরিস্থিতি নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
২ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৩ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে