নিজস্ব প্রতিবেদক, সিলেট

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘জাতীয়তাবাদী দলের ভেতরে যেন কোনো দুষ্কৃতকারী প্রবেশ না করতে পারে, সেদিকে সজাগ থাকতে হবে। বিগত আন্দোলন সংগ্রামে যাঁরা রাজপথে ছিলেন, তাঁদের মূল্যায়ন করতে হবে।
যাঁরা এখন জার্সি পরিবর্তন করে অতি বিএনপি হতে চান, তাঁদের থেকে সাবধান থাকবেন। যাঁরা জনগণের আস্থা নষ্ট করতে চান, তাঁদের চিহ্নিত করে দল থেকে বিতাড়িত করতে হবে।’
আজ বুধবার সুনামগঞ্জের পুরোনো বাসস্ট্যান্ডে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতা-কর্মীদের উদ্দেশে আরিফুল হক চৌধুরী বলেন, ‘এমন কোনো কাজ করবেন না, যাতে বিএনপির প্রতি মানুষের আস্থা নষ্ট হয়। কোনো ধরনের জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কাজে বিএনপির নেতা-কর্মীরা যেন না জড়ায়, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। যাঁরা জড়াবেন তাঁদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেবে দল।’
সাবেক সিটি মেয়র বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, বিএনপির নেতা-কর্মীদের সজাগ থালতে হবে। আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা গ্রামেগঞ্জের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। জনগণের সমর্থন আদায় করতে হবে। জনগণের সমর্থন আদায় হলে আগামীতে বিএনপির বিজয় সুনিশ্চিত।’
সাবেক মেয়র বলেন, ‘প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে রয়েছে। তাঁদের চিহ্নিত করে অপসারণ করতে হবে।’ রমজানের আগে নিত্যপণ্যের দাম সহনশীলতার মধ্যে নিয়ে আসাসহ প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপির এই নেতা।
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও সদস্য মিজানুর রহমান চৌধুরী।
বক্তব্য দেন জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মো. মল্লিক মঈনুদ্দিন সোহেল, শেরনূর আলী, মাসুক আলম, আবুল মনসুর শওকত প্রমুখ। সঞ্চালনা করেন অ্যাডভোকেট আব্দুল হক, নুরুল ইসলাম নুরুল।
এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয় ওঠে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘জাতীয়তাবাদী দলের ভেতরে যেন কোনো দুষ্কৃতকারী প্রবেশ না করতে পারে, সেদিকে সজাগ থাকতে হবে। বিগত আন্দোলন সংগ্রামে যাঁরা রাজপথে ছিলেন, তাঁদের মূল্যায়ন করতে হবে।
যাঁরা এখন জার্সি পরিবর্তন করে অতি বিএনপি হতে চান, তাঁদের থেকে সাবধান থাকবেন। যাঁরা জনগণের আস্থা নষ্ট করতে চান, তাঁদের চিহ্নিত করে দল থেকে বিতাড়িত করতে হবে।’
আজ বুধবার সুনামগঞ্জের পুরোনো বাসস্ট্যান্ডে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতা-কর্মীদের উদ্দেশে আরিফুল হক চৌধুরী বলেন, ‘এমন কোনো কাজ করবেন না, যাতে বিএনপির প্রতি মানুষের আস্থা নষ্ট হয়। কোনো ধরনের জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কাজে বিএনপির নেতা-কর্মীরা যেন না জড়ায়, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। যাঁরা জড়াবেন তাঁদের বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেবে দল।’
সাবেক সিটি মেয়র বলেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, বিএনপির নেতা-কর্মীদের সজাগ থালতে হবে। আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা গ্রামেগঞ্জের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। জনগণের সমর্থন আদায় করতে হবে। জনগণের সমর্থন আদায় হলে আগামীতে বিএনপির বিজয় সুনিশ্চিত।’
সাবেক মেয়র বলেন, ‘প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে রয়েছে। তাঁদের চিহ্নিত করে অপসারণ করতে হবে।’ রমজানের আগে নিত্যপণ্যের দাম সহনশীলতার মধ্যে নিয়ে আসাসহ প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপির এই নেতা।
জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও সদস্য মিজানুর রহমান চৌধুরী।
বক্তব্য দেন জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মো. মল্লিক মঈনুদ্দিন সোহেল, শেরনূর আলী, মাসুক আলম, আবুল মনসুর শওকত প্রমুখ। সঞ্চালনা করেন অ্যাডভোকেট আব্দুল হক, নুরুল ইসলাম নুরুল।
এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয় ওঠে।

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৫ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
১৮ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে