নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্গম অঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করলেন মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। তিনি আজ সরাইল রিজিয়নের আওতাধীন সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদর ও বন্যাদুর্গত দুর্গম সীমান্তবর্তী ডুলুরা বিওপি পরিদর্শন ও সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ ছাড়া মহাপরিচালক ডুলুরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ঈদের উপহার বিতরণ করেন। এ সময় বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিজিবি সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম। তিনি জানান, পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ উদ্যাপনের আনন্দ উৎসর্গ করে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার সুমহান দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের মনোবল দৃঢ়করণ এবং তাঁদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের উদ্দেশ্যে মহাপরিচালক সুনামগঞ্জের সীমান্তবর্তী ডুলুরা বিওপি পরিদর্শন করেন। এমন একটি বিশেষ দিনে মহাপরিচালককে কাছে পেয়ে দুর্গম সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সেখানে নিয়োজিত সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। দুর্গম সীমান্তে নানা প্রতিকূলতার মধ্যেও দক্ষতা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি বিজিবি সদস্যদের ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁদের দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পবিত্র দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা দেন।
এরপর বিজিবি মহাপরিচালক সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বিশ্বম্ভরপুর উপজেলার শলুকাবাদ ইউনিয়নের দুর্গম সীমান্তবর্তী বন্যাদুর্গত পূর্ব ডুলুরা গ্রামের ৫০০ অসহায় পরিবারের মধ্যে ঈদের উপহার সামগ্রী হিসেবে গরুর মাংস, পোলাও চাল, সেমাই, চিনি, কিশমিশ, বাদাম, মসলা, চাল, ডাল, তেল, লবণ ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।
বিজিবি মহাপরিচালক সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরে সদস্যদের সঙ্গে দুপুরে প্রীতিভোজে অংশগ্রহণ শেষে বিকেলে ঢাকা ফিরে আসেন। এ সময় মহাপরিচালকের সঙ্গে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুর্গম অঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করলেন মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। তিনি আজ সরাইল রিজিয়নের আওতাধীন সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদর ও বন্যাদুর্গত দুর্গম সীমান্তবর্তী ডুলুরা বিওপি পরিদর্শন ও সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ ছাড়া মহাপরিচালক ডুলুরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ঈদের উপহার বিতরণ করেন। এ সময় বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিজিবি সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম। তিনি জানান, পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ উদ্যাপনের আনন্দ উৎসর্গ করে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার সুমহান দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের মনোবল দৃঢ়করণ এবং তাঁদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের উদ্দেশ্যে মহাপরিচালক সুনামগঞ্জের সীমান্তবর্তী ডুলুরা বিওপি পরিদর্শন করেন। এমন একটি বিশেষ দিনে মহাপরিচালককে কাছে পেয়ে দুর্গম সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সেখানে নিয়োজিত সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। দুর্গম সীমান্তে নানা প্রতিকূলতার মধ্যেও দক্ষতা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি বিজিবি সদস্যদের ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁদের দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পবিত্র দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা দেন।
এরপর বিজিবি মহাপরিচালক সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বিশ্বম্ভরপুর উপজেলার শলুকাবাদ ইউনিয়নের দুর্গম সীমান্তবর্তী বন্যাদুর্গত পূর্ব ডুলুরা গ্রামের ৫০০ অসহায় পরিবারের মধ্যে ঈদের উপহার সামগ্রী হিসেবে গরুর মাংস, পোলাও চাল, সেমাই, চিনি, কিশমিশ, বাদাম, মসলা, চাল, ডাল, তেল, লবণ ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।
বিজিবি মহাপরিচালক সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরে সদস্যদের সঙ্গে দুপুরে প্রীতিভোজে অংশগ্রহণ শেষে বিকেলে ঢাকা ফিরে আসেন। এ সময় মহাপরিচালকের সঙ্গে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে