নিজস্ব প্রতিবেদক, সিলেট

সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে অবনী মোহন দাস (ঘোড়া প্রতীক) নামে এক প্রার্থীর পক্ষে প্রচারণা ও টাকা বিতরণের অভিযোগে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে ৪ নম্বর শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের কেন্দ্রের সামনে টাকা বিতরণ ও প্রার্থীর পক্ষে প্রচারণার চালানোর সময় ওই কর্মকর্তা ও তাঁর সহযোগী তিনজনকে আটক করেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ এসে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং অফিসার অপু রঞ্জন দাস। বাকি তিনজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, মঙ্গলবার শাল্লার কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং অফিসার দায়িত্ব পান অপু রঞ্জন দাস। তিনি এই কেন্দ্রে আসার পর থেকে চব্বিশা গ্রামের ভোটারদের ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার জন্য নানাভাবে প্রচারণা চালান। পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ওই প্রিসাইডিং অফিসারসহ চারজন চব্বিশা কেন্দ্রের সামনে ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের টাকা বিতরণ করেন। গ্রামবাসী বিষয়টি বুঝতে পেরে তাঁকে আটক করে খবর দিলে পুলিশ এসে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘোড়া প্রতীকের পক্ষে টাকা বিতরণের অভিযোগ সহকারী প্রিসাইডিং অফিসার অপু রঞ্জন দাসসহ চারজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আলমগীর হোসেন বলেন, ‘এ ঘটনায় চব্বিশা গ্রামে কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য এজাহার তৈরি করা হচ্ছে। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। যেখানে অনিয়ম হবে সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লোকজন তৎপর রয়েছে।’

সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে অবনী মোহন দাস (ঘোড়া প্রতীক) নামে এক প্রার্থীর পক্ষে প্রচারণা ও টাকা বিতরণের অভিযোগে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে ৪ নম্বর শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের কেন্দ্রের সামনে টাকা বিতরণ ও প্রার্থীর পক্ষে প্রচারণার চালানোর সময় ওই কর্মকর্তা ও তাঁর সহযোগী তিনজনকে আটক করেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ এসে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং অফিসার অপু রঞ্জন দাস। বাকি তিনজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, মঙ্গলবার শাল্লার কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং অফিসার দায়িত্ব পান অপু রঞ্জন দাস। তিনি এই কেন্দ্রে আসার পর থেকে চব্বিশা গ্রামের ভোটারদের ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার জন্য নানাভাবে প্রচারণা চালান। পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ওই প্রিসাইডিং অফিসারসহ চারজন চব্বিশা কেন্দ্রের সামনে ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের টাকা বিতরণ করেন। গ্রামবাসী বিষয়টি বুঝতে পেরে তাঁকে আটক করে খবর দিলে পুলিশ এসে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘোড়া প্রতীকের পক্ষে টাকা বিতরণের অভিযোগ সহকারী প্রিসাইডিং অফিসার অপু রঞ্জন দাসসহ চারজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আলমগীর হোসেন বলেন, ‘এ ঘটনায় চব্বিশা গ্রামে কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য এজাহার তৈরি করা হচ্ছে। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। যেখানে অনিয়ম হবে সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লোকজন তৎপর রয়েছে।’

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-২ (সদর) আসনে মোট আট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে পাঁচজন এবং গাইবান্ধা-২ (সদর) আসনে রয়েছেন তিনজন।
৮ মিনিট আগে
দুই বছরের ব্যবধানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের নগদ অর্থ ও মোট সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে একই সময়ে তাঁর স্ত্রী শেরীফা কাদেরের নগদ টাকা কমেছে।
১০ মিনিট আগে
যাচাই করে দেখেন, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সাইফুজ্জামান এই নারীকে দ্বিতীয় বিয়ে করেছেন। তবে কাবিননামার কাগজ এখনো পাননি। কিন্তু সীমা যে পুলিশের পোশাক পরে টিকটকে ভিডিও দেন, সে অভিযোগ সত্য।
৩৪ মিনিট আগে
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী যুক্তরাজ্য ও বাংলাদেশের নাগরিক। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করার আবেদনের দাবি করলেও এর কোনো প্রমাণ জমা দেননি। দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় তাই তাঁর মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে