সুনামগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে একাই শ্রদ্ধা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে ৪৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা জানানোর পর মেয়র নাদের ধুলা জমে থাকা বঙ্গবন্ধুর ছবি হাত দিয়ে মুছে দেন এবং আবেগ আপ্লুত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের কাছ থেকে জানা গেছে, ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশত্যাগের পর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা–কর্মীরা বিচ্ছিন্ন হয়ে পড়েন। অনেকেই আবার প্রাণ বাঁচাতে গা ঢাকা দেন। আজ সকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দেখা যায়নি কোনো নেতা-কর্মীকে। টানানো হয়নি জাতীয় ও দলীয় পতাকা।
এদিকে জেলার অধিকাংশ নেতা-কর্মী ঘা ডাকা দিলেও ব্যতিক্রম অবস্থানে আছেন পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাদের বখত। তিনি ৬ আগস্ট থেকেই পৌরসভায় দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন নাগরিক সেবা। আর এতেই খুশি পৌরবাসী।
আলীপাড়ার স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, ‘দেশের অনেক জায়গায় পৌরসভা কিংবা সিটি করপোরেশনে সেবা বন্ধ রয়েছে। কিন্তু জীবনের ঝুঁকি আছে জেনেও নাদের বখত প্রতিনিয়ত পৌরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন।’
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার মেয়র নাদের বখত বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বাংলাদেশ থেকে কেউ মুছে ফেলতে পারবে না। আমরা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করে যাব। এখন আওয়ামী লীগের দুঃসময়, এখন আমাদের সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে শেখ হাসিনার জন্য। যাঁরা পলাতক আছেন, আমি বিশ্বাস করি তাঁরা দ্রুত রাজনীতির মাঠে ফিরে আসবেন। সেই সঙ্গে আমরা মুজিব আদর্শের সৈনিক হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাব।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে একাই শ্রদ্ধা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে ৪৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা জানানোর পর মেয়র নাদের ধুলা জমে থাকা বঙ্গবন্ধুর ছবি হাত দিয়ে মুছে দেন এবং আবেগ আপ্লুত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের কাছ থেকে জানা গেছে, ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশত্যাগের পর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা–কর্মীরা বিচ্ছিন্ন হয়ে পড়েন। অনেকেই আবার প্রাণ বাঁচাতে গা ঢাকা দেন। আজ সকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দেখা যায়নি কোনো নেতা-কর্মীকে। টানানো হয়নি জাতীয় ও দলীয় পতাকা।
এদিকে জেলার অধিকাংশ নেতা-কর্মী ঘা ডাকা দিলেও ব্যতিক্রম অবস্থানে আছেন পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাদের বখত। তিনি ৬ আগস্ট থেকেই পৌরসভায় দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন নাগরিক সেবা। আর এতেই খুশি পৌরবাসী।
আলীপাড়ার স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, ‘দেশের অনেক জায়গায় পৌরসভা কিংবা সিটি করপোরেশনে সেবা বন্ধ রয়েছে। কিন্তু জীবনের ঝুঁকি আছে জেনেও নাদের বখত প্রতিনিয়ত পৌরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন।’
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার মেয়র নাদের বখত বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বাংলাদেশ থেকে কেউ মুছে ফেলতে পারবে না। আমরা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করে যাব। এখন আওয়ামী লীগের দুঃসময়, এখন আমাদের সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে শেখ হাসিনার জন্য। যাঁরা পলাতক আছেন, আমি বিশ্বাস করি তাঁরা দ্রুত রাজনীতির মাঠে ফিরে আসবেন। সেই সঙ্গে আমরা মুজিব আদর্শের সৈনিক হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাব।’

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৩২ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৩৭ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে