গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দুই জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
আজ দুপুরে এক বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয় নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবির সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ও ১৮ অক্টোবর সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি), বিছনাকান্দি বিওপিসহ সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযান চালায়।
এসব অভিযানে ৩২টি ভারতীয় থ্রি–পিস, লেহেঙ্গা ২১, চিনি ৬ হাজার ৫০০ কেজি, ৬টি গরু, চকলেট ১৯২ বক্স, সিগারেট ফিল্টার ১ লাখ, মদ ৮২৭ বোতল, বিয়ার ২ বোতল, বাংলাদেশি রসুন ১ হাজার কেজি, কাঁচা মরিচ ১৯২ কেজি, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ৬টি ও ১টি ইঞ্জিনচালিত ট্রলিসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এসবের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৮৯ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সিলেট ব্যাটালিয়নের (৪৮-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তারক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটক চোরাচালানের মালামাল বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দুই জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
আজ দুপুরে এক বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয় নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবির সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ও ১৮ অক্টোবর সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি), বিছনাকান্দি বিওপিসহ সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযান চালায়।
এসব অভিযানে ৩২টি ভারতীয় থ্রি–পিস, লেহেঙ্গা ২১, চিনি ৬ হাজার ৫০০ কেজি, ৬টি গরু, চকলেট ১৯২ বক্স, সিগারেট ফিল্টার ১ লাখ, মদ ৮২৭ বোতল, বিয়ার ২ বোতল, বাংলাদেশি রসুন ১ হাজার কেজি, কাঁচা মরিচ ১৯২ কেজি, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ৬টি ও ১টি ইঞ্জিনচালিত ট্রলিসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এসবের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৮৯ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সিলেট ব্যাটালিয়নের (৪৮-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তারক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটক চোরাচালানের মালামাল বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
৪ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১২ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৭ মিনিট আগে
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁদের মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁরা আদালতের বিচারক সজীব চৌধুরী তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে নিরাপত্তার আশ্বাস দিয়ে হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনার সত্যতা
৩৬ মিনিট আগে