সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার হলে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে তিন পরীক্ষার্থী আহত হয়েছে। আজ রোববার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে শহরের হাজী আহমাদ আলী আলিয়া কামিল এম. এ মাদ্রাসা কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে।
আহত তিন পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষা সম্পন্ন করে। তারা সদর উপজেলার চিলগাছা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।
কেন্দ্র সূত্রে জানা গেছে, রোববার সাধারণ গণিত পরীক্ষা চলছিল। পরীক্ষা শুরু হওয়ার প্রায় ২০ মিনিট আগেই ৯টা ৪০ মিনিটের দিকে শ্রেণিকক্ষের একটি সিলিং ফ্যান হঠাৎ খুলে পড়ে। এতে ফ্যানের নিচে থাকা তিন পরীক্ষার্থী আহত হয়। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা এসে তাদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে তারা পরীক্ষায় অংশ নেয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব অধ্যক্ষ দুলাল হোসেন বলেন, পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট আগেই পরীক্ষা কেন্দ্রের ৬ নম্বর কক্ষের একটি সিলিং ফ্যান চলতে চলতে হঠাৎ খুলে পড়ে। এতে তিন শিক্ষার্থী আহত হয়। তাদের অবস্থা গুরুতর নয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষা দেয়।
হাজী আহমাদ আলী আলিয়া কামিল এম. এ মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনয়েম বলেন, সিলিং ফ্যানটি তিন বছর আগে লাগানো হয়। আজ চলতে চলতে হঠাৎ ফ্যানের ভেতরের প্যাঁচ খুলে পড়ে যায়। এতে তিন শিক্ষার্থীর শরীরে আঘাত লাগলেও তা গুরুতর নয়।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল টিমের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এস এম মনিরুজ্জামান বলেন, সিলিং ফ্যান খুলে তিন শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে মধ্যে একজনের মাথায়, একজনের ডান হাতে ও একজনের গালে লেগেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারা পরীক্ষা দিয়েছে।
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ বলেন, ‘বিষয়টি আমি জানার পর ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। তিন পরীক্ষার্থী আহত হয়েছে তবে তারা ভালো আছে। আঘাত গুরুতর নয়।’

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার হলে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে তিন পরীক্ষার্থী আহত হয়েছে। আজ রোববার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে শহরের হাজী আহমাদ আলী আলিয়া কামিল এম. এ মাদ্রাসা কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে।
আহত তিন পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষা সম্পন্ন করে। তারা সদর উপজেলার চিলগাছা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী।
কেন্দ্র সূত্রে জানা গেছে, রোববার সাধারণ গণিত পরীক্ষা চলছিল। পরীক্ষা শুরু হওয়ার প্রায় ২০ মিনিট আগেই ৯টা ৪০ মিনিটের দিকে শ্রেণিকক্ষের একটি সিলিং ফ্যান হঠাৎ খুলে পড়ে। এতে ফ্যানের নিচে থাকা তিন পরীক্ষার্থী আহত হয়। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা এসে তাদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে তারা পরীক্ষায় অংশ নেয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব অধ্যক্ষ দুলাল হোসেন বলেন, পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট আগেই পরীক্ষা কেন্দ্রের ৬ নম্বর কক্ষের একটি সিলিং ফ্যান চলতে চলতে হঠাৎ খুলে পড়ে। এতে তিন শিক্ষার্থী আহত হয়। তাদের অবস্থা গুরুতর নয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষা দেয়।
হাজী আহমাদ আলী আলিয়া কামিল এম. এ মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনয়েম বলেন, সিলিং ফ্যানটি তিন বছর আগে লাগানো হয়। আজ চলতে চলতে হঠাৎ ফ্যানের ভেতরের প্যাঁচ খুলে পড়ে যায়। এতে তিন শিক্ষার্থীর শরীরে আঘাত লাগলেও তা গুরুতর নয়।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল টিমের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এস এম মনিরুজ্জামান বলেন, সিলিং ফ্যান খুলে তিন শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে মধ্যে একজনের মাথায়, একজনের ডান হাতে ও একজনের গালে লেগেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারা পরীক্ষা দিয়েছে।
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ বলেন, ‘বিষয়টি আমি জানার পর ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। তিন পরীক্ষার্থী আহত হয়েছে তবে তারা ভালো আছে। আঘাত গুরুতর নয়।’

রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
২৫ মিনিট আগে
পেশাগত নিরাপত্তা, স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের টিকে থাকার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। মতাদর্শ, প্রতিষ্ঠান কিংবা সংগঠনভেদে বিভক্তি থাকলেও পেশাগত স্বার্থে সাংবাদিকদের অবস্থান হওয়া উচিত অভিন্ন। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত গণমাধ্যম...
২৬ মিনিট আগে