সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফ ছাত্রীদের ‘যৌন হয়রানি’ করতেন বলে অভিযোগ ছাত্রীদের। তাঁরা বলেন, স্যার রাতে ভিডিও কল দিতেন এবং তাঁর কাছে যেতে বলতেন।
আজ সোমবার দুপুরে ছাত্রীরা এই অভিযোগ করেন। তাঁরা শিক্ষক রায়হান শরীফের বহিষ্কার দাবি করেন।
ছাত্রীরা বলেন, রাত নাই, দিন নাই স্যার আমাদের হয়রানি করে আসছেন। পরীক্ষার রুমে গেলে তিনি বিভিন্ন প্রকার অঙ্গভঙ্গি করেন। আমাদের হয়রানি করার চেষ্টা করেন। গায়ে হাত দেন। রাত ১২টা-১টায় কল দেন আমাদের। ভিডিও কল দিয়ে তাঁর কাছে যেতে বলেন। রাত ৩টার দিকে মেসেজ দিয়ে বলেন, খবর আছে। তোদের দেখে নেব। শিক্ষক রায়হান শরীফ আমাদের তিন মাস ধরে জ্বালিয়ে আসছেন। আমরা অন্য স্যারকে বিষয়টি জানিয়েছি।
মেডিকেল কলেজের ছাত্রী আফিয়া বলেন, ‘রাত নাই, দিন নাই স্যার আমাদের হয়রানি করতেন। রাত ৩টার সময় ভিডিও কল দিতেন। তাঁর ভয়ে কেউ কথা বলতে পারত না। এই কলেজ থেকে তাঁর অপসারণ চাই। তিনি থাকলে কলেজের পরিবেশ নষ্ট হবে।’
তৃতীয় বর্ষের শিক্ষার্থী রওনক জাহান রিজা বলেন, ‘কথায় কথায় পিস্তল তাক করতেন আমাদের দিকে। সঙ্গে ধারালো অস্ত্রও নিয়ে আসতেন। প্রায় প্রতিটি ছাত্রীকে তিনি হয়রানি করে আসছিলেন। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। সবাই প্রতিবাদে ফুঁসে উঠেছে। তাঁকে এই কলেজ থেকে অপসারণ করতে হবে।’
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ক্লাস চলাকালে শিক্ষক রায়হান শরীফের হাতে থাকা পিস্তলের গুলিতে তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এই সময় ছাত্রীরা শিক্ষকের বিরুদ্ধে ‘সেক্সচুয়াল হ্যারেজমেন্টের’ অভিযোগ তোলেন। অভিযুক্ত শিক্ষক রায়হান শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষকের এসব অভিযোগ খতিয়ে দেখা হবে।’

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফ ছাত্রীদের ‘যৌন হয়রানি’ করতেন বলে অভিযোগ ছাত্রীদের। তাঁরা বলেন, স্যার রাতে ভিডিও কল দিতেন এবং তাঁর কাছে যেতে বলতেন।
আজ সোমবার দুপুরে ছাত্রীরা এই অভিযোগ করেন। তাঁরা শিক্ষক রায়হান শরীফের বহিষ্কার দাবি করেন।
ছাত্রীরা বলেন, রাত নাই, দিন নাই স্যার আমাদের হয়রানি করে আসছেন। পরীক্ষার রুমে গেলে তিনি বিভিন্ন প্রকার অঙ্গভঙ্গি করেন। আমাদের হয়রানি করার চেষ্টা করেন। গায়ে হাত দেন। রাত ১২টা-১টায় কল দেন আমাদের। ভিডিও কল দিয়ে তাঁর কাছে যেতে বলেন। রাত ৩টার দিকে মেসেজ দিয়ে বলেন, খবর আছে। তোদের দেখে নেব। শিক্ষক রায়হান শরীফ আমাদের তিন মাস ধরে জ্বালিয়ে আসছেন। আমরা অন্য স্যারকে বিষয়টি জানিয়েছি।
মেডিকেল কলেজের ছাত্রী আফিয়া বলেন, ‘রাত নাই, দিন নাই স্যার আমাদের হয়রানি করতেন। রাত ৩টার সময় ভিডিও কল দিতেন। তাঁর ভয়ে কেউ কথা বলতে পারত না। এই কলেজ থেকে তাঁর অপসারণ চাই। তিনি থাকলে কলেজের পরিবেশ নষ্ট হবে।’
তৃতীয় বর্ষের শিক্ষার্থী রওনক জাহান রিজা বলেন, ‘কথায় কথায় পিস্তল তাক করতেন আমাদের দিকে। সঙ্গে ধারালো অস্ত্রও নিয়ে আসতেন। প্রায় প্রতিটি ছাত্রীকে তিনি হয়রানি করে আসছিলেন। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। সবাই প্রতিবাদে ফুঁসে উঠেছে। তাঁকে এই কলেজ থেকে অপসারণ করতে হবে।’
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ক্লাস চলাকালে শিক্ষক রায়হান শরীফের হাতে থাকা পিস্তলের গুলিতে তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এই সময় ছাত্রীরা শিক্ষকের বিরুদ্ধে ‘সেক্সচুয়াল হ্যারেজমেন্টের’ অভিযোগ তোলেন। অভিযুক্ত শিক্ষক রায়হান শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষকের এসব অভিযোগ খতিয়ে দেখা হবে।’

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
৭ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
৩৬ মিনিট আগে