কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে এক সপ্তাহে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার মধ্য রাতে উপজেলার বাড়াকান্দি গ্রামের আবু তাহের আকন্দের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতেরা। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার তাজুরপাড়া ও মঙ্গলবার রাতে দেলোয়ার হোসেনের বাড়িতে ডাকাতি হয়।
ভুক্তভোগীরা জানান,৭-৮ জন ডাকাতের হাতে দেশীয় ধারালো অস্ত্র দেখিয়ে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট করে।
ভুক্তভোগী দেলোয়ার হোসেনের ছেলে রানা বলেন, ‘মঙ্গলবার রাতে আমার বাড়িতে থেকে ২০ হাজার টাকা দামের স্মার্টফোন ও ছয় হাজার টাকা দামের ঘড়ি নিয়ে যায়। রোববার রাতে আমার চাচা আবু তাহেরের বাড়িতে ডাকাতি হয়।’
তাঁর চাচা তো ভাইয়ের স্ত্রীর বরাতে দিয়ে তিনি জানান, গতকাল অপরিচিত কেউ একজন এসে তাঁকে ভাত খাওয়ার কথা বলেন। রাতে খেয়েছে কি না? খাবার খাওয়ার বিষয়টি জানার পরে রাত ২টার দিকে ৭-৮ জন ঘরের ভেতরে দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এদিকে রাতের খাওয়ার পর থেকে আবু তাহের ও তার স্ত্রী খুকি বেগম অজ্ঞান হয়ে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি।
ভুক্তভোগী তাজুরপাড়া গ্রামের আবু বক্কর আকন্দের স্ত্রী লাকি খাতুন বলেন, ‘শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখি কয়েকজন দাঁড়িয়ে আছে। ভয়ে চিৎকার দিতে চাইলে তারা ধারালো অস্ত্র দেখিয়ে বলে, ‘‘বাঁচতে চাইলে চুপ থাকেক। তা না হলে সবাই মারা পরবি।’ ’ ডাকাতেরা আমাদের স্বর্ণালংকার ও নগদ নিয়ে যায়।’
সাধারণ মানুষেরা ডাকাতির বিষয়টি নিয়ে আতঙ্কিত। দ্রুতই ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানান।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম জানান, এটি একটি চুরির ঘটনা, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মো. আদনান মুস্তাফিজকে মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম রহমান বলেন, ‘ঘটনার স্থলে ওসিকে পাঠিয়েছিলাম ও সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের কাছে বেশ কিছু ক্লু আছে আশা করি দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করব।’

সিরাজগঞ্জের কামারখন্দে এক সপ্তাহে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার মধ্য রাতে উপজেলার বাড়াকান্দি গ্রামের আবু তাহের আকন্দের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতেরা। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার তাজুরপাড়া ও মঙ্গলবার রাতে দেলোয়ার হোসেনের বাড়িতে ডাকাতি হয়।
ভুক্তভোগীরা জানান,৭-৮ জন ডাকাতের হাতে দেশীয় ধারালো অস্ত্র দেখিয়ে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট করে।
ভুক্তভোগী দেলোয়ার হোসেনের ছেলে রানা বলেন, ‘মঙ্গলবার রাতে আমার বাড়িতে থেকে ২০ হাজার টাকা দামের স্মার্টফোন ও ছয় হাজার টাকা দামের ঘড়ি নিয়ে যায়। রোববার রাতে আমার চাচা আবু তাহেরের বাড়িতে ডাকাতি হয়।’
তাঁর চাচা তো ভাইয়ের স্ত্রীর বরাতে দিয়ে তিনি জানান, গতকাল অপরিচিত কেউ একজন এসে তাঁকে ভাত খাওয়ার কথা বলেন। রাতে খেয়েছে কি না? খাবার খাওয়ার বিষয়টি জানার পরে রাত ২টার দিকে ৭-৮ জন ঘরের ভেতরে দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এদিকে রাতের খাওয়ার পর থেকে আবু তাহের ও তার স্ত্রী খুকি বেগম অজ্ঞান হয়ে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি।
ভুক্তভোগী তাজুরপাড়া গ্রামের আবু বক্কর আকন্দের স্ত্রী লাকি খাতুন বলেন, ‘শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখি কয়েকজন দাঁড়িয়ে আছে। ভয়ে চিৎকার দিতে চাইলে তারা ধারালো অস্ত্র দেখিয়ে বলে, ‘‘বাঁচতে চাইলে চুপ থাকেক। তা না হলে সবাই মারা পরবি।’ ’ ডাকাতেরা আমাদের স্বর্ণালংকার ও নগদ নিয়ে যায়।’
সাধারণ মানুষেরা ডাকাতির বিষয়টি নিয়ে আতঙ্কিত। দ্রুতই ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানান।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম জানান, এটি একটি চুরির ঘটনা, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (কামারখন্দ সার্কেল) মো. আদনান মুস্তাফিজকে মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম রহমান বলেন, ‘ঘটনার স্থলে ওসিকে পাঠিয়েছিলাম ও সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের কাছে বেশ কিছু ক্লু আছে আশা করি দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করব।’

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৫ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৬ ঘণ্টা আগে