কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

ঢোলের বাজনা, কাঁসার ঘণ্টা আর বাঁশির তালে চলছে লাঠির কসরত। প্রতিপক্ষের আঘাত-প্রতিঘাত ঠেকাতে লাঠিয়ালেরা দৃষ্টিনন্দন ভঙ্গিতে মেতে উঠেছেন খেলায়। খেলাটি দেখতে উৎসুক শিশু-কিশোর, যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা সবাই ভিড় জমিয়েছেন মাঠের চারপাশে।
গ্রামবাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতেই এমন ব্যতিক্রমী আয়োজন করা হয় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা কুনকুনিয়া গ্রামে। আজ সোমবার দিনব্যাপী আয়োজন হয় শতবর্ষের পুরোনো লাঠি খেলা ও গ্রামীণ মেলা। আয়োজকদের দাবি, প্রায় দেড় শ বছর ধরে গ্রামের মানুষেরা নিজেরাই এই আয়োজন করে আসছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলা জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় বুধবার থেকে শুরু হয় লাঠিখেলার প্রস্তুতি। পরের সোমবার সকালে আয়োজন হয় মূল মেলার। এ দিনই শেষ হয় লাঠিখেলা ও অন্যান্য প্রতিযোগিতা। মেলার অংশ হিসেবে একটি বাঁশ লাল কাপড়, রং ও চুল দিয়ে সাজিয়ে ‘মাদার বাঁশ’ নামে পূজা করা হয়।

সরেজমিনে দেখা গেছে, বিশাল একটি উঠানের চারপাশে হাজারো দর্শক। মাঝখানে চলছে লাঠিখেলা, আর পাশেই সঙ্গ দিচ্ছে ঢোল, কাঁসা ও বাঁশি। খেলার পাশাপাশি দর্শকদের বিনোদনে পরিবেশন করা হচ্ছে জাদু প্রদর্শনী। এর মধ্যে রয়েছে রাক্ষুসে খেলা, রামদা দিয়ে শরীর কোপানো, জীবন্ত মানুষকে মাটির নিচে পুঁতে রাখাসহ নানা আকর্ষণীয় প্রদর্শনী।
আয়োজক সাইদুল প্রামাণিক বলেন, ‘আমার বাবা শাজা প্রামাণিক এই লাঠিখেলার আয়োজন করতেন। তিনি মারা যাওয়ার পর আমরা দায়িত্ব নিয়েছি। আমাদের দেখে আরও দুটি দল অংশ নেয়। বাংলার ঐতিহ্য ধরে রাখাই আমাদের উদ্দেশ্য।’

গ্রামের প্রবীণ বাসিন্দা আব্দুল জব্বার বলেন, ‘আমি ছোটবেলা থেকেই এই লাঠিখেলার মেলা দেখে আসছি। এ উপলক্ষে গ্রামে উৎসবের পরিবেশ তৈরি হয়, আত্মীয়স্বজনেরা আসেন।’
খেলা দেখতে আসা তরুণ সজিব বলেন, ‘শুনেছি এখানে লাঠিখেলা হয়। বন্ধুদের নিয়ে দেখতে এসেছি, খুব ভালো লাগছে।’ যুথী নামের এক স্কুলছাত্রী বলে, ‘লাঠিখেলা দেখতে এসে চুড়ির দোকান থেকে কাচের চুড়ি কিনেছি।’
খেলোয়াড় শহীদুল ইসলাম বলেন, ‘বাপ-দাদার কাছ থেকে লাঠিখেলা শিখেছি। দেশ স্বাধীনের পর থেকেই খেলছি। খেলে আনন্দ পাই, দর্শকরাও খুশি হন।’
আরেক লাঠিয়াল আজগর বলেন, ‘শতবর্ষের ঐতিহ্য আমাদের এই মাদার মেলা। আমাদের খেলা দেখে হাজারও মানুষ আনন্দ পান।’
এ বিষয়ে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক আজকের পত্রিকাকে বলেন, ডিসি অফিস থেকে এ মেলার কোনো অনুমোদন দেওয়া হয়নি।

ঢোলের বাজনা, কাঁসার ঘণ্টা আর বাঁশির তালে চলছে লাঠির কসরত। প্রতিপক্ষের আঘাত-প্রতিঘাত ঠেকাতে লাঠিয়ালেরা দৃষ্টিনন্দন ভঙ্গিতে মেতে উঠেছেন খেলায়। খেলাটি দেখতে উৎসুক শিশু-কিশোর, যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা সবাই ভিড় জমিয়েছেন মাঠের চারপাশে।
গ্রামবাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতেই এমন ব্যতিক্রমী আয়োজন করা হয় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা কুনকুনিয়া গ্রামে। আজ সোমবার দিনব্যাপী আয়োজন হয় শতবর্ষের পুরোনো লাঠি খেলা ও গ্রামীণ মেলা। আয়োজকদের দাবি, প্রায় দেড় শ বছর ধরে গ্রামের মানুষেরা নিজেরাই এই আয়োজন করে আসছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলা জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় বুধবার থেকে শুরু হয় লাঠিখেলার প্রস্তুতি। পরের সোমবার সকালে আয়োজন হয় মূল মেলার। এ দিনই শেষ হয় লাঠিখেলা ও অন্যান্য প্রতিযোগিতা। মেলার অংশ হিসেবে একটি বাঁশ লাল কাপড়, রং ও চুল দিয়ে সাজিয়ে ‘মাদার বাঁশ’ নামে পূজা করা হয়।

সরেজমিনে দেখা গেছে, বিশাল একটি উঠানের চারপাশে হাজারো দর্শক। মাঝখানে চলছে লাঠিখেলা, আর পাশেই সঙ্গ দিচ্ছে ঢোল, কাঁসা ও বাঁশি। খেলার পাশাপাশি দর্শকদের বিনোদনে পরিবেশন করা হচ্ছে জাদু প্রদর্শনী। এর মধ্যে রয়েছে রাক্ষুসে খেলা, রামদা দিয়ে শরীর কোপানো, জীবন্ত মানুষকে মাটির নিচে পুঁতে রাখাসহ নানা আকর্ষণীয় প্রদর্শনী।
আয়োজক সাইদুল প্রামাণিক বলেন, ‘আমার বাবা শাজা প্রামাণিক এই লাঠিখেলার আয়োজন করতেন। তিনি মারা যাওয়ার পর আমরা দায়িত্ব নিয়েছি। আমাদের দেখে আরও দুটি দল অংশ নেয়। বাংলার ঐতিহ্য ধরে রাখাই আমাদের উদ্দেশ্য।’

গ্রামের প্রবীণ বাসিন্দা আব্দুল জব্বার বলেন, ‘আমি ছোটবেলা থেকেই এই লাঠিখেলার মেলা দেখে আসছি। এ উপলক্ষে গ্রামে উৎসবের পরিবেশ তৈরি হয়, আত্মীয়স্বজনেরা আসেন।’
খেলা দেখতে আসা তরুণ সজিব বলেন, ‘শুনেছি এখানে লাঠিখেলা হয়। বন্ধুদের নিয়ে দেখতে এসেছি, খুব ভালো লাগছে।’ যুথী নামের এক স্কুলছাত্রী বলে, ‘লাঠিখেলা দেখতে এসে চুড়ির দোকান থেকে কাচের চুড়ি কিনেছি।’
খেলোয়াড় শহীদুল ইসলাম বলেন, ‘বাপ-দাদার কাছ থেকে লাঠিখেলা শিখেছি। দেশ স্বাধীনের পর থেকেই খেলছি। খেলে আনন্দ পাই, দর্শকরাও খুশি হন।’
আরেক লাঠিয়াল আজগর বলেন, ‘শতবর্ষের ঐতিহ্য আমাদের এই মাদার মেলা। আমাদের খেলা দেখে হাজারও মানুষ আনন্দ পান।’
এ বিষয়ে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক আজকের পত্রিকাকে বলেন, ডিসি অফিস থেকে এ মেলার কোনো অনুমোদন দেওয়া হয়নি।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে