সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজার বিরুদ্ধে করা দ্রুত বিচার আইনের মামলায় আপস সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী ও সাবেক মেয়র বেগম আশানুর বিশ্বাস। আজ বুধবার সকালে এই সাক্ষ্য দেন তিনি। এই সাক্ষ্য দেওয়ার মধ্য দিয়ে মামলাটি শিগগিরই নিষ্পত্তি হয়ে যেতে পারে।
সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতের পেশকার মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
সাবেক মেয়র বেগম আশানুর বিশ্বাস একই সঙ্গে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সাজ্জাদুল হক রেজা সাবেক মেয়রের মেয়ে জামাতার ছোট ভাই।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার সহযোগীরা মাঝেমধ্যে সাবেক মেয়র আশানুর বিশ্বাসের কাছে চাঁদা দাবি করতেন। ২০১৭ সালের ১২ ডিসেম্বর দুপুরে বেলকুচি পৌরসভার সভাকক্ষে আলোচনা সভা চলছিল। এ সময় সাজ্জাদুল হক রেজার নেতৃত্বে তাঁর সহযোগীরা পিস্তল, রামদা, রড, লোহার পাইপ নিয়ে আশানুর বিশ্বাসের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা পৌর কার্যালয়ের জানালা, চেয়ার, টেবিল, ভাঙচুর করেন। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়। এ ঘটনায় আশানুর বিশ্বাস বাদী হয়ে মেয়র সাজ্জাদুল হক রেজা, তাঁর সহযোগী ফারুক সরকার, শ্রী পাপ্পু, আরমান, রানা, সেরাজুল ইসলাম, সোহাগ, রাব্বি, রিয়াদ, রুবেল, রমজান, আল-আমিন, শরিফ, নয়ন, আলমসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি মামলা করেন।
২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি মেয়র সাজ্জাদুল হক রেজাসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা বেলকুচি থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক রওশন আলী।
সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতের পিপি শহিদুল ইসলাম লিটন বলেন, সাবেক মেয়র আশানুর বিশ্বাস আজ আপস সাক্ষ্য দিয়েছেন। তাঁর সাক্ষ্য শেষে আগামী ২৮ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। ওই তারিখে মামলাটি নিষ্পত্তি হয়ে যেতে পারে।

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজার বিরুদ্ধে করা দ্রুত বিচার আইনের মামলায় আপস সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী ও সাবেক মেয়র বেগম আশানুর বিশ্বাস। আজ বুধবার সকালে এই সাক্ষ্য দেন তিনি। এই সাক্ষ্য দেওয়ার মধ্য দিয়ে মামলাটি শিগগিরই নিষ্পত্তি হয়ে যেতে পারে।
সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতের পেশকার মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
সাবেক মেয়র বেগম আশানুর বিশ্বাস একই সঙ্গে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সাজ্জাদুল হক রেজা সাবেক মেয়রের মেয়ে জামাতার ছোট ভাই।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার সহযোগীরা মাঝেমধ্যে সাবেক মেয়র আশানুর বিশ্বাসের কাছে চাঁদা দাবি করতেন। ২০১৭ সালের ১২ ডিসেম্বর দুপুরে বেলকুচি পৌরসভার সভাকক্ষে আলোচনা সভা চলছিল। এ সময় সাজ্জাদুল হক রেজার নেতৃত্বে তাঁর সহযোগীরা পিস্তল, রামদা, রড, লোহার পাইপ নিয়ে আশানুর বিশ্বাসের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা পৌর কার্যালয়ের জানালা, চেয়ার, টেবিল, ভাঙচুর করেন। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়। এ ঘটনায় আশানুর বিশ্বাস বাদী হয়ে মেয়র সাজ্জাদুল হক রেজা, তাঁর সহযোগী ফারুক সরকার, শ্রী পাপ্পু, আরমান, রানা, সেরাজুল ইসলাম, সোহাগ, রাব্বি, রিয়াদ, রুবেল, রমজান, আল-আমিন, শরিফ, নয়ন, আলমসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি মামলা করেন।
২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি মেয়র সাজ্জাদুল হক রেজাসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা বেলকুচি থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক রওশন আলী।
সিরাজগঞ্জ দ্রুত বিচার আদালতের পিপি শহিদুল ইসলাম লিটন বলেন, সাবেক মেয়র আশানুর বিশ্বাস আজ আপস সাক্ষ্য দিয়েছেন। তাঁর সাক্ষ্য শেষে আগামী ২৮ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। ওই তারিখে মামলাটি নিষ্পত্তি হয়ে যেতে পারে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আটতলা নতুন ভবনের ষষ্ঠ তলায় শিশু ওয়ার্ডে আগুনে প্রাণহানির ঘটনা না ঘটলেও আতঙ্কে রোগী ও স্বজনদের হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে লাগা আগুনে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...
২৫ মিনিট আগে
বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্রুততম সময়ে ১৬ দশমিক ১ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছেন সাইফুল ইসলাম রাসেল। ৪ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগিতা শেষ করেন।
৪০ মিনিট আগে
রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে চলে যাওয়ার সময় পেট্রলপাম্পের কর্মী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন চালক কামাল হোসেন।
১ ঘণ্টা আগে
পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পাণ্ডে হত্যা ও মুন্তাজ চেয়ারম্যানের হাত কাটা মামলার অন্যতম আসামি জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় অস্ত্র, গুলিসহ অস্ত্র তৈরির সরঞ্জাম।
১ ঘণ্টা আগে