কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। ইতিমধ্যে আদার আবাদে ভালো ফলন দেখা দিয়েছে। এতে লাভবান হবেন বলে আশা করছেন কৃষকেরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, উপজেলার ১২টি ব্লকে ২৫ জন কৃষক প্রায় দেড় হাজার বস্তায় আদা চাষ করেছেন। প্রতি বস্তায় দুই কেজির ওপরে আদার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে প্রায় তিন হাজার কেজি আদা উৎপাদন হতে পারে।
ফুলজোড় নদীর নুরনগর তালপট্টি চরের কৃষক লিটন আলী সেখ বলেন, আগে আমরা জমিতে আদা চাষ করেছি। সেখানে প্রতি বিঘায় এক থেকে দেড় মণ আদা উৎপাদন হয়েছে। পরে ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি পরিত্যক্ত ছায়াযুক্ত স্থানেও বস্তায় আদা চাষ করা সম্ভব।
কৃষক লিটন সেখ আরও বলেন, পরিত্যক্ত ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ করায় বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে। পরে একটি পরিত্যক্ত স্থানে ৬০০টি বস্তায় বারি-১ ও বারি-২ জাতের আদা চাষ করেছি। ফলন বেশ ভালো হয়েছে। বাজারদর ভালো থাকলে খরচ বাদে লক্ষাধিক টাকা লাভ হবে।
কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মণ জানান, বস্তায় আদা চাষে সফলতা দেখে অনেকে উদ্বুদ্ধ হচ্ছেন। ১২টি ব্লকে ১ হাজার ২০০টি বস্তায় আদা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও প্রায় ১ হাজার ৫০০টি বস্তায় আদা চাষ হয়েছে। বস্তায় আদা চাষে কৃষকদের বিভিন্ন পরামর্শের পাশাপাশি সহায়তা দেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জের কামারখন্দে ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। ইতিমধ্যে আদার আবাদে ভালো ফলন দেখা দিয়েছে। এতে লাভবান হবেন বলে আশা করছেন কৃষকেরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, উপজেলার ১২টি ব্লকে ২৫ জন কৃষক প্রায় দেড় হাজার বস্তায় আদা চাষ করেছেন। প্রতি বস্তায় দুই কেজির ওপরে আদার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে প্রায় তিন হাজার কেজি আদা উৎপাদন হতে পারে।
ফুলজোড় নদীর নুরনগর তালপট্টি চরের কৃষক লিটন আলী সেখ বলেন, আগে আমরা জমিতে আদা চাষ করেছি। সেখানে প্রতি বিঘায় এক থেকে দেড় মণ আদা উৎপাদন হয়েছে। পরে ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি পরিত্যক্ত ছায়াযুক্ত স্থানেও বস্তায় আদা চাষ করা সম্ভব।
কৃষক লিটন সেখ আরও বলেন, পরিত্যক্ত ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ করায় বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে। পরে একটি পরিত্যক্ত স্থানে ৬০০টি বস্তায় বারি-১ ও বারি-২ জাতের আদা চাষ করেছি। ফলন বেশ ভালো হয়েছে। বাজারদর ভালো থাকলে খরচ বাদে লক্ষাধিক টাকা লাভ হবে।
কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মণ জানান, বস্তায় আদা চাষে সফলতা দেখে অনেকে উদ্বুদ্ধ হচ্ছেন। ১২টি ব্লকে ১ হাজার ২০০টি বস্তায় আদা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও প্রায় ১ হাজার ৫০০টি বস্তায় আদা চাষ হয়েছে। বস্তায় আদা চাষে কৃষকদের বিভিন্ন পরামর্শের পাশাপাশি সহায়তা দেওয়া হচ্ছে।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
১৮ মিনিট আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২৪ মিনিট আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
২৯ মিনিট আগে
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল হুমাইরা আক্তার মিম (১৫)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় কিছু হওয়ার। কিন্তু গত শুক্রবার দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
৩৩ মিনিট আগে