কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

অভাবের সংসারে এক মুঠো ভাত জোগাতে বৃদ্ধ বয়সেও জীবনের যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আবদুল খালেক প্রামাণিক ও তাঁর স্ত্রী রাহালা। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কুনকুনিয়া উত্তর পাড়া গ্রামের এই দম্পতিকে একটানা আট ঘণ্টা ঘানি টানতে হয়। তাঁদের মানবেতর জীবন-যাপন নিয়ে গত ২১ সেপ্টেম্বর আজকের পত্রিকার অনলাইনে 'ঘানি না টানলে সংসার চলে না বৃদ্ধ দম্পতির' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে গতকাল সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই দম্পতিকে ঘানি টানার জন্য একটি গরু উপহার দেওয়া হয়েছে।
জানা গেছে, বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন-যাপনের বিষয়টি জানতে পেরে বৃদ্ধ দম্পতির ঘানি টানা পরিদর্শন করতে যান সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী। জাহিদ হাসান সিদ্দিকী বিষয়টি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদকে জানান। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধ দম্পতির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে গরু উপহার দেওয়ার কথা বলেন।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, 'এই পত্রিকার অনলাইনে সংবাদটি পড়ে আমি খুব কষ্ট পেয়েছি। অনুভব করেছিলাম তাঁদের জন্য কিছু করা যায় কিনা। পরিদর্শন করে সংবাদের সত্যতা পেয়েছি। পরে ডিসি স্যারকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে একটি গরু কিনে দেওয়ার ঘোষণা দিতে বলেন। আব্দুল খালেকের হাতে গরুটি তুলে দিতে পরে খুব ভালো লাগছে।'
জাহিদ হাসান সিদ্দিকী আরও বলেন, 'এরপরও যদি ওই দম্পতির কোন সমস্যা হয় আমাদের জানালে সহায়তার হাত বাড়িয়ে দেব।'
গরু উপহার পেয়ে আবেগাপ্লুত আব্দুল খালেক বলেন, 'আমার আর ঘাড়ে জোয়াল বাঁইধা ঘানি টানতে হইব না। আমার পরিবারের কাউকেই আর ঘানি টাইনতে হইব না। ডিসি স্যার আমাকে গরু দিছে। অনেক খুশি হইসি। ইউএনও স্যার আমার বাড়িতে যায়া আমার কষ্ট দেখছে। পরে গরু কিনা দিসে।'
আব্দুল খালেক আরও বলেন, 'আমি সাংবাদিক আর ওই পত্রিকার জন্য দোয়া করি। তাঁরা বড় হোক।'

অভাবের সংসারে এক মুঠো ভাত জোগাতে বৃদ্ধ বয়সেও জীবনের যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আবদুল খালেক প্রামাণিক ও তাঁর স্ত্রী রাহালা। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কুনকুনিয়া উত্তর পাড়া গ্রামের এই দম্পতিকে একটানা আট ঘণ্টা ঘানি টানতে হয়। তাঁদের মানবেতর জীবন-যাপন নিয়ে গত ২১ সেপ্টেম্বর আজকের পত্রিকার অনলাইনে 'ঘানি না টানলে সংসার চলে না বৃদ্ধ দম্পতির' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে গতকাল সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই দম্পতিকে ঘানি টানার জন্য একটি গরু উপহার দেওয়া হয়েছে।
জানা গেছে, বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন-যাপনের বিষয়টি জানতে পেরে বৃদ্ধ দম্পতির ঘানি টানা পরিদর্শন করতে যান সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী। জাহিদ হাসান সিদ্দিকী বিষয়টি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদকে জানান। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধ দম্পতির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে গরু উপহার দেওয়ার কথা বলেন।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, 'এই পত্রিকার অনলাইনে সংবাদটি পড়ে আমি খুব কষ্ট পেয়েছি। অনুভব করেছিলাম তাঁদের জন্য কিছু করা যায় কিনা। পরিদর্শন করে সংবাদের সত্যতা পেয়েছি। পরে ডিসি স্যারকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে একটি গরু কিনে দেওয়ার ঘোষণা দিতে বলেন। আব্দুল খালেকের হাতে গরুটি তুলে দিতে পরে খুব ভালো লাগছে।'
জাহিদ হাসান সিদ্দিকী আরও বলেন, 'এরপরও যদি ওই দম্পতির কোন সমস্যা হয় আমাদের জানালে সহায়তার হাত বাড়িয়ে দেব।'
গরু উপহার পেয়ে আবেগাপ্লুত আব্দুল খালেক বলেন, 'আমার আর ঘাড়ে জোয়াল বাঁইধা ঘানি টানতে হইব না। আমার পরিবারের কাউকেই আর ঘানি টাইনতে হইব না। ডিসি স্যার আমাকে গরু দিছে। অনেক খুশি হইসি। ইউএনও স্যার আমার বাড়িতে যায়া আমার কষ্ট দেখছে। পরে গরু কিনা দিসে।'
আব্দুল খালেক আরও বলেন, 'আমি সাংবাদিক আর ওই পত্রিকার জন্য দোয়া করি। তাঁরা বড় হোক।'

সুনামগঞ্জ থেকে ভোলার মনপুরায় এসে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। তাকে জিম্মি করে একদল দুষ্কৃতকারী তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশের বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।
৩৬ মিনিট আগে
শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান ওরফে আইসিএল শফিককে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৪১ মিনিট আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর জন্য আজ সময় এসেছে। রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিজম সৃষ্টি হয়। আমরা আগামী দিনে এই পরিবর্তন আনতে চাই।’
১ ঘণ্টা আগে