কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের শিশু গৌরব পাল রাজশাহী বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫-এর বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় সাধারণ জ্ঞানের ‘খ’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থী শুধু নিজের নয়, তার বিদ্যালয় ও এলাকার গর্বও হয়ে উঠেছে। গৌরব সিরাজগঞ্জের রসুলপুর গ্রামের হাইস্কুলের শিক্ষক গৌতম চন্দ্র পাল ও গৃহিণী বেদনা রাণী পালের দ্বিতীয় সন্তান।
গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত বিভাগীয় প্রতিযোগিতায় গৌরব সাধারণ জ্ঞানে দ্বিতীয় হয়ে মেডেল ও সার্টিফিকেট লাভ করে। এর আগে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সাধারণ জ্ঞান ও ইংরেজিতে প্রথম এবং জেলা পর্যায়ে সাধারণ জ্ঞানে প্রথম ও ইংরেজিতে দ্বিতীয় হয় সে।
গৌরবের বাবা গৌতম পাল সন্তানের এই অর্জনে আপ্লুত। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সন্তানের সফলতা প্রত্যেক বাবা-মায়ের কাছেই গর্বের বিষয়। আমি চাই আমার ছেলে শুধু পড়ালেখায় নয়, মানুষ হিসেবেও বড় হোক এবং দেশের মানুষের জন্য কিছু করে দেখাক।’
গৌরবের এই সাফল্যের পেছনে তার পরিবার ও শিক্ষকদের অবদান বলে জানায়। নিজের আগ্রহ ও স্বপ্নের কথা বলতে গিয়ে গৌরব পাল জানায়, ছোটবেলা থেকেই সাধারণ জ্ঞানের প্রতি ভালোবাসা জন্মেছে। পাঠ্যবইয়ের বাইরে মোবাইল ফোনে বিশ্বের নানা তথ্য ও সাধারণ জ্ঞানের খুঁটিনাটি বিষয় জানার চেষ্টা করি। বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ার ইচ্ছে ছিল, যদিও তা হয়নি, তবু দ্বিতীয় হয়ে অনেক খুশি।
ভবিষ্যৎ স্বপ্ন প্রসঙ্গে গৌরব পাল জানায়, সরকারি বৃত্তি নিয়ে অস্ট্রেলিয়ার কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দেশের মানুষের জন্য কাজ করতে চায় সে।
রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল আলম জানান, গৌরবের এ অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের। তার এই সাফল্যের পেছনে তার বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। আমরা চাই সে আরও বড় কিছু করুক।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের শিশু গৌরব পাল রাজশাহী বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫-এর বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় সাধারণ জ্ঞানের ‘খ’ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থী শুধু নিজের নয়, তার বিদ্যালয় ও এলাকার গর্বও হয়ে উঠেছে। গৌরব সিরাজগঞ্জের রসুলপুর গ্রামের হাইস্কুলের শিক্ষক গৌতম চন্দ্র পাল ও গৃহিণী বেদনা রাণী পালের দ্বিতীয় সন্তান।
গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত বিভাগীয় প্রতিযোগিতায় গৌরব সাধারণ জ্ঞানে দ্বিতীয় হয়ে মেডেল ও সার্টিফিকেট লাভ করে। এর আগে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সাধারণ জ্ঞান ও ইংরেজিতে প্রথম এবং জেলা পর্যায়ে সাধারণ জ্ঞানে প্রথম ও ইংরেজিতে দ্বিতীয় হয় সে।
গৌরবের বাবা গৌতম পাল সন্তানের এই অর্জনে আপ্লুত। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সন্তানের সফলতা প্রত্যেক বাবা-মায়ের কাছেই গর্বের বিষয়। আমি চাই আমার ছেলে শুধু পড়ালেখায় নয়, মানুষ হিসেবেও বড় হোক এবং দেশের মানুষের জন্য কিছু করে দেখাক।’
গৌরবের এই সাফল্যের পেছনে তার পরিবার ও শিক্ষকদের অবদান বলে জানায়। নিজের আগ্রহ ও স্বপ্নের কথা বলতে গিয়ে গৌরব পাল জানায়, ছোটবেলা থেকেই সাধারণ জ্ঞানের প্রতি ভালোবাসা জন্মেছে। পাঠ্যবইয়ের বাইরে মোবাইল ফোনে বিশ্বের নানা তথ্য ও সাধারণ জ্ঞানের খুঁটিনাটি বিষয় জানার চেষ্টা করি। বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ার ইচ্ছে ছিল, যদিও তা হয়নি, তবু দ্বিতীয় হয়ে অনেক খুশি।
ভবিষ্যৎ স্বপ্ন প্রসঙ্গে গৌরব পাল জানায়, সরকারি বৃত্তি নিয়ে অস্ট্রেলিয়ার কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দেশের মানুষের জন্য কাজ করতে চায় সে।
রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল আলম জানান, গৌরবের এ অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের। তার এই সাফল্যের পেছনে তার বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। আমরা চাই সে আরও বড় কিছু করুক।

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
১৪ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে